ভারতে লঞ্চ হল FAU-G, জেনে নিন কীভাবে করবেন ডাউনলোড আর গেমের বিশেষ ফিচার্স
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
জেনে নিন কোন কোন ফোনে সাপোর্ট করবে এবং কত সাইজ
FAU-G: অবশেষে ভারতীয় গেমারদের জন্য উপলব্ধ হল দীর্ঘ প্রত্যাশিত ব্যাটেল গেম FAU-G (ফিয়ারলেস অ্যান্ড উইনাইটেড গার্ডস)। পূর্বের ঘোষণা মতো, ২৬ জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিনই লঞ্চ হল FAU-G মোবাইল গেম। এই মুহূর্তে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য মোবাইল গেমটি লঞ্চ করেছে বেঙ্গালুরু ভিত্তিক সংস্থা এনকোর (nCore) গেমস। এখন গুগল প্লে স্টোর থেকে এই গেমিং অ্যাপ্লিকেশনটিকে বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। বর্তমানে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য এই গেমটিকে লঞ্চ করা হয়েছে, তবে মনে করা হচ্ছে যে এই বছরের শেষে গেমটির iOS ভার্সনও লঞ্চ করা হবে। উল্লেখযোগ্য, এই মোবাইল গেমটির ব্র্যান্ড অ্যাম্বাসাডর বলিউড স্টার অক্ষয় কুমার (Akshay Kumar)। তিনি লিজেই গেম ডাউনলোডের লিঙ্ক শেয়ার করেছেন।
এই গেমটির সাইজ মাত্র ৪৬০ এমবি। তবে, FAU-G গেমটি ইন্সটল করে খেলার জন্য আপনার স্মার্টফোনটিতে নিদেনপক্ষে অ্যান্ড্রয়েড ৮ বা তার পরবর্তী অপারেটিং সিস্টেম থাকতে হবে। এই মুহূর্তে ইংরেজির ছাড়া হিন্দি আর তামিল ভাষায় গেমটিকে লঞ্চ করা হয়েছে। গেমের ডেভেলপার জানিয়েছে যে শীঘ্রই অনান্য ভাষাতেও গেমটি উপলব্ধ হবে।
Face the enemy. Fight for your country. Protect Our Flag. India’s most anticipated action game, Fearless and United Guards: FAU-G takes you to the frontlines and beyond! Start your mission today.
— Akshay Kumar (@akshaykumar) January 26, 2021
Download now: https://t.co/8cuWhoq2JJ#HappyRepublicDay #FAUG @BharatKeVeer pic.twitter.com/uH72H9W7TI
advertisement
advertisement
বর্তমানে গেমটি কেবল সিঙ্গল প্লেয়ার এবং কো-অপারেটিভ প্লে মোডে খেলা যাবে, কিন্তু শীঘ্রই এই রয়্যাল ব্যাটাল মোড এবং মাল্টি ইউজার মোডও উপলব্ধ হবে। FAU-G গেমে তিনটি মোড Campaign, Team Deathmatch আর Free for All রয়েছে। তবে বর্তমানে এনকোর গেমস গেমারদের শুধুমাত্র Campaign মোড অফার করছে।
গত বছর নভেম্বর মাস থেকে গেমটির প্রি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছিল। সংশ্লিষ্ট সংস্থার তরফে জানানো হয়, প্রথম ২৪ ঘণ্টাতেই ১ মিলিয়নের মাইলস্টোন ছুঁয়ে ফেলে গেমের প্রি-রেজিস্ট্রেশন। তবে iOS ডিভাইজে ফিয়ারলেস অ্যান্ড ইউনাইটেড গার্ডস (Fearless and United Guards- FAU-G) কবে থেকে পাওয়া যাবে, সেই বিষয়ে এখনও কিছুই জানা যায়নি।
advertisement
এই গেমটিকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছে, এর জন্য আপনাকে সার্চ অপশনে গিয়ে FAU-G টাইপ করতে হবে। ইতিমধ্যে আপনি যদি গেমটি প্রি-রেজিস্ট্রেশনও করে থাকেন তাহলেও আপনাকে এইভাবেই গেম ডাউনলোড করতে হবে।
Location :
First Published :
January 26, 2021 4:40 PM IST