ম্যাচমেকিংও করবে এবার ফেসবুক, আসছে ডেটিং অ্যাপ
Last Updated:
এই মুহূর্তে ম্যাচ-এর ডেটিং সাইট টিন্ডার এবং ওকেকিউপিড সিঙ্গলদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়।
#সান হোসে: ডেটিং গেমেও ঢুকে পড়ল ফেসবুক। মঙ্গলবার ফেসবুক কর্ণধার মার্ক জুকারবার্গ ঘোষণা করেন, পৃথিবীর বৃহত্তম সোশ্যাল নেটওয়ার্ক সাইটে যাতে ইউজাররা আরও বেশি সময় কাটাতে পারেন তাই নিজস্ব ডেটিং অ্যাপ নিয়ে আসছে ফেসবুক।
মঙ্গলবার ফেসবুকের বার্ষিক সম্মেলনে নতুন ডেটিং অ্যাপের কথা ঘোষণা করে জুকেরবার্গ বলেন, "ফেসবুকে এই মুহূর্তে ২০ কোটি ইউজার রয়েছেন যারা নিজেদের প্রোফাইলে রিলেশনশিপ স্টেটাস হিসেবে সিঙ্গল অপশন বেছে নিয়েছেন। ডেটিং অ্যাপের ফলে এই ইউজাররা পছন্দ মতো সঙ্গী বেছে নিতে পারবেন। " তবে ইউজারদের প্রাইভেসির বিষয়টিও দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন জুকেরবার্গ।
advertisement
advertisement
ফসেবুকের ডেটিং অ্যাপের ঘোষণায় প্রতিযোগিতার মুখে পড়তে চলেছে ম্যাচ গ্রুপ ইঙ্ক-এর মতো সংস্থা। এই মুহূর্তে ম্যাচ-এর ডেটিং সাইট টিন্ডার এবং ওকেকিউপিড সিঙ্গলদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়।
ডেটিং অ্যাপ লঞ্চ করার পাশাপাশি 'ক্লিয়ার হিস্ট্রি' প্রাইভেসি কন্ট্রোলের মাধ্যমে ব্রাউজিং হিস্ট্রি ডিলিট করার অপশনও নিয়ে আসতে চলেছে ফেসবুক।
view commentsLocation :
First Published :
May 02, 2018 10:03 AM IST

