খুব শীঘ্রই ‘‌ডিসলাইক’‌ বাটন আসছে ফেসবুকে !

Last Updated:

বহু পরীক্ষা-নিরাক্ষা ও বির্তকের পর অবশেষে মার্ক জুকার্রবার্গ কী এবার ডিসলাইক বাটন আনতে চলেছে ?

#নয়াদিল্লি: বেশ কয়েকদিন ধরেই ফেসবুকে ডিসলাইক বাটন নিয়ে জল্পনা চলছে ৷ লাইকের পাশাপাশি ডিসলাইক বাটন থাকা উচিত বলে মনে করেন অধিকাংশ মানুষ ৷ ফেসবুককে  ‘‌ডিসলাইক’‌ বাটনের জন্য প্রতিনিয়তই অনুরোধ জানিয়ে আসছে ব্যবহারকারীরা। গতবছরই ছ’টি 'রিঅ্যাকশনস' বাটন যোগ করা হয় ৷ এর আগে ফেসবুক পোস্টে শুধু লাইক বাটনেরই অপশন ছিল ৷ কিন্তু অনেকেই লাইকে পাশাপাশি ডিসলাইক বাটনেরও আবেদন জানিয়েছিল ৷
বহু পরীক্ষা-নিরাক্ষা ও বির্তকের পর অবশেষে মার্ক জুকার্রবার্গ কী এবার ডিসলাইক বাটন আনতে চলেছে ?  'রিঅ্যাকশনস' বাটনের মাধ্যমে লোকে নিজের আবেগ-অনুভূতি প্রকাশ করতে পারবে  ৷ কিন্তু এখনও কোনও পোস্ট অপছন্দ হলে সেটা জানানোর কোনও রাস্তা নেই।  এবার তাই লাইকের পাশাপাশি ‘‌ডিসলাইক’‌ বাটনও আনছে ফেসবুক।
টেকক্রাঞ্চের একটি রিপোর্ট অনুযায়ী, ‘‌ডিসলাইক’‌ বাটন নিয়ে ইতিমধ্যেই অনেক পরীক্ষা-নিরাক্ষা হয়ে গিয়েছে ৷ পরীক্ষামূলকভাবে চালু করার জন্য সেটি প্রায় প্রস্তুত ৷ মেসেঞ্জারে খুব শীঘ্রই নতুন এই বাটন আসতে চলেছে বলে জল্পনা শুরু হয়ে গিয়েছে ৷
advertisement
advertisement
তবে ঠিক কবে নাগাদ এই বাটনটি চালু হবে সে বিষয়ে পরিস্কার করে ফেসবুক কিছু জানায়নি। যে ছ'টি রিঅ্যাকশনস বাটন এখন রয়েছে তা হল ভালোলাগা, ভালোবাসা, হাসি, ওয়াও, দুঃখ ও রাগ ৷ গত বছর ফেব্রুয়ারি মাসে এই বাটনগুলি যোগ করা হয় ৷ ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়,প্রায় ৩০ হাজার কোটি রিঅ্যাকশন এর মধ্যে প্রায় ১৭৯ কোটিরও বেশি ব্যবহারকারীই কেবল লাভ রিঅ্যাকশন ব্যবহার করেছ।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
খুব শীঘ্রই ‘‌ডিসলাইক’‌ বাটন আসছে ফেসবুকে !
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement