পয়সা দিচ্ছেন না? ট্যুইট পড়ার লিমিট এবার তাহলে কমিয়ে দেবেন এলন মাস্ক, বড় বদল ট্যুইটারে

Last Updated:

এলন মাস্ক ট্যুইটারের লাগাম হাতে নেওয়ার পর থেকে প্রতিদিনই নতুন নতুন নিয়ম তৈরি করে চলেছেন। এখন আরও এক ধাপ এগিয়ে বিনামূল্যে ট্যুইটার ব্যবহার প্রায় নিষিদ্ধ করতে চলেছেন।

নয়াদিল্লি: এলন মাস্ক টুইটার অধিগ্রহণ করার পর থেকেই একটার পর একটা নতুন নিয়ম চাপিয়ে চলেছেন ইউজারদের ঘাড়ে। কর্মী ছাঁটাই থেকে শুরু করে বিভিন্ন ধরনের পরিবর্তন আসতে শুরু করেছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্যুইটারে। এবার এলন মাস্ক ট্যুইটারে আরও একটি বিশাল পরিবর্তন আনতে চলেছে। যা এক ধাক্কায় অনেকটাই বদলে ফেলবে মাইক্রোব্লগিং সাইটকে।
এলন মাস্ক ট্যুইটারের লাগাম হাতে নেওয়ার পর থেকে প্রতিদিনই নতুন নতুন নিয়ম তৈরি করে চলেছেন। প্রথমত, তিনি ট্যুইটারের সম্পূর্ণ ব্যবস্থাপনার পরিবর্তন করেন। এরপর ব্লু টিক-এর জন্য সাবস্ক্রিপশন শুরু করেন, যেখানে নিজেদের ট্যুইটার অ্যাকাউন্টে ব্লু টিক রেখে দেওয়ার জন্য টাকার বিনিময়ে ইউজারদের সাবস্ক্রিপশন নিতে হয়।
আরও পড়ুন: একবার বসালে ফুল চার্জ না দিয়ে ফোন তোলেন না? কাজটা ঠিক হচ্ছে তো?
এখন আরও এক ধাপ এগিয়ে এলন মাস্ক বিনামূল্যে ট্যুইটার ব্যবহার প্রায় নিষিদ্ধ করতে চলেছেন। এখন কেবলমাত্র সেই সমস্ত ইউজার, যাঁদের ট্যুইটারে সাবস্ক্রিপশন রয়েছে তাঁরাই কেবল সমস্ত ট্যুইট দেখতে সক্ষম হবেন। এমন অবস্থায় যাঁরা প্রতিদিন হাজার হাজার ট্যুইট দেখে তাঁদের প্রতিক্রিয়া জানাতেন, তাঁদের পক্ষে পরিস্থিতি কঠিন হতে চলেছে।
advertisement
advertisement
ট্যুইটারের নতুন নিয়ম –
এলন মাস্ক ট্যুইটারের আনপেড ইউজারদের কোনও না কোনও ভাবে পেড সাবস্ক্রাইবারের দলে নিয়ে আসতে চান। এর জন্য এলন মাস্ক নিয়ে এসেছেন আরও এক নতুন কৌশল। এবার এলন মাস্ক আনপেড ইউজারদের জন্য একটি দৈনিক ট্যুইট সীমা নির্ধারণ করেছে। মানে ইউজাররা যদি টুইটার সাবস্ক্রিপশন না নিয়ে থাকেন, তাহলে একদিনে সর্বোচ্চ ৬০০টি ট্যুইট পড়তে পারবেন।
advertisement
কে কত ট্যুইট পড়তে পারবেন –
এলন মাস্ক জানিয়েছেন যে, ট্যুইটার বিভ্রাটের কারণে এই নিয়ম নিয়ে আসা হয়েছে। কিন্তু, এই বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে, কিছু সময়ের জন্য আচমকা ট্যুইটার হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল। যার কারণে ইউজারদের অনেক সমস্যায় পড়তে হয়েছিল।
আরও পড়ুন – এই ৫টি সুপার কুল গ্যাজেট আছে? আপনার সামনে মাথা নোয়াতে বাধ্য হবে গরম
এলন মাস্কের নতুন নিয়ম অনুসারে ভেরিফায়েড অ্যাকাউন্টগুলি দিনে সর্বাধিক ৬০০০টি ট্যুইট পড়তে সক্ষম হবে। অন্য দিকে, আনভেরিফায়েড অ্যাকাউন্টগুলি দিনে সর্বাধিক ৬০০টি ট্যুইট পড়তে সক্ষম হবে। এছাড়াও একেবারে নতুন আনভেরিফায়েড ট্যুইটার ইউজাররা দিনে মাত্র ৩০০টি ট্যুইট পড়তে সক্ষম হবেন।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
পয়সা দিচ্ছেন না? ট্যুইট পড়ার লিমিট এবার তাহলে কমিয়ে দেবেন এলন মাস্ক, বড় বদল ট্যুইটারে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement