Bankura News: মেড ইন বাঁকুড়া! জ্বালানি ছাড়াই ছুটছে প্রথম ইলেকট্রিক জিপ
- Reported by:NILANJAN BANERJEE
- hyperlocal
Last Updated:
আড়াই লাখ টাকা খরচ করে বানিয়েছেন এই জিপ। ৩০ টাকায় ১০০ কিলোমিটার ছুটবে এই গাড়ি।
বাঁকুড়া: জ্বালানি খরচ নেই ,নেই দুষণ। একবার চার্জ দিলেই দিব্যি পাড়ি দিতে পারেন কয়েক শো কিমি। এমন অভিনব ব্যাটারি চালিত জিপ গাড়ি তৈরি করে নজির গড়েছেন বাঁকুড়ার এক ব্যাক্তি। গাড়ির বডি এবং চ্যাসিস তৈরি হয়েছে বাঁকুড়ায়। চার আসনের গীয়ার যুক্ত এই অভিনব ট্রেন্ডি লুকের জিপ গাড়ি মাত্র ৩০ টাকায় ১০০ কিলোমিটার দৌড়ায়।
অভিনব জিপ গাড়ি বানিয়ে তাক লাগিয়েছেন বাঁকুড়ার চঞ্চল সিং। বাঁকুড়া রানীগঞ্জ জাতীয় সড়কের উপরে ডি এ ভি স্কুলের পাশেই তার বাড়ি। বাড়ির বাইরে তৈরি হচ্ছে আরও একটি ব্যাটারি চালিত গাড়ি। পেট্রোল জিপ গাড়ির মাইলেজ খুবই কম। সেই কারণেই নিজে প্রায় আড়াই লাখটাকা এবং পরিশ্রম খরচ করে এই ব্যাটারি চালিত জিপ বানিয়ে ফেলেছেন।
advertisement
আরও পড়ুন: বাংলাতেও মাধ্যমিকে ফুল মার্কস? গুরুত্বপূর্ণ টিপস দিলেন শিক্ষক, পরীক্ষায় বসার আগে অবশ্যই দেখুন
advertisement
সবরকম কাস্টোমাইজ করা যানবাহন তৈরি করেন তিনি। আপনি চাইলে আপনার পছন্দমতডিজাইন থেকে ভ্যারিয়েন্ট সবই বানিয়ে নিতে পারেন চঞ্চল সিং এর কাছে। কাস্টমাইজড ইভি জিপের পাশাপাশি, ইভি ভ্যান,ইভি বাস কিংবা টোটো ভ্যান,লোটো ভ্যান, বিজ্ঞাপন প্রচারের জন্য এলইডি ডিসপ্লে ভ্যান থেকে ট্রাক, সবই বানিয়ে দিতে পারেন তিনি।
advertisement
চঞ্চল সিংয়ের তৈরি এই ইলেক্ট্রিক জিপ টাউনশিপ রাইড, পার্ক, হোটেল, রিসর্ট বা জঙ্গল সাফারির জন্যও ব্যবহার করা যেতে পারে। মোটা চাকার জিপে ব্যবহার করা হয়েছে মোটরসাইকেল সাসপেনশন। যেকোনও ভূমি প্রকৃতির উপরেই সর্বোচ্চ ৪০ কিমি বেগে দৌড়তে পারে বাঁকুড়ার এই বিস্ময় জিপ।
নীলাঞ্জন ব্যানার্জী
Location :
Kolkata,West Bengal
First Published :
January 31, 2024 4:17 PM IST