E20 পেট্রোল কি বাইক, গাড়ির ক্ষতি করছে? পেট্রোল পাম্পে গিয়ে এই ভুল করলেই 'বিপদ'

Last Updated:

E20 Petrol- ভারতে বর্তমানে রাস্তায় চলাচল করা বেশিরভাগ গাড়িতেই E20 ফুয়েল (২০% ইথানল মিশ্রিত পেট্রোল) সাপোর্ট করে না। এই অবস্থায় অনেক গাড়ির মালিক অভিযোগ করছেন, গাড়ির মাইলেজ কমে যাচ্ছে।

News18
News18
কলকাতা: ভারতে বর্তমানে রাস্তায় চলাচল করা বেশিরভাগ গাড়িতেই E20 ফুয়েল (২০% ইথানল মিশ্রিত পেট্রোল) সাপোর্ট করে না। এই অবস্থায় অনেক গাড়ির মালিক অভিযোগ করছেন, গাড়ির মাইলেজ কমে যাচ্ছে।
অটোমোটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (ARAI)-র মতে, পরীক্ষার ভিত্তিতে দেখা গেছে যে গাড়ি অনুযায়ী মাইলেজে প্রায় ১ থেকে ৬ শতাংশ পর্যন্ত হ্রাস পেতে পারে। তবে দীর্ঘমেয়াদে ব্যবহার করার পরও গাড়িতে কোনও বড় ধরনের ক্ষতি সাধারণত লক্ষ্য করা যায় না।
সরকার গাড়ির মালিকদের আশ্বস্ত করতে ARAI-এর এই গবেষণার উপর জোর দিচ্ছে। E20 ফুয়েল (২০% ইথানল মিশ্রিত পেট্রোল) অনেক বছর ধরেই ব্যবহৃত হচ্ছে অনেক গাড়িতে। কখনও কোনও বড় সমস্যা দেখা যায়নি।
advertisement
advertisement
আরও পড়ুন- আপনার নামে দু’টো ভোটার কার্ড নেই তো? চেক করবেন কীভাবে! সহজ উপায়, না জানলে বিপদ
গাড়ি নির্মাতা কোম্পানিগুলো এই বিষয়ে এখনও চুপ রয়েছে। পুরনো গাড়িগুলিতে E20 ফুয়েলের কারণে কোনও সমস্যা হয়েছে কি না, তা নিয়ে তারা এখনও কোনও মন্তব্য বা তথ্য প্রকাশ করেনি।
E20 ফুয়েলে ২০% ইথানল এবং ৮০% পেট্রোল থাকে। এটি প্রকৃতির জন্য ভাল। তবে আপনার গাড়ি E20 সাপোর্ট না করলে আপনার গাড়িতে বড় ধরনের সমস্যা হতে পারে, যা আপনার খরচ বাড়িয়ে দিতে পারে।
advertisement
ইথানল জল শোষণ করে, ফলে আপনার গাড়ির ফুয়েল ট্যাঙ্ক, ফুয়েল লাইন এবং ইঞ্জিনের মেটাল অংশগুলোতে জং ধরে যেতে পারে। পরে ফুয়েল সিস্টেম নষ্ট হয়ে যেতে পারে। ইথানল রবার ও প্লাস্টিকের অংশগুলোর ক্ষতি করতে পারে। যেমন গাসকেট, হোস, এবং ফুয়েল লাইন ইত্যাদি।
E20 ফুয়েলে ইথানলের পরিমাণ বেশি থাকায় এর শক্তি সাধারণ জ্বালানির তুলনায় কম হয়, ফলে মাইলেজ ১-৬% পর্যন্ত কমে যেতে পারে। এখন প্রশ্ন হল, কোন গাড়িগুলোর ক্ষতি হতে পারে? ২০২৩ সালের আগে তৈরি গাড়িগুলো বেশিরভাগ E10 (১০% ইথানল) এর জন্য ডিজাইন করা হয়েছে। ২০২৩ সালের পর তৈরি গাড়িগুলো সাধারণত E20 এর জন্য উপযোগী। কারণ সেগুলো তৈরির সময় বিশেষ ধরনের কোটিং এবং উপাদান ব্যবহৃত হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
E20 পেট্রোল কি বাইক, গাড়ির ক্ষতি করছে? পেট্রোল পাম্পে গিয়ে এই ভুল করলেই 'বিপদ'
Next Article
advertisement
প্রখ্যাত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার অনুনয় সুদ প্রয়াত, বয়স হয়েছিল ৩২
প্রখ্যাত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার অনুনয় সুদ প্রয়াত, বয়স হয়েছিল ৩২
  • প্রয়াত অনুনয় সুদ

  • প্রখ্যাত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার

  • বয়স হয়েছিল ৩২

VIEW MORE
advertisement
advertisement