গাড়ির হেডলাইট নিস্তেজ হয়ে যাচ্ছে! নজর রাখুন এই সব দিকে

Last Updated:

Cars: নানা কারণে হেডলাইটের উজ্জ্বলতা হারিয়ে যেতে পারে। সেক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখলেই অনেক হবে।

কলকাতা: নিজের গাড়ি নিজে চালিয়ে নিয়ে যাওয়ার মধ্যে একটা আত্মবিশ্বাস থাকে। কিন্তু অনেকেই ভয় পান। অনেকটা রাস্তা একা গাড়ি চালিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে বৈকী! বিশেষত রাতে। তবে একটু সতর্ক হলেই অনেক বিপদ এড়ানো যেতে পারে।
তার মধ্যে অন্যতম হতে পারে নিজের গাড়ির সঠিক রক্ষণাবেক্ষণ। গাড়ির হেডলাইটের আলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা সব সময় সঠিক মাত্রায় উজ্জ্বল রাখা প্রয়োজন। বিশেষত যাঁরা রাতে গাড়ি চালান তাঁদের জন্য হেডলাইটের আলোর উজ্জ্বলতা উপযুক্ত রাখা খুবই প্রয়োজন।
নানা কারণে হেডলাইটের উজ্জ্বলতা হারিয়ে যেতে পারে। সেক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখলেই অনেকটা উপকার হতে পারে। যেমন—
advertisement
advertisement
হেডলাইট পরিষ্কার রাখা:
রাস্তায় দিনের পর দিন গাড়ি চললে ধুলো ময়লা পড়ে যায়। হেডলাইটের উপর ধুলো জমা হয়ে আলোর ঔজ্জ্বল্য হ্রাস করে দিতে পারে। তাই তা নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন। নিজেই সামান্য ডিটারজেন্ট আর জল দিয়ে হেডলাইট পরিষ্কার করে নেওয়া যায়।
advertisement
তবে একটা সময়ের পর গাড়ির হেডলাইট বদলে ফেলাও প্রয়োজন। পুরনো হলে হেডলাইট ঘোলাটে হয়ে যেতে পারে।
LED বা HID আলো:
LED বা HID আলো দীর্ঘদিন কাজ করতে পারে। এদের উজ্জ্বলতাও অনেক বেশি। তাছাড়া, এই ধরনের আলো বিদ্যুৎ সাশ্রয় করে। তাই গাড়ির ব্যাটারির উপরও কম চাপ পড়ে। পুরনো হ্যালোজেন হলুদ আলোর তুলনায় এগুলি অনেক বেশি উজ্জ্বল সাদা আলো দেয়। তবে সেক্ষেত্রে স্থানীয় সড়ক পরিবহণ আইনের দিকটি খতিয়ে দেখে নিতে হবে।
advertisement
গাড়ির বৈদ্যুতীন ব্যবস্থায় নজর:
গাড়িতে ঠিক মতো বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে কিনা সেদিকেও নজর রাখতে হবে। নিয়মিত ব্যাটারি, তার-সহ বিভিন্ন বৈদ্যুতিক ব্যবস্থার উপর নজর রাখতে হবে। ত্রুটি ধরা পড়লেই তা মেরামত করিয়ে নেওয়া প্রয়োজন।
আলো লাগানোর দিকে নজর:
হেডলাইট ঠিক সমতলে লাগানো হয়েছে কিনা, সেবিষয়টিও লক্ষ করতে হবে। না হলে আলো জ্বলতে অসুবিধা হতে পারে।
advertisement
রাস্তায় চলতে চলতে আলো খারাপ হয়ে গেলে বা কখনও হেডলাইট পর্যাপ্ত বলে মনে না হলে একটা সহায়ক আলোর ব্যবস্থা করে রাখাই বুদ্ধিমানের কাজ। এই ধরনের অতিরিক্ত সহায়ক আলো সহজেই ইনস্টল করে নেওয়া যেতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
গাড়ির হেডলাইট নিস্তেজ হয়ে যাচ্ছে! নজর রাখুন এই সব দিকে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement