সারা রাত জিরো ওয়াটের বাল্ব জ্বালালে কত টাকার বিদ্যুৎ পোড়ে? জানেন না অনেকেই

Last Updated:

Electricity Bill- আপনার মনে এই প্রশ্ন আসতেই পারে যে তাহলে এটাকে জিরো ওয়াটের বাল্ব বলা হয় কেন?

News18
News18
কলকাতা: সারারাত একটি জিরো ওয়াটের বাল্ব জ্বালিয়ে রাখলে কত টাকার বিদ্যুৎ বিল আসতে পারে? ১০০ জনের মধ্যে ৯৯ জন জানেন না এই প্রশ্নের উত্তর।
বেশিরভাগ মানুষ মনে করেন, জিরো ওয়াটের বাল্ব বিদ্যুৎ খরচ করে না। আপনি যদি রাতে ঘুমানোর সময় এই আবছা আলোর বাল্বগুলি জ্বালান এবং মনে করেন যে এটি বিদ্যুৎ বিলের উপর কোনও প্রভাব ফেলবে না, তাহলে আপনি ভুল করছেন। কারণ এই বাল্বের নাম জিরো ওয়াট হতে পারে, কিন্তু এটি বিদ্যুৎও খরচ করে।
advertisement
তাহলে আপনার মনে এই প্রশ্ন আসতেই পারে যে তাহলে এটাকে জিরো ওয়াটের বাল্ব বলা হয় কেন? প্রকৃতপক্ষে, এই বাল্বের নামটি আজকের নয়, অনেক পুরনো। সেই সময় বৈদ্যুতিক মিটার এত উন্নত ছিল না।
advertisement
আরও পড়ুন- শুধু রাস্তা দেখায় না, ‘গুগল ম্যাপসে’র ১৫টি ‘আশ্চর্য’ ব্যবহার..! আপনি ক’টা জানেন?
জিরো ওয়াটের বাল্ব কত বিদ্যুৎ ১২-১৫ ওয়াট বিদ্যুৎ খরচ করে। আগে রাতে ঘুমানোর সময় সমস্ত ইলেকট্রনিক ডিভাইসগুলি বন্ধ করে দেওয়া হত। তখন শুধুমাত্র শূন্য ওয়াটের বাল্ব জ্বলত, তাই ইলেক্ট্রোম্যাগনেটিক মিটার এত অল্প পরিমাণে বিদ্যুৎ পরিমাপ করতে পারত না। মিটার ‘শূন্য’ দেখাত। তাই এর নাম দেওয়া হয়েছিল জিরো ওয়াট বাল্ব। এই বাল্ব সম্পর্কে মানুষের মধ্যে একটি ভুল ধারণা তৈরি হয়েছিল।
advertisement
তাহলে এখন আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই বাল্বটির নাম জিরো ওয়াট বাল্ব রাখা হয়েছে এর শূন্য বিদ্যুৎ খরচের কারণে নয়, বরং পুরনো মিটারের বিদ্যুৎ খরচ সঠিকভাবে পরিমাপ করতে না পারার কারণে। এই বাল্ব এক ঘন্টায় 15Wh বা 0.015 KWh বা 0.015 ইউনিট খরচ করে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
সারা রাত জিরো ওয়াটের বাল্ব জ্বালালে কত টাকার বিদ্যুৎ পোড়ে? জানেন না অনেকেই
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement