গরম থেকে বাঁচতে 'এই' কাজটি ভুলেও করবেন না! হতে পারে ১০ হাজার টাকা জরিমানা

Last Updated:

Heat wave alert on 2024: গাড়িতে কালো গ্লাস বা স্টিকার লাগানো নিয়ে হরিয়ানা পুলিশ জানিয়েছে , এই ধরনের গ্লাস ব্যবহার ট্রাফিক নিয়মের বিরুদ্ধ। ফলে এমনটা কেউ করলে কিন্তু শেষ পর্যন্ত মোটা টাকা জরিমানা দিতে হতে পারে।

কলকাতা: যে কোনও চারচাকার গাড়ির কাচে কালো রঙের স্টিকার লাগানো ট্রাফিক নিয়মের বিরুদ্ধ। অনেকেই তীব্র গরম থেকে বাঁচতে গাড়ির জানলায় কালো রঙের স্টিকার বসান।
এতে তাপমাত্রা কমে গেলে গাড়ির এসির ক্ষমতা বেড়ে যায় এবং গাড়ি বেশি ঠান্ডা থাকে। কিন্তু এতে ট্রাফিক নিয়মের অধীনে কড়া শাস্তির ব্যবস্থার কথা অনেকেই ভুলে যান।
আরও পড়ুন- ফোন চার্জে দিয়ে বহু মানুষ এই ভুল করেন! ব্যাটারির আয়ু কমে, গরমে দুর্ঘটনা হতে পারে
সম্প্রতি হরিয়ানা পুলিশ এই ধরনের অভিযোগের বিরুদ্ধে নেমেছেন। যাঁরা এমনটা করছেন তাঁদের গাড়ির কালো স্টিকার সরানোর পাশাপাশি তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে।
advertisement
advertisement
গাড়িতে কালো গ্লাস বা স্টিকার লাগানো নিয়ে হরিয়ানা পুলিশ জানিয়েছে যে, গাড়িতে এই ধরনের গ্লাস ব্যবহার ট্রাফিক নিয়মের বিরুদ্ধ। এর জন্য গাড়ির মালিকদের ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। তাই প্রত্যেককেই সতর্ক করে দেওয়া হয় তাঁরা যেন নিজেদের গাড়িতে এই ধরনের গ্লাস ব্যবহার না করেন।
বরং যাঁদের গাড়িতে লাগানো রয়েছে তাঁরা যেন অবশ্যই তা খুলে ফেলেন। প্রসঙ্গত জানিয়ে রাখা উচিত, গাড়িতে এই ধরনের কালো গ্লাস বা স্টিকার লাগাতে বড়জোড় ২০০ থেকে ৩০০ টাকা খরচ হবে তবে এর জন্য পরে আরও বেশি মাশুল দিতে হতে পারে।
advertisement
আরও পড়ুন- মুহূর্তে ১২ ডিগ্রি কমবে তাপমাত্রা,নতুন এই ফ্যানে এসির ঠান্ডা,নামমাত্র দামে কিনুন
২০১২ সালের ১৯ মার্চ সরকার গাড়িতে লাগানো গ্লাসের দৃশ্যতা সুনিশ্চিত করতে একটি নিয়ম লাগু করে। এই নিয়ম অনুসারে সারা দেশে গাড়ির উইন্ডশিল্ডের ভিজিবলিটি সামনে এবং পেছনের গ্লাসে ৭০% এবং উইন্ডোর ভিজিবিলিটি ৩০% হতে হবে।
এর কম ভিজিবিলিটির গাড়ি বা যাঁরা গাড়িতে কালো গ্লাস লাগিয়ে ভিজিবিলিটি কমানোর চেষ্টা করেছেন তাদেঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা ওই নিয়মে বলা হয়েছে।
advertisement
গত ২০১৯ সালে সরকার এই ধরনের গাড়ি থেকে প্রায় ২ কোটি ৬৪ লক্ষ টাকা ফাইন আদায় করেছিল। তাই গরমের মরশুম পড়ার আগেই বিভিন্ন রাজ্য পুলিশ জনগণের উদ্দেশ্যে এই বিষয়ে আরও একবার জানিয়ে দিয়েছে, নয়তো আইনত পুলিশ এই অপরাধের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা নিতে পারে বলে জানানো হয়েছে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
গরম থেকে বাঁচতে 'এই' কাজটি ভুলেও করবেন না! হতে পারে ১০ হাজার টাকা জরিমানা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement