India-Pakistan: সোশ্যাল মিডিয়ায় যা ছবি/ভিডিও দেখছেন সব বিশ্বাস করবেন না

Last Updated:

কোন উত্তেজক বা রোমহর্ষক ছবি ও ভিডিও দেখলেই বিশ্বাস করবেন না ৷ সম্ভাবনা রয়েছে পুরো বিষয়টি ভুয়ো বা 'ফেক' হওয়ার ৷

#নয়াদিল্লি: পাকিস্তানের আকাশে ভারতীয় বায়ুসেনার বিমান ৷ গুড়িয়ে দেওয়া হল জঙ্গিঘাঁটি ৷ অন্যদিকে পাক মাটিতে ভেঙে পড়ল ভারতীয় বিমান ৷ নিখোঁজ বায়ুসেনা অফিসারের ছবি হোক বা এয়ার স্ট্রাইকের উত্তেজক ভিডিও ৷ সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে এমন ভিডিও বা ছবি ৷ যার মধ্যে অধিকাংশই ভুয়ো যা পরে জানানো হচ্ছে ৷ কিন্তু ততক্ষণে সেই সবই ভাইরাল হয়েছে ৷ কারণ কিছু বুঝে ওঠার আগেই তা শেয়ার হচ্ছে হুহু করে ৷ এতেই সমস্যা হচ্ছে ৷ এভাবে না বুঝে অকারণে কোন ছবি বা ভিডিও বিশ্বাস করবেন না আর শেয়ারও করবেন না ৷ এমনই বার্তা দেওয়া হচ্ছে ৷ যাচাই না করে কোনওভাবেই বিশ্বাস করবেন না এমন ছবি/ভিডিও । সতর্ক করা হচ্ছে বারবার ৷
কীভাবে বিচার করবেন ভিডিও ঠিক নাকি ভুল-
  • যদি কোন মেসেজ অনেকের কাছ থেকে আপনি পান, তাহলে সেটা ভুয়ো হওয়ার সম্ভাবনা খুব বেশি ৷
  • কোন মেজেস বা ভিডি পেলেই সেটা বিশ্বাসযোগ্য কিনা তা বিভিন্ন পদ্ধতিতে পরীক্ষা করুন ৷
  • ফরওয়ার্ড মেসেজ দেখে বুঝে অন্যকে পাঠান ৷
  • কোন ছবি বা ভিডিও বিশ্বাস করার আগে দেখে নিন তার কোন বিশ্বাসযোগ্য সূত্র আছে কিনা ৷
  • ভুয়ো খবর বা ফেক নিউজ যাতে না ছড়ায়,তার জন্য নানাবিধ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ফেসবুক, হোয়াটসআপ, ট্যুইটার ৷
advertisement
advertisement
সরকারের পক্ষ থেকেও গুজব বা ভুয়ো খবর ছড়ানোর ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা হচ্ছে ৷ কারণ ভুয়ো খবর থেকে ভুল ধারণা ছড়ায় যা পরিস্থিতি নিমেষে অগ্নিগর্ভ করে তুলতে পারে ৷ কোন রকম অপ্রতিকর পরিস্থিতি এড়াতেই এমন প্রচেষ্টা ৷ তাই সোশ্যাল মিডিয়া ও সরকার যৌথ উদ্যোগেই ভুয়ো খবর রোখার প্রক্রিয়ায় সামিল হয়েছে ৷ সাধারণের কাছে শুধু এমনই আর্জি যে কোন ভুল ধারনা পোষণ না করেন এবং অযথা ভুয়ো খরবেও বিশ্বাস না করেন। মাতৃভূমির প্রতি সম্মান থাক, থাক দেশাত্ববোধক চেতনা, কিন্তু কোনটা যেন ভুয়ো খবরের ওপর নির্ভর করে না হয়।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
India-Pakistan: সোশ্যাল মিডিয়ায় যা ছবি/ভিডিও দেখছেন সব বিশ্বাস করবেন না
Next Article
advertisement
Amartya Sen Hearing Notice: মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে গেল কমিশনের নোটিস
মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের বাড়িতে নোটিস দিয়ে এল কমিশন
  • অমর্ত্য সেনের বাড়িতে নির্বাচন কমিশনের দল৷

  • এসআইআর শুনানিতে হাজিরা দিতে নোটিস৷

  • অমর্ত্য সেনকে শুনানিতে ডাক, গতকালই দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement