Diwali With Mi: জলের দরে সস্তা! ৭০% ছাড়ে পাবেন হোম অ্যাপ্লায়েন্স, Mi-এর 'দিওয়ালি সেল'-এ ধামাকা অফার, কবে থেকে শুরু?
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Diwali with Mi: অফিসিয়াল ওয়েবসাইটে সেলের কথা ঘোষণা করেছে শাওমি। তবে কোন দিন থেকে শুরু হবে তা এখনও জানায়নি।
Diwali With Mi: মাস ফুরোলেই দুর্গাপুজো। তারপর দীপাবলি। উৎসবের মরশুমে ডিসকাউন্টের ডালি সাজিয়ে বসেছে ই-কমার্স সংস্থাগুলি। এই তালিকায় এবার নাম লেখাল শাওমি। দীপাবলি উপলক্ষ্যে তারা নিয়ে আসছে স্পেশাল সেল, “দিওয়ালি উইথ এমআই”।
অফিসিয়াল ওয়েবসাইটে সেলের কথা ঘোষণা করেছে শাওমি। তবে কোন দিন থেকে শুরু হবে তা এখনও জানায়নি। সেল পেজ থেকে কিছু অফারের ইঙ্গিতও পাওয়া গিয়েছে। বড় কথা হল, এখান থেকে গ্রাহকরা প্রতি মিনিটে ম্যাজিক রিওয়ার্ড পেতে পারেন।
থাকছে বিশেষ অফারও। শাওমি জানিয়েছে, ‘নোটিফাই’ বাটনে ক্লিক করলেই ফোন বা ইয়ারবাড জেতার সুযোগ থাকছে। উৎসব উপলক্ষ্যে ৪৫ শতাংশ পর্যন্ত ছাড়ে স্মার্টফোন ঘরে আনতে পারবেন গ্রাহকরা।
advertisement
advertisement
আরও পড়ুন: পুজোর আগেই ফ্লিপকার্টে শুরু হচ্ছে ‘বিগ বিলিয়ন ডে’ সেল, থাকছে নজরকাড়া অফার
সেলে Redmi 13 5G ১৭,৯৯৯ টাকার বদলে ১X,X৯৯ টাকায় কিনতে পারবেন গ্রাহকরা। হ্যাঁ, শাওমি এভাবেই জানিয়েছে। সঠিক অফার মূল্য এখনও প্রকাশ করেনি। এছাড়া Redmi Note 13 5G ফোন ২০,০০০ টাকার বদলে কেনা যাবে ১X,X৯৯ টাকায়। সঠিক অফার মূল্য খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানিয়েছে শাওমি।
advertisement
Redmi Note 13 Pro+ 5G ফোনেও থাকছে ডিসকাউন্ট। ৩৩,৯৯৯ টাকার পরিবর্তে গ্রাহক পাবেন ২X,X৯৯ টাকায়। বিপুল ছাড়ে মিলবে Xiaomi 14 স্মার্টফোন। ৭৯,৯৯৯ টাকার বদলে বিক্রি হবে ৫X,X৯৯ টাকায়।
টিভি এবং স্মার্ট হোম ডিভাইসেও ৪৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে শাওমি। A সিরিজের শাওমির স্মার্ট টিভি ২৪,৯৯৯ টাকার বদলে পাওয়া যাবে XX,499 টাকায়। Redmi Smart Fire TV-এর দাম ২৪,৯৯৯ টাকা। সেলে XX,499 টাকায় কিনতে পারবেন গ্রাহক।
advertisement
আরও পড়ুন: অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল কবে শুরু হচ্ছে? কী কী সুবিধা পাবেন ক্রেতারা
৩৪,৯৯৯ টাকার বদলে XX,৯৯৯ টাকায় শাওমির রোবট ভ্যাকুয়াম ক্লিনার পাওয়া যাবে। অন্য দিকে, শাওমির রোবট ভ্যাকুয়াম ক্লিনার X10 ৫৯,৯৯ টাকার পরিবর্তে XX,৯৯৯ টাকায় কেনার সুযোগ পাবেন গ্রাহকরা।
এছাড়া অন্যান্য ইলেকট্রনিক প্রোডাক্টেও মিলবে বিপুল ছাড়। ৩৫ শতাংশ ডিসকাউন্টে ট্যাব কিনতে পারবেন গ্রাহক। স্মার্টওয়াচ বা অডিও ডিভাইসে পাওয়া যাবে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়। অ্যাক্সেসারিজও ৭০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্টে ঘরে আনতে পারবেন গ্রাহক।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Sep 20, 2024 11:51 AM IST










