DigiYatra App: নতুন সংস্করণ নিয়ে এল DigiYatra অ্যাপ! নতুন ভার্সন ইনস্টল না করলে সমস্যা হবে!

Last Updated:

DigiYatra App : সংস্থা দাবি করেছে, পুরনো DigiYatra অ্যাপ ব্যবহার করতে নানা সমস্যা হচ্ছিল ইউজারদের। এই নিয়ে একাধিক অভিযোগ জমা পড়ে। এরপরই DigiYatra অ্যাপের নয়া সংস্করণ নিয়ে আসা হল।

DigiYatra App: নতুন সংস্করণ নিয়ে এল DigiYatra অ্যাপ। গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে নতুন ভার্সন ডাউনলোড করতে পারবেন ইউজাররা। DigiYatra অ্যাপ দেখভাল করে DigiYatra ফাউন্ডেশন। তারা জানিয়েছে, অ্যাপের লেটেস্ট ফিচার ব্যবহার করতে হলে পুরনো ভার্সন ডিলিট করে নতুন ভার্সন ইনস্টল করতে হবে।
সংস্থা দাবি করেছে, পুরনো DigiYatra অ্যাপ ব্যবহার করতে নানা সমস্যা হচ্ছিল ইউজারদের। এই নিয়ে একাধিক অভিযোগ জমা পড়ে। এরপরই DigiYatra অ্যাপের নয়া সংস্করণ নিয়ে আসা হল। এতে বেশ কিছু বাড়তি সুবিধা পাওয়া যাবে। পুরনো ভার্সন থেকে নয়া ভার্সনে এলে লাভবান হবেন পর্যটকরাও। অ্যাপের নতুন ভার্সন ব্যবহারের জন্য কী করতে হবে, তাও জানিয়েছে DigiYatra অ্যাপ পরিচালনাকারী সংস্থা।
advertisement
প্রথম ধাপ – পুরানো DigiYatra অ্যাপ আনইনস্টল করতে হবে।
advertisement
দ্বিতীয় ধাপ – নতুন DigiYatra অ্যাপ ডাউনলোড এবং ইনস্টল করতে হবে।
তৃতীয় ধাপ – বিমানবন্দরে দ্রুত চেক-ইন অ্যাক্সেস করতে মোবাইল নম্বর, আধার নম্বর লিখে অ্যাপে নতুন করে তৈরি করতে হবে অ্যাকাউন্ট।
চতুর্থ ধাপ – আধার তথ্য যাচাই করতে হবে।
পঞ্চম ধাপ – ফেস অথেন্টিকেশনের জন্য আপলোড করতে হবে সেলফি।
advertisement
ষষ্ঠ ধাপ – বিভিন্ন বিমানবন্দরের যাবতীয় বিবরণ চলে আসবে ইউজারের হাতের মুঠোয়।
DigiYatra অ্যাপের নয়া ভার্সন অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসে ইউজাররা কীভাবে ডাউনলোড এবং ইনস্টল করবেন, তার বিশদ ভিডিও-অ প্রকাশ করেছে তারা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক্সে DigiYatra অ্যাপের তরফে লেখা হয়েছে, “এই আপগ্রেড আমাদের পরিষেবাগুলিকে উন্নত করার চলমান প্রচেষ্টার অংশ। ইউজারদের বেড়ানো আজীবনের স্মৃতি হয়ে থাকবে, এটাই আমাদের প্রতিশ্রুতি”।
advertisement
আসলে DigiYatra অ্যাপের নামে বেশ কিছু নকল অ্যাপ বাজারে জাঁকিয়ে বসে। এই নিয়ে চিন্তায় ছিলেন ইউজাররা। যদিও DigiYatra ফাউন্ডেশন নিশ্চিত করেছে, এমন কিছু ঘটবে না। আপগ্রেডের সময় কিছু সমস্যা হচ্ছিল। তবে সবই সেটআপের অংশ। সেগুলোর সমাধান করা হয়েছে। এখন নিশ্চিন্তে DigiYatra অ্যাপ ব্যবহার করতে পারেন ইউজাররা।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
DigiYatra App: নতুন সংস্করণ নিয়ে এল DigiYatra অ্যাপ! নতুন ভার্সন ইনস্টল না করলে সমস্যা হবে!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement