এবছর বিনামূল্যেই বাড়িতে নিয়ে যান HP ল্যাপটপ !

Last Updated:

ল্যাপটপও যে বাকীতে কিনতে পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু যথেষ্ট অবাক করে দেওয়ার মতোই ঘটনা !

#কলকাতা: নোট বাতিলের জেরে প্রায় প্রতিদিনই বাকিতে রেখে জিনিসপত্র কিনতে হচ্ছে মানুষদের ৷ মুদির দোকান বা মাছের বাজারে ধারে জিনিস কেনার চল আবার চলে এসেছে ৷ কিন্তু ল্যাপটপও যে বাকীতে কিনতে পাওয়া যাচ্ছে, সেটা  কিন্তু যথেষ্ট অবাক করে দেওয়ার মতোই ঘটনা !
দেশের চরম আর্থিক সঙ্কটের সময় একটা দারুণ অফার নিয়ে এসেছে HP ৷ আগামী ৫০ দিনের জন্য একটা দুর্দান্ত অফার নিয়ে এসেছে সংস্থা ৷ এই সময়ের মধ্যে নোটবুক EMI-তে কিনলে কোনও সুদ দিতে হবে না ৷ এছাড়া কোনও ডাউন পেমেন্টও করতে হবে না ৷ এই অফার অনুযায়ী এখন ল্যাপটপ কিনলে টাকা দিতে হবে আগামী বছর ৷ অর্থাৎ জানুয়ারির আগে কোনও পেমেন্ট করতে হবে না আপনাকে ৷  তাই এককথায় বিনামূল্যেই এখন কিনতে পাওয়া যাচ্ছে ল্যাপটপ ৷ তাই আর দেরি না করে চটপট এই অফারে কিনে ফেলুন HP ল্যাপটপ ৷ কারণ এর জন্য আগামী এক মাসেরও বেশি সময় কোনও টাকাই দিতে হবে না আপনাকে ৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
এবছর বিনামূল্যেই বাড়িতে নিয়ে যান HP ল্যাপটপ !
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement