পিডিএফ তো বটেই, এমনকী ফটো বদলে দিন টেক্সট ফরম্যাটে, শিখে নিন কায়দা
- Published by:Suman Majumder
- trending desk
Last Updated:
Google Drive: যাঁরা গুগল ড্রাইভ ব্যবহার করেন তাঁরা যে কোনও পিডিএফ বা ফটোকে খুব সহজেই টেক্সটে রূপান্তরিত করতে পারেন।
#নয়াদিল্লি: বর্তমান আমাদের কাজের স্বার্থে অনেক সময়ই স্মার্টফোনে ফটো, ভিডিও এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ডেটা সংরক্ষণ করে রাখতে হয়। তবে সে ক্ষেত্রে স্টোরেজ সমস্যা একটা বড় বিষয়।
এর জন্য আবার আমাদের ডেটাকে সরাসরি গুগল ড্রাইভে সেভ করতে হয়। গুগল ড্রাইভের মস্ত সুবিধে হল, এতে যে কোনও জায়গায় যখনই প্রয়োজন পড়ে আমরা খুব সহজেই কোনও ডেটা ফোনে ডাউনলোড করে ব্যবহার করতে পারি।
তবে পিডিএফ ড্রাইভ থেকে যে কোনও ফাইলকে টেক্সটে পরিবর্তন করতে আমাদের ইন্টারনেটের প্রয়োজন হয়। তাতেও তেমন কোনও অসুবিধে নেই, ইন্টারনেটে বর্তমানে এমন অনেক সফটওয়্যার রয়েছে যা খুব সহজেই এই কাজটি করে দেয়।
advertisement
advertisement
আরও পড়ুন- পাসওয়ার্ড মনে থাকে না? গুগল ম্যানেজারকে এভাবে ব্যবহার করে দেখুন তো
যাঁরা গুগল ড্রাইভ ব্যবহার করেন তাঁরা যে কোনও পিডিএফ বা ফটোকে খুব সহজেই টেক্সটে রূপান্তরিত করতে পারেন। এটি ডাউনলোড করাও খুব সহজ। তবে যে কোনও ‘পিডিএফ টু টেক্সট’ কনভার্ট করার আগে এই বিষয়গুলো মাথায় রাখা প্রয়োজন
advertisement
যে কোনও পিডিএফ বা ফটোকে টেক্সটে রূপান্তর করার আগে কিছু বিষয়ে মনোযোগ দেওয়া খুবই জরুরি। গুগল ড্রাইভের মাধ্যমে ব্যবহারকারীরা যে কোনও জেপিইজি, পিএনজি, জিআইএফ এবং পিডিএফ ডকুমেন্টকে টেক্সটে কনভার্ট করতে পারেন।
এর জন্য ফাইলের সাইজ ২ এমবির বেশি হওয়া উচিত নয়। যদি টেক্সটের পিক্সেল ১০-র বেশি হয় তবে এটি কনভার্ট করা যাবে না। এর সঠিক ফলাফল পেতে পিডিএফ ফাইলকে নির্দিষ্ট আকারে কমিয়ে এনে তারপর কনভার্ট করতে হবে।
advertisement
আরও পড়ুন- নতুন বছরে ফ্লিপকার্টের সবচেয়ে বড় চমক! এত সস্তায় আইফোন!
গুগল ড্রাইভ থেকে পিডিএফকে কীভাবে টেক্সটে কনভার্ট করতে হবে?
১. গুগল ড্রাইভ থেকে পিডিএফকে টেক্সটে রূপান্তর করতে প্রথমে drive.google.com-তে যেতে হবে
২. শুধুমাত্র কম্পিউটার থেকে নয় স্মার্টফোন থেকেও এই ফিচারটি ব্যবহার করা যেতে পারে
৩. ব্যবহারকারীরা যে পিডিএফ ফাইলটিকে টেক্সটে কনভার্ট করতে চান তাতে ক্লিক করতে হবে
advertisement
৪. এখানে ব্যবহারকারীরা অনেকগুলি অপশন দেখতে পাবেন, এগুলো থেকে ‘Open With’ অপশনটি নির্বাচন করতে হবে
৫. এবারে ‘Google Doc’ অপশনটি নির্বাচন করতে হবে
৬. এই ভাবে ব্যবহারীকারীরা যে কোনও পিডিএফ বা ফটোকে টেক্সটে কনভার্ট করতে পারেন
৭. এটি খোলার পরে ব্যবহারকারীরা লিস্ট, কলাম এবং টেবিলে কিছু পরিবর্তন দেখতে পাবেন
গুগল লেন্সের সাহায্যে টেক্সট কপি করার পদ্ধতি
যে কোনও ছবি থেকে লেখা কপি করা খুবই সহজ। এর জন্য গুগল ড্রাইভ ছাড়াও গুগল লেন্সের সাহায্য নেওয়া যেতে পারে। প্রথমত, গুগল লেন্স খোলার পরে, ব্যবহারকারী যে ছবিটি থেকে টেক্সটি আলাদা করতে চান তাতে ক্লিক করতে হবে।
advertisement
এর পরে, রাইট ক্লিক করে কপি টেক্সটের অপশনটি নির্বাচন করতে হবে। এইভাবে, গুগল লেন্সের সাহায্যে, সহজেই যে কোনও ফটো থেকে টেক্সট আলাদা করা যেতে পারে। এছাড়া টেক্সট কপি করার জন্য ইন্টারনেটে অনেক ওয়েবসাইটও কিন্তু উপলব্ধ রয়েছে।
Location :
First Published :
January 03, 2023 6:21 PM IST