#কলকাতা: ট্রেনের টিকিট কাটার সময় সবচেয়ে বড় সমস্যা হল কনফার্মড টিকিট পাওয়াটা ৷ ওয়েটিং লিস্টে থাকা টিকিট শেষপর্যন্ত কনফার্মড হবে কী না, তা নিয়ে একটা সংশয় থেকেই যায় ৷ কিন্তু এবার সেই সমস্যা অনেকটাই দূর হতে চলেছে একটি ওয়েবসাইটের দৌলতে ৷ কারণ এখানে শেষমূহূর্তে ট্রেনের টিকিটের ‘স্ট্যাটাস’ বদলাতেও পারে ৷
প্রশ্নটা হল, টিকিট কি শেষপর্যন্ত কনফার্মড হবে ৷ এব্যাপারে নিশ্চিত করে কিছু বলা না গেলেও ওয়েবসাইটের দাবি, অন্তত ৯০ শতাংশ সম্ভাবনা রয়েছে কনফার্মড টিকিট পাওয়ার ৷ ওয়েবসাইটের নাম www.Confirmtkt.com। এদের একটি অ্যাপও রয়েছে । ওয়েবসাইটিটি খুলে কবে কোথা থেকে যাত্রা করা হবে সেটা অবশ্যই লিখতে হবে ৷ রেলের ওয়েবসাইট থেকে টিকিট কাটার সময়ে যেভাবে স্টেশনের নাম এবং কোড লিখতে হয়, এখানেও একই নিয়ম প্রযোজ্য।
এর পরে আপনাকে ওই রুটে নির্দিষ্ট দিনে কোন কোন ট্রেন আছে এবং তাতে টিকিট পাওয়া যাচ্ছে কি না, তা জানানো হবে। একই সঙ্গে যে ট্রেনগুলিতে ওয়েটিং লিস্টে থাকা টিকিটও কনফার্মড হওয়ার সুযোগ আছে তা জানিয়ে দেওয়া হবে।
ওয়েবসাইটের রিভিউও মোটামুটি ভালই এখন ৷ IRCTC-তে অ্যাকাউন্ট থাকাটা অবশ্য বাধ্যতামূলক ৷ যারা এই ওয়েবসাইটের পরামর্শ মেনে টিকিট কেটেছেন, তাঁরা ৮০-৯০ শতাংশ ক্ষেত্রেই সফল থেকেছেন বলে জানা যাচ্ছে ৷ যদিও এই ওয়েবসাইটের সঙ্গে রেলের সরাসরি কোনও যোগাযোগ নেই ৷ কিন্তু খুব প্রয়োজন পড়লে এই ওয়েবসাইট একবার দেখতেই পারেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: App, Confirmed Ticket, Rail Ticket, Waiting List, Website