Birbhum News: শীতে বীরভূমে বেড়াতে যাওয়ার প্ল্যান, এক অ্যাপেই মিলবে সমাধান, ডাউনলোড করে নিন এখনই

Last Updated:

Birbhum News: জেলা প্রশাসন সূত্রে জানা গেছে নাম এখনও চূড়ান্ত না হলেও আপাতত 'বীরভূম ট্যুরিজম অ্যাপ' রাখা হয়েছে,পরবর্তীতে এই নাম পরিবর্তন করা হতে পারে।

প্রতিকী চিত্র 
প্রতিকী চিত্র 
বীরভূম,সৌভিক রায়: বীরভূম ভ্রমণের কথা মাথায় এলে সর্বপ্রথম মাথায় আসে সাধক বামদেবের তারাপীঠ এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতন। মূলত সারা বছর পর্যটকে ভরপুর থাকে বীরভূমের এই দুই জায়গা। তবে জেলা প্রশাসনের অন্য ধারণা, তাদের মতে এই দু’টি পরিচিত পর্যটনকেন্দ্রের বাইরে বীরভূমে আরও বহু অজানা পর্যটন কেন্দ্র রয়েছে, যেগুলি প্রচারের অভাবে এখনও সেভাবে জনপ্রিয় হয়নি। সেই সমস্যার সমাধানের কথা চিন্তা ভাবনা করছে প্রশাসন। সব স্থানের বিস্তারিত তথ্য একত্রিত করে একটি অ্যাপে তুলে ধরতে উদ্যোগ নিচ্ছে বীরভূম জেলা পর্যটন দফতর।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নাম এখনও চূড়ান্ত না হলেও আপাতত ‘বীরভূম ট্যুরিজম অ্যাপ’ রাখা হয়েছে, পরবর্তীতে এই নাম পরিবর্তন করা হতে পারে। জেলা প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, বীরভূমের পর্যটন সম্ভাবনাকে সামনে রেখে সেই মোবাইল অ্যাপটি তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। এই একটি অ্যাপে জেলার প্রতিটি বিশেষ দর্শনীয় স্থানের নাম, ছবি, এবং সেই স্থানের গুরুত্বের পাশাপাশি সংক্ষিপ্ত বিবরণ, যাতায়াতের মাধ্যম, থাকার সুবিধা-সবই এক ক্লিকে মিলবে।
advertisement
আরও পড়ুন-কাঁপবে দুনিয়া…! ভয়ঙ্কর কঠিন পরীক্ষা নেবেন শনি, ৫ রাশির কপালে চরম দুর্ভোগ, জীবন ছারখার, আপনার কপালে কী?
এর ফলে বীরভূম ভ্রমণে আগত পর্যটকেরা আগে থেকেই ভ্রমণের যাবতীয় তথ্য জেনে ঠিক ভাবে পরিকল্পনা করতে পারবেন। প্রশাসনিক আধিকারিকদের মতে, শান্তিনিকেতন ও তারাপীঠের বাইরে জেলার বেশ কিছু উল্লেখযোগ্য জায়গা পর্যটকদের আকর্ষণ করতে পারে। এর মধ্যে গুরুত্বপূর্ণ লাভপুরের হাঁসুলি বাঁক, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত বাড়ি ও মন্দির, এর পাশাপাশি দুবরাজপুরের মামাভাগ্নে পাহাড়, হেতমপুর রাজবাড়ি, সুরুল জমিদারবাড়ি, রায়পুর রাজবাড়ি, বৈষ্ণব তীর্থ, বক্রেশ্বর এর গরম জল। এছাড়া রাজনগর ইমামবাড়া, সিউড়ির এএসআই-এর অধীনে থাকা প্রাচীন মন্দির, সাঁইথিয়ার নন্দিকেশ্বরী তলা, নলহাটেশ্বরী মন্দির, গুহ্যকালী মন্দির, দ্বারবাসিনী মন্দির-সহ আরও কয়েকটি স্থান রয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন-‘মহাপ্রলয়’ আসছে…! শনির মার্গীতে কাঁপবে ত্রিলোক, মিথুন-সহ ৪ রাশির ভয়ঙ্কর দুঃসময়, জীবন ছারখার, পদে পদে চরম বিপদ, আপনার কপালে কী
জেলা পর্যটন দফতরের পরিকল্পনা অনুযায়ী, অ্যাপে বিভিন্ন শ্রেণিতে পর্যটন স্থানগুলির নাম নথিভুক্ত করা হবে। যেমন, ঐতিহাসিক, প্রাকৃতিক সৌন্দর্য, ধর্মীয়, সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ কেন্দ্র ইত্যাদি। জেলা প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, বীরভূমে বর্তমানে আনুমানিক প্রায় ৫০টি হোম-স্টে রয়েছে। হোম-স্টে তৈরির সময় প্রশাসনের তরফে প্রত্যেকটিকে ১ লক্ষ টাকা উৎসাহ ভাতা দেওয়া হয়েছিল। এই সমস্ত হোমস্টের ঠিকানা, যোগাযোগের নম্বর এবং অগ্রিম বুকিং পদ্ধতি অ্যাপে উল্লেখ থাকবে। যাতে সহজেই নিজের বুকিং করতে পারেন পর্যটকেরা।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Birbhum News: শীতে বীরভূমে বেড়াতে যাওয়ার প্ল্যান, এক অ্যাপেই মিলবে সমাধান, ডাউনলোড করে নিন এখনই
Next Article
advertisement
December 2025 Horoscope: রাশিফল ডিসেম্বর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ডিসেম্বর ২০২৫: দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?
  • রাশিফল ডিসেম্বর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement