Chetak E-Scooter|| এক চার্জে ১০৮ কিমি, ১৪ বছরের বনবাস শেষে বাজার কাঁপাতে ফিরল বাজাজ চেতক
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Chetak E-Scooter: এই স্কুটার চার্জ হতেও সময় লাগবে কম। পাঁচ ঘন্টায় হবে ফুল চার্জ। আর একবার ফুল চার্জ করলে ৯০ থেকে ১০০ কিলোমিটার যেতে সক্ষম এই স্কুটারটি।
দুর্গাপুর: অবশেষে শেষ হল দীর্ঘ প্রতীক্ষা। দেশের স্কুটার প্রেমী মানুষের জন্য দীর্ঘ ১৪ বছর পর বাজারে ফিরল চেতক স্কুটার। যদিও একেবারে অন্যরূপে। ইলেকট্রিক স্কুটার রূপে বাজারে ফিরল চেতক স্কুটার। দুর্গাপুরে সংস্থার একটি শোরুমে বুধবার সন্ধ্যায় আত্মপ্রকাশ করেছে চেতক। আর আত্মপ্রকাশের প্রথমদিন থেকেই স্কুটার নিয়ে গ্রাহকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ব্যাপক সংখ্যায় চলছে বুকিং।
সংস্থা জানাচ্ছে, গ্রাহকদের হাতে এই স্কুটার তুলে দিতে আরও কিছুদিন সময় লাগবে। চাহিদা মতো সরবরাহ শুরু হবে আগামী এপ্রিল মাস থেকে। তবে চেতক স্কুটারের ওপর মানুষের যে ভরসা আগে ছিল, সেই ভরসা ইলেকট্রিক চেতকের ক্ষেত্রেও যে অটুট থাকবে, সেই বিষয়ে আশ্বস্ত করেছেন সংস্থার আধিকারিকরা।
আরও পড়ুনঃ Whatsapp-এ আসছে ভিডিও কল, রিসিভ করলেই বিপদ! প্রতারণার নতুন ছক ভারতে
সংস্থার তরফ থেকে জানা গিয়েছে, চেতক স্কুটার পাওয়া যাবে আরবান এবং প্রিমিয়ামে ভেরিয়েন্টে। মোট ছ'টি রঙে পাওয়া যাবে এই ইলেকট্রিক স্কুটার। আর এই ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে যে ব্যাটারি ব্যবহার হয়েছে, সেই ব্যাটারি প্রায় ৭০ হাজার কিলোমিটার চলতে সক্ষম। স্কুটার চার্জ হতেও সময় লাগবে কম। পাঁচ ঘন্টায় হবে ফুল চার্জ। আর একবার ফুল চার্জ করলে ৯০ থেকে ১০০ কিলোমিটার পাড়ি দেবে স্কুটার। ইলেকট্রিক স্কুটার উচ্চগতি সম্পন্ন। ফলে ইলেকট্রিক ভেহিকেল নিয়েও রাইডের সম্পূর্ণ মজা পাবেন চালকরা।
advertisement
advertisement
সংস্থার তরফ থেকে জানা গিয়েছে, বর্তমানে দুর্গাপুরে এই স্কুটার পাওয়া যাবে। দাম ১ লক্ষ ৬৮ হাজার টাকা। যদিও এই দাম কিছু ভূর্তুকি দেওয়ার পর। তবে আগামী দিনে চেতকের দাম কমবে বলে আসে প্রকাশ করেছেন শোরুমের জেনারেল ম্যানেজার।
Nayan Ghosh
Location :
Kolkata,West Bengal
First Published :
February 23, 2023 7:56 PM IST