সামান্য এই ভুল করলেই হ্যাক হয়ে যেতে পারে আপনার স্মার্টফোন

Last Updated:

কখনও কী ভেবে দেখেছেন কতবড় বিপদ হতে পারে এর জন্যে ৷

#নয়াদিল্লি: এখন স্মার্টফোনের যুগ ৷ ৮ থেকে ৮০ সকলের হাতে চাই স্মার্টফোন ৷ বিল পেমেন্ট থেকে পিৎজা ডেলিভারি সবই এখন এক ক্লিকেই সম্ভব ৷ বাজারে স্মার্টফোনের ছড়াছড়ি ৷ অত্যাধুনিক ফিচার্স-সহ স্টাইলিশ ফোন এখন সবার চাহিদা ৷ কিন্তু যতই দামি বা ব্র্যান্ডেড মোবাইল কিনুন না কেন একটা সমস্যার মুখে পড়তে হচ্ছে সকলকেই ৷ সেটা হল ফোনের ব্যাটারির সমস্যা ৷ দরকারি কাজ করছেন হঠাৎ খেয়াল করলেন আপনার স্মার্টফোনটির চার্জ একেবারেই নেই। ৷ কোনও কিছু না ভেবে হাতের সামনে ল্যাপটপে বা কম্পিউটারের সঙ্গে ডেটা কেবলের সঙ্গে যুক্ত করে ফোন চার্জ করতে শুরু করে দেন ৷ কিন্তু কখনও কী ভেবে দেখেছেন কতবড় বিপদ হতে পারে এর জন্যে ৷
বিশেষজ্ঞরা জানাচ্ছেন ল্যাপটপ বা কম্পিউটারের সঙ্গে ফোন যুক্ত করলে হ্যাক হয়ে যেতে পারে আপনার স্মার্টফোন ৷
Kaspersky Lab-এর গবেষকরা জানিয়েছেন, iPhone বা Android স্মার্টফোন কম্পিউটারে প্লাগ ইন করলে দুটি ডিভাইসের মধ্যে প্রচুর ডেটা এক্সচেঞ্জ হতে থাকে ৷
advertisement
এর মধ্যে ফোনের নাম , নির্মাতা, সিরিয়াল নম্বর, ইলেকট্রনিক চিপ আইডি সবকিছুই চলে যেতে পারে হ্যাকারদের দখলে।
advertisement
এই তথ্য পেলেই সহজেই আপনার ফোন সহজেই হ্যাক করতে পারবে হ্যাকাররা ৷ তাই সব সময় ফোনে অ্যান্টি ভাইরাস ইনস্টল করে রাখুন। পাসওয়ার্ড দিয়ে ফোন সুরক্ষিত রাখুন ৷
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
সামান্য এই ভুল করলেই হ্যাক হয়ে যেতে পারে আপনার স্মার্টফোন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement