Chandrayaan 3: মনকাড়া চাঁদের ছবি পাঠাল চন্দ্রযান ৩! সন্ধ্যা নামার অপেক্ষায় গোটা দেশ
- Published by:Salmali Das
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Chandrayaan 3: X (আগের নাম ট্যুইটার)-এ সেই ছবি শেয়ার করে ISRO মঙ্গলবার লেখে ‘চাঁদ, ল্যান্ডার ইমেজার ক্যামেরা ৪ যেমন ছবি তুলেছে, ২০ অগাস্ট ২০২৩।’
চাঁদের কাছাকাছি যাওয়ার স্বপ্ন মানুষের আজন্ম লালিত। স্বপ্ন হয়তো সত্যি হতে চলেছে আজ-সন্ধ্যায়। সব কিছু ঠিক থাকলে এদিন সন্ধ্যা ৬ থেকে সাড়ে ৬টা মধ্যে চাঁদের বুকে নামবে চন্দ্রযান ৩, এমনই জানিয়েছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO। তার আগে মঙ্গলবার চাঁদের খুব কাছ থেকে তোলা ছবি পাঠিয়েছে ল্যান্ডার বিক্রম। তা প্রকাশ করেছে ISRO। গত ২০ অগাস্ট ক্যামেরা ৪ দিয়ে তোলা ছবি পাঠিয়েছে চন্দ্রযানের ল্যান্ডার।
X (আগের নাম ট্যুইটার)-এ সেই ছবি শেয়ার করে ISRO মঙ্গলবার লেখে ‘চাঁদ, ল্যান্ডার ইমেজার ক্যামেরা ৪ যেমন ছবি তুলেছে, ২০ অগাস্ট ২০২৩।’
advertisement
Chandrayaan-3 Mission:
The mission is on schedule.
Systems are undergoing regular checks.
Smooth sailing is continuing.The Mission Operations Complex (MOX) is buzzed with energy & excitement!
The live telecast of the landing operations at MOX/ISTRAC begins at 17:20 Hrs. IST… pic.twitter.com/Ucfg9HAvrY
— ISRO (@isro) August 22, 2023
advertisement
মঙ্গলবারই ISRO জানিয়েছিল চন্দ্রযান ৩ অভিযান এখনও পর্যন্ত আশানুরূপ কাজ করছে। সমস্ত সিস্টেম নিয়মিত নিরীক্ষণ করা হচ্ছে। এখনও পর্যন্ত অভিযান নির্বিঘ্ন। মিশন অপরেশন কমপ্লেক্স বা MOX-এ তুমুল উত্তেজনা। ভারতীয় সময় ২৩ অগাস্ট বিকেল ৫ টা ২০ মিনিট নাগাদ MOX/ISTRAC-এ ল্যান্ডিং-এর সরাসরি সম্প্রচার শুরু হবে।
advertisement
ISRO জানিয়েছে, ল্যান্ডার মডিউল চাঁদের পিঠে ঠিক কোথায় নামবে করবে তা বোঝার জন্য সাহায্য করছে LPDC ইমেজ। চাঁদের মানচিত্রের সঙ্গে ওই ছবি মিলিয়ে দেখার কাজ চলছে নিরন্তর। ল্যান্ডারের ‘পজিশন ডিটেকশন ক্যামেরা’ ৭০ কিলোমিটার উচ্চতা থেকে চন্দ্রপৃষ্ঠের যে ছবি তুলেছে গত ১৯ অগাস্ট, তাও প্রকাশ করেছে ISRO।
চন্দ্রযান ২ একেবারে শেষ মুহূর্তে ব্যর্থ হয়েছিল। এবার যাতে তেমন কোনও অঘটন না ঘটে সে জন্য কন্ট্রোলরুমে ইঞ্জিনিয়ার আর বিজ্ঞানী কাটাচ্ছেন বিনিদ্র প্রহর। ISRO-র চেয়ারম্যান এস সোমনাথ অবশ্য আত্মবিশ্বাসী। এই আত্মবিশ্বাসের কারণ যে নিশ্ছিদ্র প্রস্তুতি, তাও সংবাদমাধ্যমের কাছে ব্যক্ত করেছেন তিনি।
advertisement
সোমনাথ জানিয়েছেন, এখনও পর্যন্ত সমস্ত কিছু চলছে পরিকল্পনা অনুযায়ী। তাঁদের তরফে প্রস্তুতি যেমন নেওয়া হয়েছে, তেমনই সিস্টেমও আশানুরূপ কাজ করছে। বার বার সব দিক খতিয়ে দেখেই ল্যান্ডিং করানো হবে। সমস্ত যন্ত্রপাতি পরীক্ষা করা হয়ে গিয়েছে সোম ও মঙ্গলবার।
অধীর আগ্রহে গোটা দেশ তাকিয়ে ঘড়ির দিকে। ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ০৪ মিনিটে চাঁদের মাটি ছুঁয়ে ফেলতে পারে ভারত।
Location :
Kolkata,West Bengal
First Published :
August 23, 2023 11:40 AM IST