১৮ নভেম্বর থেকে মাত্র ৫০১ টাকায় মিলবে ৪জি স্মার্টফোন
Last Updated:
আর ৪জি স্মার্টফোন কেনার জন্য পকেটের চিন্তা করতে হবে না কারণ এবার মাত্র ৫০১ টাকায় মিলবে ৪জি স্মার্টফোন ৷
#নয়াদিল্লি: রিঙিং বেলসের ফ্রিডম ২৫১ মোবাইলের পর এবার চ্যাম্প ওয়ান সি ১ ৷ আর ৪জি স্মার্টফোন কেনার জন্য পকেটের চিন্তা করতে হবে না কারণ এবার মাত্র ৫০১ টাকায় মিলবে ৪জি স্মার্টফোন ৷ অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে মাত্র ৫০১ পেয়ে যাবেন ৪জি স্মার্টফোন ৷ চলতি মাসের ১৮ তারিখ থেকে শুরু বতে চলেছে বিক্রি ৷
ভারতে তৈরি এই মোবাইলটির নাম চ্যাম্প ওয়ান সি ১ ৷ সংস্থার তরফে জানানো হয়েছে এর আসল দাম ৭,৯৯৯ টাকা ৷ কিন্তু একটি ফ্ল্যাস সেলে গ্রাহকরা মাত্র ৫০১ একটাকায় পেয়ে যাবেন হ্যান্ডসেটটি ৷ শুক্রবার ১৮ নভেম্বর সকাল ১১টাকা থেকে পাওয়া যাবে মোবাইলটি ৷
সূত্রের খবর কয়েক মাস আগে এমনই একটি ফ্ল্যাস সেলের কথা ঘোষণা করেছিল চ্যাম্প ওয়ান ইন্ডিয়া ৷ কিন্তু পরে তা পিছিয়ে দেওয়া হয়েছিল ৷
advertisement
advertisement
এই ফোনটি কিনতে চাইলে প্রথমে চ্যাম্প ১ কলিং মাস্টার মোবাইল অ্যাপ ৫১ টাকা দিয়ে কিনতে হবে ৷ এই অ্যাপটি চলতি মাসের ৩ তারিখ থেকে বাজারে এসে গিয়েছে ৷ এরপর কলিং মাস্টার অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করুণ এবং কনফার্ম অর্ডারে ক্লিক করুণ ৷
একটি পেমেন্ট উইনডো অপেন হতেই তাতে আপনার মোবাইল নম্বর, ইমেল আইডি দিন ৷ এরপর আপনার ক্রেডিট, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ৫১ টাকার পেমেন্ট করতে হবে ৷
advertisement
কেবল এই পদ্ধতিতেই গ্রাহকরা ফোন কিনতে পারবেন ৷ কোনও প্রি বুকিং অর্ডার নেওয়া হবে না ৷ ৫১ টাকা দেওয়ার পর গ্রাহকরা সেলে অংশ নিতে পারবেন ৷ এছাড়া ফ্ল্যাস সেলে যদি তারা ফোন কিনতে সফল হন তাহলে মাত্র ৫০১ টাকা দিলেই ৪জি স্মার্টফোন পেয়ে যাবেন হাতে ৷ কেবল ক্যাশ অন ডেলিভারিতে মিলবে এই ফোনটি ৷
advertisement
কী কী ফিচার্স রয়েছে ফোনে দেখি নিন এক নজরে ৷
১. স্মার্টফোনে রয়েছে ৫ ইঞ্চির HD ডিসপ্লে
২. ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর
৩. ২ জিবি র্যাম ও ১৬ জিবি ইন্টারনাল মেমরি
৪. ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
৫. রয়েছে ২৫০০ mAH ব্যাটারি
view commentsLocation :
First Published :
November 05, 2016 3:33 PM IST