১৮ নভেম্বর থেকে মাত্র ৫০১ টাকায় মিলবে ৪জি স্মার্টফোন

Last Updated:

আর ৪জি স্মার্টফোন কেনার জন্য পকেটের চিন্তা করতে হবে না কারণ এবার মাত্র ৫০১ টাকায় মিলবে ৪জি স্মার্টফোন ৷

#নয়াদিল্লি: রিঙিং বেলসের ফ্রিডম ২৫১ মোবাইলের পর এবার  চ্যাম্প ওয়ান সি ১ ৷ আর ৪জি স্মার্টফোন কেনার জন্য পকেটের চিন্তা করতে হবে না কারণ এবার মাত্র ৫০১ টাকায় মিলবে ৪জি স্মার্টফোন ৷ অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে মাত্র ৫০১ পেয়ে যাবেন ৪জি স্মার্টফোন ৷ চলতি মাসের ১৮ তারিখ থেকে শুরু বতে চলেছে বিক্রি ৷
ভারতে তৈরি এই মোবাইলটির নাম চ্যাম্প ওয়ান সি ১ ৷ সংস্থার তরফে জানানো হয়েছে এর আসল দাম ৭,৯৯৯ টাকা ৷ কিন্তু একটি ফ্ল্যাস সেলে গ্রাহকরা মাত্র ৫০১ একটাকায় পেয়ে যাবেন হ্যান্ডসেটটি ৷ শুক্রবার ১৮ নভেম্বর সকাল ১১টাকা থেকে পাওয়া যাবে মোবাইলটি ৷
সূত্রের খবর কয়েক মাস আগে এমনই একটি ফ্ল্যাস সেলের কথা ঘোষণা করেছিল চ্যাম্প ওয়ান ইন্ডিয়া ৷ কিন্তু পরে তা পিছিয়ে দেওয়া হয়েছিল ৷
advertisement
advertisement
এই ফোনটি কিনতে চাইলে প্রথমে চ্যাম্প ১ কলিং মাস্টার মোবাইল অ্যাপ ৫১ টাকা দিয়ে কিনতে হবে ৷ এই অ্যাপটি চলতি মাসের ৩ তারিখ থেকে বাজারে এসে গিয়েছে ৷ এরপর কলিং মাস্টার অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করুণ এবং কনফার্ম অর্ডারে ক্লিক করুণ ৷
একটি পেমেন্ট উইনডো অপেন হতেই তাতে আপনার মোবাইল নম্বর, ইমেল আইডি দিন ৷ এরপর আপনার ক্রেডিট, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ৫১ টাকার পেমেন্ট করতে হবে ৷
advertisement
কেবল এই পদ্ধতিতেই গ্রাহকরা ফোন কিনতে পারবেন ৷ কোনও প্রি বুকিং অর্ডার নেওয়া হবে না ৷ ৫১ টাকা দেওয়ার পর গ্রাহকরা সেলে অংশ নিতে পারবেন ৷ এছাড়া ফ্ল্যাস সেলে যদি তারা ফোন কিনতে সফল হন তাহলে মাত্র ৫০১ টাকা দিলেই ৪জি স্মার্টফোন পেয়ে যাবেন হাতে ৷ কেবল ক্যাশ অন ডেলিভারিতে মিলবে এই ফোনটি ৷
advertisement
কী কী ফিচার্স রয়েছে ফোনে দেখি নিন এক নজরে ৷
১. স্মার্টফোনে রয়েছে ৫ ইঞ্চির HD ডিসপ্লে
২. ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর
৩. ২ জিবি র‍্যাম ও ১৬ জিবি ইন্টারনাল মেমরি
৪. ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
৫. রয়েছে ২৫০০ mAH ব্যাটারি
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
১৮ নভেম্বর থেকে মাত্র ৫০১ টাকায় মিলবে ৪জি স্মার্টফোন
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement