18 OTT Apps Banned: 'অশ্লীল' ছবি দেখানোর অভিযোগ! ১৮টি OTT প্ল্যাটফর্মের উপর নিষেধাজ্ঞা জারি, কোন কোন নাম তালিকায়? এক নজরে

Last Updated:

18 OTT Apps Banned: ওইসব ওটিটি প্ল্যাটফর্মের বিরুদ্ধে ‘অশ্লীল এবং আপত্তিকর’ এমনকী পর্নোগ্রাফিক কন্টেন্ট সম্প্রচার করার অভিযোগ উঠেছে।

অশ্লীল-আপত্তিকর কন্টেন্ট, ১৮টি ওটিটি প্ল্যাটফর্মের উপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র; রইল সম্পূর্ণ তালিকা
অশ্লীল-আপত্তিকর কন্টেন্ট, ১৮টি ওটিটি প্ল্যাটফর্মের উপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র; রইল সম্পূর্ণ তালিকা
নয়াদিল্লি: মোট ১৮টি ওটিটি প্ল্যাটফর্মের উপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার। এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে Uncut Adda, Dreams Films, Prime Play ইত্যাদি। আসলে ওইসব ওটিটি প্ল্যাটফর্মের বিরুদ্ধে ‘অশ্লীল এবং আপত্তিকর’ এমনকী পর্নোগ্রাফিক কন্টেন্ট সম্প্রচার করার অভিযোগ উঠেছে। আর সেই কারণেই কেন্দ্রের অধীনে থাকা তথ্য এবং সম্প্রচার মন্ত্রক এই নিষেধাজ্ঞা জারি করেছে।
প্রসঙ্গত, এই সমস্ত ওটিটি প্ল্যাটফর্মগুলির সঙ্গে ১৯টি ওয়েবসাইট, ১০টি অ্যাপ এবং ৫৭টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যুক্ত রয়েছে। ফলে ভারতে জনসাধারণের ব্যবহারের জন্য ব্লক করা হয়েছে সেগুলিকেও।
তথ্য প্রযুক্তি আইনের ৬৭ এবং ৬৭এ ধারা, ভারতীয় দণ্ডবিধি (আইপিসি)-র ২৯২ ধারা এবং ১৯৮৬ সালের মহিলাদের অশালীন প্রতিনিধিত্ব (নিষিদ্ধকরণ) আইনের ৪ ধারা প্রাথমিকভাবে লঙ্ঘনের জন্য ওটিটি প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞার কারণ ব্যাখ্যা করে তথ্য এবং সম্প্রচার মন্ত্রক জানিয়েছে যে, “ওইসব প্ল্যাটফর্মে সম্প্রচারিত কন্টেন্টের একটা তাৎপর্যপূর্ণ অংশ বেশ আপত্তিকর এবং অশ্লীল বলে মনে হয়েছে। সেই সঙ্গে সেখানে মহিলাদের খুবই খারাপ ভাবে দেখানো হয়ে থাকে। শুধু তা-ই নয়, এখানে ন্যুডিটি এবং যৌন কাজকর্মকেও ফুটিয়ে তোলা হয়েছে। যেমন – ছাত্র-শিক্ষক সম্পর্ক, বিষাক্ত পারিবারিক সম্পর্ক ইত্যাদি।”
advertisement
advertisement
তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের তরফে আরও লেখা হয়েছে যে, “ওইসব কন্টেন্টে যৌন ইঙ্গিত রয়েছে। আবার কিছু কিছু ক্ষেত্রে কোনও বিষয়গত বা প্রাসঙ্গিকতা ছাড়াই অশ্লীল এবং যৌন সুস্পষ্ট দৃশ্যের দীর্ঘ অংশ…।”
কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে যে, এর মধ্যে একটা অ্যাপ তো ১ কোটি ডাউনলোড হয়েছে। আবার অন্য ২টি অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড হয়েছে ৫০ লক্ষ বার। এই ধরনের ওটিটি প্ল্যাটফর্মের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে রয়েছে ৩২ লক্ষেরও বেশি ফলোয়ার। তথ্য এবং প্রযুক্তি মন্ত্রক ১২টি ফেসবুক অ্যাকাউন্ট, ১৭টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ১৬টি এক্স অ্যাকাউন্ট এবং ১২টি ইউটিউব অ্যাকাউন্ট ব্লক করেছে।
advertisement
কেন্দ্রের দ্বারা নিষিদ্ধ করা ১৮টি ওটিটি প্ল্যাটফর্ম:
Dreams Films
Voovi
Yessma
Uncut Adda
Tri Flicks
X Prime
Neon X VIP
Besharams
Hunters
Rabbit
Xtramood
Nuefliks
MoodX
Mojflix
Hot Shots VIP
Fugi
Chikooflix
Prime Play
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
18 OTT Apps Banned: 'অশ্লীল' ছবি দেখানোর অভিযোগ! ১৮টি OTT প্ল্যাটফর্মের উপর নিষেধাজ্ঞা জারি, কোন কোন নাম তালিকায়? এক নজরে
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement