UPI Without Debit Card: ডেবিট কার্ড ছাড়াই কীভাবে UPI অ্যাকাউন্ট সক্রিয় করবেন জেনে নিন

Last Updated:

কারও ডেবিট কার্ড না থাকলেও তিনি একটি UPI পিন তৈরি করতে পারেন। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।

কলকাতা: বর্তমানে পুরো ভারত জুড়েই UPI পেমেন্ট খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এর সাহায্যে যে কোনও জায়গায় খুব সহজেই অনলাইনে পেমেন্ট করা যায়। কিন্তু, এর জন্য দরকার হয় একটা ডেবিট কার্ড। সেই ডেবিট কার্ডের বিশদ বিবরণ দিতে হয় UPI পিন সেট করতে গেলে। এর পর, আমরা যতবার পেমেন্ট করি UPI পিন ব্যবহার করে, ওই ডেবিট কার্ডের অ্যাকাউন্ট থেকে টাকা কাটা যায়।
কিন্তু, সবার যে ডেবিট কার্ড থাকবেই, তার কোনও মানে নেই। তবে অনেকেই জানেন না যে ডেবিট কার্ড ছাড়াই UPI পিন সেট করা যেতে পারে। আমাদের অধিকাংশই এখন নগদ টাকা বেশি ব্যবহার করেন না এবং প্রতিদিনের লেনদেনের জন্য UPI পেমেন্ট অ্যাপ ব্যবহার করছেন। এটি শুধুমাত্র UPI পিন নম্বর ব্যবহার করেই সম্ভব।
advertisement
ফলে, কেউ যদি ভাবেন যে ডেবিট কার্ড UPI-এর জন্য প্রয়োজনীয়, তাহলে এর উত্তর হল- না। কারণ কারও ডেবিট কার্ড না থাকলেও তিনি একটি UPI পিন তৈরি করতে পারেন। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।
advertisement
advertisement
ডেবিট কার্ড ছাড়াই UPI ব্যবহার করার উপায় –
জেনে নিন ডেবিট কার্ড ছাড়াই UPI পিন তৈরি করার সহজ উপায়। এর জন্য নিচে দেওয়া ধাপে ধাপে নির্দেশিকা অনুসরণ করতে হবে। এর জন্য লাগবে আধার কার্ড।
স্টেপ ১ – প্রথমেই নিজেদের পছন্দের UPI অ্যাপে লগইন করতে হবে এবং ‘Add UPI ID’ অপশন খুঁজে বের করতে হবে।
advertisement
স্টেপ ২ – এই প্রক্রিয়াটির জন্য নিজেদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টটি বেছে নিতে হবে।
স্টেপ ৩ – অ্যাপ অনুসারে একটি UPI আইডি তৈরি করতে হবে এবং এটি উপলব্ধ কি না তা পরীক্ষা করতে হবে।
স্টেপ ৪ – এরপর ‘Aadhaar based verification’ অপশন সিলেক্ট করতে হবে এবং শর্তাবলী স্বীকার করতে হবে।
advertisement
স্টেপ ৫ – যাচাই করতে নিজেদের আধার নম্বরের প্রথম ৬টি সংখ্যা লিখতে হবে এবং ‘Confirm’ অপশনে ক্লিক করতে হবে।
স্টেপ ৬ – এরপর নিজেদের ৪-সংখ্যার UPI পিন সেট করতে হবে।
স্টেপ ৭ – এরপর নিজেদের রেজিস্টার মোবাইল নম্বরে একটি OTP যাবে, যা এন্টার করতে হবে।
স্টেপ ৮ – এরপর আগের ধাপে যে UPI পিন সেট করা হয়েছে, সেটি দিতে হবে এবং রেজিস্টার প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে ‘Confirm’ অপশনে ক্লিক করতে হবে।
advertisement
ডেবিট কার্ড ছাড়াই UPI পিন সেট করার জন্য প্রয়োজনীয় বিষয় –
কেউ বিভিন্ন কারণে ডেবিট কার্ড ব্যবহারকারী নাও হতে পারে। কিন্তু তারপরও সে সহজেই UPI অ্যাপ ব্যবহার করতে পারে। তাই কীভাবে ডেবিট কার্ড ছাড়াই UPI পিন সেট করতে হবে, এর জন্য আগের স্টেপ ফলো করতে হবে। সেই স্টেপ ফলো করার আগে কয়েকটি কাজ করে রাখতে হবে, যেমন –
advertisement
– নিজেদের আধার কার্ড অবশ্যই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা উচিত।
– নিজেদের মোবাইল নম্বর নিজের আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট উভয়ের সঙ্গে লিঙ্ক করা উচিত।
– নিজেদের UPI আইডি সেট আপ করার সময় লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে।
পেমেন্টের জন্য UPI ব্যবহার করার সুবিধা –
কেউ যদি ডেবিট কার্ড ব্যবহারকারী না হন, তাহলে বেশিরভাগ নিয়মিত লেনদেনের জন্য নগদ অর্থ ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। কিন্তু ক্যাশলেস হওয়ার এবং UPI গ্রহণ করার অনেক সুবিধা রয়েছে। অর্থপ্রদানের জন্য UPI ব্যবহার করার সুবিধাগুলি হল –
– যোগাযোগহীন এবং নগদহীন অর্থপ্রদান
– নগদ উত্তোলন এবং সর্বত্র বহন করার কোন ঝামেলা নেই
– নিজেদের ফোনের মাধ্যমে নির্বিঘ্নে পেমেন্ট
– সহজেই নিজেদের সমস্ত খরচের একটি হিসাব রাখা যেতে পারে।
– নিরাপদে বিনামূল্যে লেনদেন সম্পূর্ণ করা যেতে পারে।
এখন স্মার্টফোন এবং ইন্টারনেটে সহজেই অ্যাক্সেস করা যেতে পারে। এটা কোনও আশ্চর্যের বিষয় নয়, যে আমরা সেগুলিকে সব ধরনের পরিষেবার জন্য ব্যবহার করি। এই তালিকায় সাম্প্রতিকতম সংযোজন হল UPI অ্যাপ ব্যবহার করে আমাদের ফোনের মাধ্যমে অর্থপ্রদান করা। এটি নিরাপদ, এবং বিভিন্ন মূল্যের নগদ বহন করার ঝামেলা থেকে বাঁচায়। এমনকি কারও ডেবিট কার্ড না থাকলেও তিনি অর্থপ্রদানের জন্য UPI ব্যবহার করতে পারেন।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
UPI Without Debit Card: ডেবিট কার্ড ছাড়াই কীভাবে UPI অ্যাকাউন্ট সক্রিয় করবেন জেনে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement