WhatsApp Se Wyapaar: ডিজিটাল দুনিয়ায় সাম্রাজ্য গড়বে ১০ মিলিয়ন ক্ষুদ্র ব্যবসায়ী, হাত মেলাল মেটা ও সিএআইটি

Last Updated:

CAIT and Meta expand ‘WhatsApp Se Wyapaar’: দেশের ২৯টি রাজ্যের ব্যবসায়ীদের ১১টি ভারতীয় ভাষায় প্রশিক্ষণ দেওয়া হবে। মূল লক্ষ্য ক্ষুদ্র ব্যবসার বৃদ্ধির সুযোগগুলি চিহ্নিত করার পাশাপাশি ডিজিটাইজেশন প্রচেষ্টাকে স্থানীয়করণ করা।

ডিজিটাল দুনিয়ায় সাম্রাজ্য গড়বে ১০ মিলিয়ন ক্ষুদ্র ব্যবসায়ী, হাত মেলাল মেটা ও সিএআইটি
ডিজিটাল দুনিয়ায় সাম্রাজ্য গড়বে ১০ মিলিয়ন ক্ষুদ্র ব্যবসায়ী, হাত মেলাল মেটা ও সিএআইটি
কলকাতা: হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপে ১০ মিলিয়ন ক্ষুদ্র ব্যবসায়ীকে ডিজিটালি প্রশিক্ষণ দেবে মেটা। দেশ জুড়ে ক্ষুদ্র ব্যবসার প্রসার ঘটাতে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT) এবং মেটা (META) যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে। নাম দেওয়া হয়েছে ‘হোয়াটসঅ্যাপ সে ব্যাপার’। দেশের ২৯টি রাজ্যের ব্যবসায়ীদের ১১টি ভারতীয় ভাষায় প্রশিক্ষণ দেওয়া হবে। মূল লক্ষ্য ক্ষুদ্র ব্যবসার বৃদ্ধির সুযোগগুলি চিহ্নিত করার পাশাপাশি ডিজিটাইজেশন প্রচেষ্টাকে স্থানীয়করণ করা।
দেশ জুড়ে ৪০ হাজার ট্রেড অ্যাসোসিয়েশন এবং ৮০ মিলিয়ন ব্যবসায়ীর বিস্তৃত নেটওয়ার্ককে কাজে লাগিয়ে একাধিক ওয়ার্কশপ চালাবে সিএআইটি এবং মেটা। স্টোরফ্রন্ট ডিজিটাইজ করা, হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপে ‘ডিজিটাল দোকান’ খোলার মতো জিনিসগুলো শেখানো হবে। পাশাপাশি ক্যাটালগ, কুইক রিপ্লাই, ক্লিক টু হোয়াটসঅ্যাপ অ্যাড-এর মতো অ্যাপের বৈশিষ্ট এবং তার ব্যবহারও শেখানো হবে যাতে ডিজিটাল গ্রাহকদের সঙ্গে ব্যবসায়ীরা সহজে কাজ করতে পারেন।
advertisement
advertisement
ডিজিটাল দুনিয়ায় যাতে মাইক্রো, স্মল এবং একক ব্যবসায়ীরা নিজেদের পরিচয় গড়ে তুলতে পারেন, সে জন্য গত কয়েক বছর ধরে কাজ করে চলেছে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ। নতুন বাজার তৈরি এবং গ্রাহকদের পরিষেবা দেওয়ার গেটওয়ে হিসেবে কাজ করছে তারা। সিএআইটি এবং মেটা-র অংশীদারিত্ব এটাকেই আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে। দেশের আর্থ-সামাজিক উন্নয়নের সঙ্গে প্রযুক্তির মেলবন্ধন ঘটবে যা নতুন যুগের গ্রাহকদের প্রয়োজনগুলো মেটাতে সক্ষম হবে।
advertisement
কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের ন্যাশনাল সেক্রেটারি প্রবীণ খান্ডেলওয়াল বলেছেন, ‘ব্যবসায়িক চাহিদা বৃদ্ধির সঙ্গে প্রযুক্তি হাত মেলালে উল্লেখযোগ্য বিকাশ হতে পারে। নিজেদের দক্ষতা বৃদ্ধির জন্য নিরন্তর কাজ এবং সঠিক সরঞ্জাম বেছে নেওয়া জরুরি। ব্যবসা বৃদ্ধির কৌশল শিখতে পারলে সারা ভারতের ব্যবসায়ীরা উপকৃত হবে। হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ এই কাজটাই সাফল্যের সঙ্গে করতে পারবে বলে আমাদের বিশ্বাস। এই উদ্যোগ ভারতের ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতিতেও অবদান রাখবে’।
advertisement
মেটা-র গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নিক ক্লেগ বলেন, ‘‘ভারতে এখন উদ্যোক্তাদের যুগ। ডিজিটাল বিপ্লবের সাক্ষী থাকছে গোটা দেশ। ভারতীয় উদ্যোক্তা এবং ছোট ব্যবসায়ীদের বড় অংশ হোয়াটসঅ্যাপের মতো প্রযুক্তি গ্রহণ করেছে। আমরা তাদের সামনে আরও বেশি সুযোগ এনে দিতে চাই।’’
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
WhatsApp Se Wyapaar: ডিজিটাল দুনিয়ায় সাম্রাজ্য গড়বে ১০ মিলিয়ন ক্ষুদ্র ব্যবসায়ী, হাত মেলাল মেটা ও সিএআইটি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement