মাত্র ২৪৯ টাকায় এবার মিলবে ৩০০ জিবি ডেটা

Last Updated:

জিও-র ‘ডেটাগিরি’র সঙ্গে তাল মেলাতে এবার আকর্ষণীয় নতুন ডেটা প্ল্যান নিয়ে বিএসএনএল ৷

#নয়াদিল্লি: জিও-র ‘ডেটাগিরি’র সঙ্গে তাল মেলাতে এবার আকর্ষণীয় নতুন ডেটা প্ল্যান নিয়ে বিএসএনএল ৷ টেলিকম ব্যবসায় ফ্রি ডেটা ও ফ্রি কলের অফার দিয়ে বিপ্লব এনেছিল রিলায়েন্স জিও ৷ গ্রাহক টানতে জিও-এর সঙ্গে প্রতিযোগিতায় একের পর এক আকর্ষণীয় অফার লঞ্চ করেছে বিভিন্ন টেলিকম সংস্থা ৷ এবার সেই পথেউ হাঁটল বিএসএনএল ৷
২৪৯ টাকার নয়া ব্রডব্যান্ড পরিষেবা আনল BSNL। নতুন এই পরিষেবায় গ্রাহকরা প্রত্যেক মাসে পাবেন ৩০০ জিবি ডেটা ৷ সঙ্গে থাকছে ফ্রি নাইট ভয়েস কল পরিষেবাও। তবে কেবল নতুন গ্রাহকরা এই পরিষেবার সুবিধা পাবেন ৷
বিএসএমএল-এর এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন যে খুব শীঘ্রই এই অফার বাজারে নিয়ে আসতে চলেছে বিএসএনএল ৷ আগামী ছ’মাসের জন্য এই অফারটি বৈধ ৷ তারপর এই প্ল্যানের জন্য গ্রাহকদের দিতে হবে ৪৯৯ টাকা ৷ অর্থাৎ ২৪৯ প্ল্যানটিই তখন বদলে হয়ে যাবে ৪৯৯ প্ল্যানে।
advertisement
advertisement
প্রতিযোগিতার বাজারে বেশি সংখ্যাক গ্রাহক টানতে এই অফার নিয়ে এসেছে সংস্থা ৷ গ্রাহকদের বলা হয়েছে এর জন্য নতুন সিম নিতে হবে তাদের ৷
এই প্ল্যানের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল মার্চ মাসে ৷ কিন্তু আরও কিছুদিনের জন্য তা বাড়ানো হয়েছে ৷ বিএসএনএল-এর পুরনো গ্রাহকরা যদি এই পরিষেবা পেতে চান তাহলে তাদের নতুন সিম নিতে হবে ৷
advertisement
এই প্ল্যানে গ্রাহকরা প্রত্যেকদিন ১০ জিবি পর্যন্ত ডেটা ব্যবহার করতে পারবেন ৷ একদিনে ১০ জিবির জন্য মিলবে 2Mbps স্পিড ৷ কিন্তু ১০ জিবি-র বেশি ব্যবহার করলে স্পিড কমে গিয়ে 1Mbps হয়ে যাবে ৷ কিন্তু কেউ যদি দিনে ১০ জিবি-র ডেটা কম ব্যবহার করে তাহলে সেটা পরের দিনের ডেটার সঙ্গে যোগ হয়ে যাবে ৷
advertisement
জম্ম-কাশ্মীর ও আন্দামান-নিকোবর ছাড়া দেশের সমস্ত জায়গায় যেখানে বিএসএনএল পরিষেবা রয়েছে সেখানে এই অফার পাওয়া যাবে ৷ পাশাপাশি রাত ৯ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত ফ্রি ভয়েস কল পরিষেবাও দিচ্ছে সংস্থা।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
মাত্র ২৪৯ টাকায় এবার মিলবে ৩০০ জিবি ডেটা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement