গ্রাহকদের জন্য নতুন উপহার নিয়ে এল BSNL

Last Updated:

নতুন বছরে গ্রাহকদের জন্য উপহার নিয়ে এল বিএসএনএল ৷ টেলিকম সংস্থা বিএসএনএল-এর নজর এবার আন্তর্জাতিক বাজারে ৷

#মুম্বই: নতুন বছরে গ্রাহকদের জন্য উপহার নিয়ে এল বিএসএনএল ৷ টেলিকম সংস্থা বিএসএনএল-এর নজর এবার আন্তর্জাতিক বাজারে ৷ আন্তর্জাতিক রোমিং বাজার এবার বিএসএনএল-এর টার্গেটে ৷ তাই টাটা কমিউনিকেশনের সঙ্গে গাঁটছোড়া বাধতে চলেছে বিএসএনএল ৷ বেসিক স্তরে মাত্র  ৯৯৯ টাকায় ৪.৪ কোটি ওয়াইফাই হটস্পট তৈরি করবে সংস্থা ৷
বিএসএনএল-এর চেয়ারম্যান অনুপম শ্রীবাস্তব জানিয়েছেন, ‘এরকম বড় পদক্ষেপ এই প্রথম কোনও ভারতীয় মোবাইল অপারেটর নিতে চলেছে ৷ এর ফলে এবার থেকে বিএসএনএল-এর গ্রাহকরা আন্তর্জাতিক স্তরে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন ৷ গ্রাহকরা এবার বিদেশে গেলেও যাতে দ্রুত গতিতে ডেটা পরিষেবার সুবিধা পান সেদিকে খেয়াল রেখেই আমরা টাটা কমিউনিকেশনের সঙ্গে পার্টনারশিপ করেছি ৷ হটস্পটের মাধ্যে নির্ধারিত মূল্যে আনলিমিটেড ডেটা পরিষেবা পাবেন ৷’
advertisement
এই ওয়াইফাই পরিষেবার সুবিধা পেতে গ্রাহকদের বিএসএনএল-এর মোবাইল অ্যাপ অ্যাক্টিভেট করতে হবে ৷ তিনদিন এই প্ল্যানের মূল্য ৯৯৯ টাকা ৷ ১৫ দিনের প্ল্যানের মূল্য ১,৫৯৯ টাকা ও এক মাসের প্যাকের মূল্য, ১,৯৯৯ টাকা ৷
advertisement
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
গ্রাহকদের জন্য নতুন উপহার নিয়ে এল BSNL
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement