সস্তায় পুষ্টিকর Boult -এর এই ইয়ারফোন! দারুন ‘নয়েজ ক্যানসেলেশন’, দামও কম

Last Updated:

Boult earphone: ভারতে এই ডিভাইসটির দাম ধার্য করা হয়েছে ১,২৯৯ টাকা। গ্রাহকরা এটি Flipkart, Amazon এবং সংস্থার নিজস্ব ওয়েবসাইট থেকে কিনতে পারেন।

কলকাতা:  যে কোনও বিনোদনই এখন অনেক বেশি ব্যক্তিকেন্দ্রিক। প্রায় সকলেই নিজের নিজের পছন্দ মতো সময় বেছে নিয়ে গান শোনেন, সিনেমা বা ওয়েব সিরিজ দেখেন। তাই সকলেরই প্রয়োজন একটি দুর্দান্ত হেডফোন বা ইয়ারফোন।
বাজারে নানা ধরনের উন্নত প্রযুক্তির ইয়ারফোন রয়েছে। তবে দামের দিক থেকে দেখতে গেলে সেগুলি বেশ মহার্ঘ্য। এবার সেই সমস্যা সমাধান করতে এসেছে Boult Audio।
এই সংস্থা ভারতে তাদের ব্যবসা সম্প্রসারণ করতে বাজারে এনে নতুন Neckband Curve ANC IPX5। নাম থেকেই বোঝা যায়, এই নেকব্যান্ডে ‘অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন’ অর্থাৎ ANC ফিচার দেওয়া হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন- মোবাইল তো ইংরাজি শব্দ! এর বাংলা অনুবাদ কী, মিলিয়ে দেখে নিন
এটি ব্যবহারকারীকে ভিড়ের মধ্যেও ভাল ভাবে শব্দ শুনতে সাহায্য করবে। ব্যবহারকারী বাইরের শব্দ এড়িয়ে যেতে পারবেন আনায়াসে। জেনে নেওয়া যাক এর অন্য ফিচারগুলি সম্পর্কে—
IPX5 ইয়ারফোনটি আসলে নেকব্যান্ডের মতো করে পরা যায়। ভারতে এই ডিভাইসটির দাম ধার্য করা হয়েছে ১,২৯৯ টাকা। গ্রাহকরা এটি Flipkart, Amazon এবং সংস্থার নিজস্ব ওয়েবসাইট থেকে কিনতে পারেন। নেকব্যান্ডটি পাওয়া যাবে কালো এবং সবুজ রঙের দু’টি ভ্যারিয়েন্টে।
advertisement
‘অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন’ (ANC) এবং ‘এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন’ (ENC) উভয়ই সুবিধাই পাওয়া যাবে এই ডিভাইসে। যখন এই ডিভাইস ব্যবহার করা হবে, তখন ANC-এর মাধ্যমে, ব্যবহারকারী বাইরের যে কোনও রকম কোলাহল ছাড়াই গান শুনতে পারেন। আবার ENC-এর মাধ্যমে স্পষ্ট হবে ভয়েস কলিং হবে।
এতে ১২ মিলিমিটারের ইয়ারবাড দেওয়া হয়েছে। উন্নত মানের বাস সাউন্ড মিলবে BoomX Rich Bass প্রযুক্তির মাধ্যমে। ৬০এমএস আল্ট্রা-লো লেটেন্সি-সহ এই নেকব্যান্ডটিতে কমব্যাট গেমিং মোডও দেওয়া পাওয়া যেতে পারে।
advertisement
কানেক্টিভিটির ক্ষেত্রে, এতে থাকছে ব্লুটুথ ৫.৩ সাপোর্ট। একবার সম্পূর্ণ চার্জ করলে প্রায় ৩০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যবহার করা যাবে। এছাড়াও, দ্রুত চার্জ করার জন্য এতে থাকছে একটি USB Type-C পোর্ট।
আরও পড়ুন- টাটার সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার লক্ষ লক্ষ! নিজে ফলো করেন মাত্র ১টি অ্যাকাউন্ট
সংস্থার দাবি, এই নেকব্যান্ডটি মাত্র ১০ মিনিট চার্জ করলে 10 ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারে। ভলিউম ব্যালান্স করা বা গেমিং মোডে ব্যবহার করার জন্য ইন-লাইন নিয়ন্ত্রণের ব্যবস্থাও রয়েছে। এই নেকব্যান্ডটি হল IPX5।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
সস্তায় পুষ্টিকর Boult -এর এই ইয়ারফোন! দারুন ‘নয়েজ ক্যানসেলেশন’, দামও কম
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement