রয়্যাল এনফিল্ড-এর জন্য সোনা ফলাচ্ছে এই মডেল! প্রতি মাসে যা বিক্রি হচ্ছে, ভাবতে পারবেন না!

Last Updated:

Royal Enfield- সেপ্টেম্বরে রয়্যাল এনফিল্ডের মোট বিক্রির ৪৩ শতাংশ এসেছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০-এর হাত ধরে। এমনটাই জানিয়েছে কোম্পানি।

কলকাতা: চলতি বছরের সেপ্টেম্বরে রয়্যাল এনফিল্ডের বিক্রি বেড়েছে ৬.৮২ শতাংশ। বিক্রি হয়েছে মোট ৭৯,৩২৬ ইউনিট। গত বছরের সেপ্টেম্বরে ৭৪,২৬১ ইউনিট বিক্রি হয়েছিল। এই বৃদ্ধির পিছনে রয়েছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০।
সেপ্টেম্বরে রয়্যাল এনফিল্ডের মোট বিক্রির ৪৩ শতাংশ এসেছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০-এর হাত ধরে। এমনটাই জানিয়েছে কোম্পানি। সবচেয়ে বেশি বিক্রি হওয়া ৪টি মডেলই ৩৫০ সিসি সেগমেন্টের। মোট বিক্রির ৯০ শতাংশ এসেছে এখান থেকেই।
আরও পড়ুন- চকলেট বোম,পটকা বাজির নাম কেন হল বুড়ীমা! এই ‘বুড়ীমা’ আসলে কে? জানলে অবাক হবেন
ক্লাসিক ৩৫০-এর কথা আলাদা করে বলতেই হয়। সেপ্টেম্বরে ৩৩,০৬৫ ইউনিট বিক্রি হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, কোম্পানির বেস্ট সেলার মডেল এটাই। গত বছেরর সেপ্টেম্বরে রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০-এর ২৬,০০৩ ইউনিট বিক্রি হয়েছিল। এই বছর বিক্রি বেড়েছে ২৭.১৬ শতাংশ।
advertisement
advertisement
অন্যান্য মডেলের বিক্রি কেমন: হান্টার ৩৫০-এরও ভাল বিক্রি হয়েছে এ বছর। সেপ্টেম্বরের হিসাব ধরলে মোট বিক্রির পরিমাণ ১৭,৪০৬ ইউনিট। গত বছরের সেপ্টেম্বরে ১৪,৭৪৬ ইউনিট বিক্রি হয়েছিল। সেই হিসাবে বিক্রি বেড়েছে ১৮.০৪ শতাংশ। কোম্পানির মোট বিক্রির ২১.৯৪ শতাংশ এসেছে হান্টার ৩৫০-এর হাত ধরে।
তবে বুলেট ৩৫০-এর বিক্রি এ বছর কিছুটা কমেছে। চলতি বছরের সেপ্টেম্বরে মোট বিক্রির পরিমাণ ১২,৯০১ ইউনিট। গত বছেরর এই সময় বিক্রি হয়েছিল ১৮,৩১৬ ইউনিট। অর্থাৎ ২৯.৫৬ শতাংশ বিক্রি কমেছে। বিক্রি কমলেও কোম্পানির মোট বিক্রির ১৬.২৬ শতাংশ শেয়ার রয়েছে বুলেট ৩৫০-এর।
advertisement
আরও পড়ুন- জানেন কি পৃথিবীতে মেয়েদের জন্য সবচেয়ে নিরাপদ শহর কোনটি? নামটা শুনে চমকে উঠবেনই
নিজের অবস্থান একই জায়গায় ধরে রেখেছে মিটিয়র ৩৫০। সেপ্টেম্বরে বিক্রি হয়েছে ৮,৬৬৫ ইউনিট। গত বছরের সেপ্টেম্বরে বিক্রি হয়েছিল ৮,৬৬৯ ইউনিট। অর্থাৎ এ বছর ৪ ইউনিট বিক্রি কমেছে। শতাংশের হিসাবে ০.০৭ শতাংশ। মোট বিক্রির ১০.৯২ শতাংশ এসেছে এর হাত ধরেই।
advertisement
৬৫০সিসি-এর মডেলগুলোও এ বছর শুধু ভাল বিক্রি হয়েছে তাই নয়, বিক্রি বেড়েছে। সেপ্টেম্বরে বিক্রি হয়েছে ২,৮৬৯ ইউনিট। গত বছর বিক্রি ছিল ১২৮০ ইউনিট। একধাক্কায় বিক্রি বেড়েছে ১২৪.১৪ শতাংশ। মোট বিক্রির ৩.৬২ শতাংশ অবদান রেখেছে ৬৫০ সিসি মডেলের বাইকগুলি।
হিমালয়ান-এর বিক্রি উল্লেখযোগ্যভাবে কমেছে। সেপ্টেম্বরে বিক্রি হয়েছে ১৮১৪ ইউনিট। গত বছরের এই সময়ে বিক্রি হয়েছিল ৩,২১৮ ইউনিট। অর্থাৎ ৪৩.৬৩ শতাংশ বিক্রি কমেছে। যা মোট বিক্রির ২.২৯ শতাংশ।
advertisement
সুপার মেটিয়র-এরও একই অবস্থা। সেপ্টেম্বরে মাত্র ৬৮৫ ইউনিট বিক্রি হয়েছে। আগের বছর এই সময় ২,০৩৯ ইউনিট বিক্রি হয়েছিল। একধাক্কায় বিক্রি কমেছে ৬৬.৪১ শতাংশ। চলতি বছরের সেপ্টেম্বরে শটগান ২৬৪ ইউনিট বিক্রি হয়েছে। মোট বিক্রির ০.৩৩ শতাংশ।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
রয়্যাল এনফিল্ড-এর জন্য সোনা ফলাচ্ছে এই মডেল! প্রতি মাসে যা বিক্রি হচ্ছে, ভাবতে পারবেন না!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement