GST Reduced : জিএসটি কমতেই সব থেকে বেশি বিক্রি হয়েছে দু'টো বাইক! দাম কমেছে অনেকটাই, রেকর্ড হারে হচ্ছে বুকিং
- Published by:Suman Majumder
- Written by:Trending Desk
Last Updated:
Bikes- ভারতীয় টু-হুইলার বাজারে হিরো স্প্লেন্ডার এবং হোন্ডা শাইনের মধ্যে সবসময় তীব্র প্রতিযোগিতা থাকে। দুটি মোটরসাইকেলই তাদের স্থায়িত্ব, চমৎকার মাইলেজ এবং নির্ভরযোগ্যতার জন্য পরিচিত।
নয়াদিল্লি: গাড়ি এখন আর কোনওভাবেই বিলাসিতার জিনিস নয়। চারচাকা না-ই বা হল, অন্তত একটা দুচাকাও অনেক দিক থেকে সুবিধা দিয়ে থাকে। তবে, চাইলেই সঙ্গে সঙ্গে দুচাকা কিনে ফেলাও সব সময়ে সম্ভব হয় না, তারও দাম কিছু কম নয়। কেন্দ্রীয় সরকারের জিএসটি সংশোধনের পর ভারতীয় বাজারে দুচাকার বিক্রি বেড়েছে বলেই খবর!
ভারতীয় টু-হুইলার বাজারে হিরো স্প্লেন্ডার এবং হোন্ডা শাইনের মধ্যে সবসময় তীব্র প্রতিযোগিতা থাকে। দুটি মোটরসাইকেলই তাদের স্থায়িত্ব, চমৎকার মাইলেজ এবং নির্ভরযোগ্যতার জন্য পরিচিত। কোম্পানি পর্যায়ক্রমে নতুন নতুন ফিচার যুক্ত করেই চলেছে। ভারতীয় পরিবারগুলির মধ্যে এগুলি খুবই জনপ্রিয় এবং গ্রামীণ এলাকা ও শহরে ভাল বিক্রি হয়। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হল, কোন মোটরসাইকেলটি বেশি বিক্রি হয়েছে বা বেশি লোককে আকর্ষণ করেছে। এখানে আমরা জানাব কে সেপ্টেম্বর ২০২৫-এর বিক্রয় পরিসংখ্যানের উপর ভিত্তি করে এগিয়ে রয়েছে।
advertisement
বিক্রয়ে স্প্লেন্ডারের আধিপত্য
advertisement
২০২৫-এর সেপ্টেম্বরের বিক্রয় পরিসংখ্যান অনুসারে, হিরো স্প্লেন্ডার হোন্ডা শাইনকে ছাড়িয়ে গিয়েছে। স্প্লেন্ডার কেবল দেশের সর্বাধিক বিক্রিত মোটরসাইকেলের খেতাব ধরে রাখেনি, বরং এটি শাইনের প্রায় দ্বিগুণ ইউনিট বিক্রি করেছে।
হিরো স্প্লেন্ডারের বিক্রির ধাপ
২০২৫ সালের সেপ্টেম্বরে হিরো স্প্লেন্ডার ৩৮২,৩৮৩টি ইউনিট বিক্রি করেছে, যা ২০২৪ সালের সেপ্টেম্বরে বিক্রি হওয়া ৩৭৫,৮৮৬টি ইউনিটের তুলনায় ১.৭৩% বেশি। এর সাফল্য মূলত এর নির্ভরযোগ্যতা, কম রক্ষণাবেক্ষণ এবং গ্রামীণ ও শহরাঞ্চলে শক্তিশালী উপস্থিতির কারণে এসেছে। গ্রাহকরা এর সাদাসিধে নকশা এবং চমৎকার মাইলেজের প্রশংসা করেন। এটি হালকা এবং পরিচালনা করা সহজ, এমনকি বয়স্কদের জন্যও এটি পরিচালনা করা সহজ করে তোলে।
advertisement
হোন্ডা শাইনের বিক্রির ধাপ
২০২৫ সালের সেপ্টেম্বরে হোন্ডা শাইন মোট ১৮৫,০৫৯টি ইউনিট বিক্রি করেছে। যদিও স্প্লেন্ডারের তুলনায় বিক্রি কম, তবে শাইন তার কর্মক্ষমতা উন্নত করেছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে বিক্রি হওয়া ১৮১,৮৩৫টি ইউনিটের তুলনায় শাইন ১.৭৭% বৃদ্ধি পেয়েছে। মজার বিষয় হল, কম বিক্রয় সংখ্যা সত্ত্বেও হোন্ডা শাইন ১.৭৭% বাজার শেয়ার অর্জন করেছে, যা স্প্লেন্ডারের (১.৭৩%) চেয়ে সামান্য বেশি। এর থেকে বোঝা যায় যে এই সেগমেন্টে এর বাজারের অংশ স্প্লেন্ডারের তুলনায় ভাল।
advertisement
আরও পড়ুন- ভারতীয় ইউজারদের জন্য সুখবর! ChatGPT Go সাবস্ক্রিপশন এখন সম্পূর্ণ বিনামূল্যে
view commentsমোট বিক্রির দিক থেকে হিরো স্প্লেন্ডার অবশ্যই হোন্ডা শাইনকে অনেক বেশি ছাড়িয়ে গিয়েছে। স্প্লেন্ডারের বিক্রি শাইনের তুলনায় প্রায় দ্বিগুণ, যা এটিকে ভারতের দুই চাকার গাড়ির সেগমেন্টে সর্বাধিক বিক্রিত মোটরসাইকেল করে তুলেছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
November 06, 2025 7:20 PM IST

