BigBasket : 'বিগবাস্কেট' ডেটা লিকে সিলমোহর সংস্থার, কোন কোন তথ্য হ্যাকারদের হাতে?

Last Updated:

প্রায় ১ মাস আগে ওই খবর প্রকাশিত হলেও সংস্থার তরফে এতদিন পর তার সত্য়তা স্বীকার করা হয়েছে ৷

আপনার তথ্য নিরাপদ তো?
আপনার তথ্য নিরাপদ তো?
সবজি, মুদিখানা সামগ্রী ও নিত্য়প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যায় বিগবাস্কেটে৷ কলকাতা, দিল্লি, গুরগাঁও, মুম্বই দেশের সব বড় বড় শহরে পরিষেবা দেয় এই সংস্থাটি ৷ কিন্তু এবার তাদের ডেটা লিক হওয়ার খবর প্রকাশ্য়ে এল৷ গ্রাহকদের মধ্যে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। প্রশ্ন উঠেছে ব্ল্যাক ওয়েবে কী কী তথ্য লিক হয়েছে?
জানা গেছে, যে তথ্য় লিক হয়েছে তার মধ্য়ে রয়েছে ব্য়বহারকারীদের নাম, ঠিকানা, ফোন নম্বর, জন্মদিন, এবং হ্য়াশ পাশওয়ার্ড ৷ ডার্ক ওয়েবে সব তথ্য়ই বিনামূল্য়ে অ্য়াকসেস করতে পারবেন হ্য়াকাররা৷ তবে পাশওয়ার্ড এনক্রিপটেড ফর্মাটে ডার্ক ওয়েবে রয়েছে ৷ তা ব্য়বহার করতে হলে ডিক্রিপটেড করতে হবে ৷
advertisement
advertisement
বিগ বাস্কেট সংস্থার তরফে বলে বলা হয়েছে, "কয়েকদিন আগে আমাদের কাছে ডেটা লিক হওয়ার খবরটি আসে৷ পুরো বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে৷ আমাদের সংস্থার যাঁরা সাইবার সিকিউরিটি অফিসার রয়েছেন তাঁরা পুরো বিষয়টি দেখছেন এবং তথ্য়কে সুরক্ষিত রাখার যথাসম্ভব চেষ্টা করা হচ্ছে ৷" এদিকে এই বিষয় নিয়ে রাজারিয়া নামে এক সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ জানিয়েছেন, ইতিমধ্য়ে বিগবাস্কেটের প্রচুর গ্রাহকের পাসওয়ার্ড ডিক্রিপটেড করে ফেলেছে হ্য়াকাররা ৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
BigBasket : 'বিগবাস্কেট' ডেটা লিকে সিলমোহর সংস্থার, কোন কোন তথ্য হ্যাকারদের হাতে?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement