বিগ বিলিয়ন ডে সেল এবার কবে থেকে? তারিখ জানা গেল! পুজোর আগে বাম্পার ছাড়
- Published by:Suman Majumder
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Big billion day sale- বিজয়া দশমী এবং দীপাবলি উপলক্ষ্যে প্রতি বছরই গ্রাহকদের এই অফার দেয় ই-কমার্স সংস্থা। গত বছর ৮ অক্টোবর থেকে সেল শুরু হয়েছিল। এ বছর চাহিদা বেশি। তাই আগেই শুরু হচ্ছে এই ইভেন্ট।
কলকাতা: পুজোর মরশুমে ব্যাপক ডিসকাউন্ট নিয়ে আসছে ফ্লিপকার্ট। শুরু হচ্ছে ‘বিগ বিলিয়ন ডেজ সেল’। জামাকাপড় থেকে শুরু করে স্মার্টফোন, বৈদ্যুতিন যন্ত্রপাতি সবেতেই মিলবে ব্যাপক ছাড়। ফ্লিপকার্ট প্লাস মেম্বারদের জন্য থাকছে বিশেষ সুযোগ।
ফ্লিপকার্ট জানিয়েছে, ‘বিগ বিলিয়ন ডেজ সেল’ শুরু হবে ৩০ সেপ্টেম্বর থেকে। তবে ২৯ সেপ্টেম্বর থেকেই সেলের লাভ তুলতে পারবেন ফ্লিপকার্ট প্লাস মেম্বররা। বিজয়া দশমী এবং দীপাবলি উপলক্ষ্যে প্রতি বছরই গ্রাহকদের এই অফার দেয় ই-কমার্স সংস্থা।
আরও পড়ুন- বলুন তো, ভারতে কোন কোম্পানির স্মার্টফোন সব থেকে বেশি বিক্রি হয়?
গত বছর ৮ অক্টোবর থেকে সেল শুরু হয়েছিল। এ বছর চাহিদা বেশি। তাই আগেই শুরু হচ্ছে এই ইভেন্ট।
advertisement
advertisement
ইলেকট্রনিক্স প্রোডাক্টে ৫০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন গ্রাহকরা। স্মার্ট টিভি এবং হোম অ্যাপ্লায়েন্সেও মিলবে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়। রেফ্রিজারেটর এবং ৪কে স্মার্ট টিভি ৭৫ শতাংশ ছাড়ে কিনতে পারবেন গ্রাহক। Nothing, Realme, Mi, এবং Infinix-এর মতো ব্র্যান্ডের স্মার্টফোনে ডিসকাউন্টের সঙ্গে মিলবে ব্যাঙ্ক অফারও।
সমস্ত কেনাকাটায় কুপন এবং ক্যাশব্যাক থাকছে। গ্রাহকরা নো কস্ট ইএমআই-এর সুবিধাও পাবেন। মিলবে এক্সচেঞ্জ ডিলের সুবিধাও।
advertisement
ফ্লিপকার্ট প্লাস মেম্বারদের সোনায় সোহাগা। তাঁরা একদিন আগেই সেলে জিনিসপত্র কিনতে পারবেন। জনপ্রিয় প্রোডাক্টগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ফ্লিপকার্ট প্লাস মেম্বাররা একদিন আগেই সেলের অ্যাক্সেস পাওয়ায় সেগুলো কমদামে আগেভাগে কিনতে পারবেন।
আরও পড়ুন- BS-6 বাইক, গাড়ি কি বন্ধ হয়ে যাবে? BS-7 যুগ আসছে, বড় আপডেট এল সামনে
যেমন ধরা যাক, আইফোনের মতো জনপ্রিয় কিছু স্মার্টফোনে সীমিত সময়ের জন্য অফার দেওয়া হয়। এই পরিস্থিতিতে কেনাকাটার জন্য বাড়তি সময় পান ফ্লিপকার্ট প্লাস মেম্বাররা।
advertisement
বিগ বিলিয়ন ডেজ সেলের সর্বাধিক সুবিধা পেতে গ্রাহকদের ফ্লিপকার্ট প্লাস মেম্বারশিপ নেওয়ার পরামর্শ দিয়েছে ই-কমার্স সংস্থা। এতে ডিসকাউন্টে অ্যাক্সেস মিলবে সবার আগে।
যে সব প্রোডাক্টের চাহিদা বেশি সেগুলো সবার আগে কেনার সুযোগ পাওয়া যাবে। পাশাপাশি গ্রাহকদের উদ্দেশ্যে ই কমার্স সংস্থা বলেছে, পছন্দের প্রোডাক্টের তালিকা আগেভাগে করে রাখা উচিত। এতে সময় বাঁচবে। একই সঙ্গে ডিসকাউন্টের আপডেট এবং ডিলগুলো দেখতে ওয়েবসাইটে নজর রাখার পরামর্শও দিয়েছে ফ্লিপকার্ট।
view commentsLocation :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 08, 2024 1:11 PM IST
