Big Bachat Dhamaal: Flipkart-এ চলছে সেল! Vivo-র দুর্দান্ত মডেলের স্মার্টফোন মিলছে ১৫ হাজারেরও কম দামে
- Published by:Piya Banerjee
Last Updated:
Big Bachat Dhamaal: ফোনটির তিনটি ভ্যারিয়েন্টই বেশ কম দামে পাওয়া যাচ্ছে Flipkart-এ। যেমন ৪ GB RAM ভ্যারিয়েন্ট ফোনটি ১৪,৪৯৯ টাকায়
#নয়া দিল্লি: উৎসব মরসুমের আগেই বড়সড় সেল নিয়ে এসেছে Flipkart। এই সময় চলছে ফ্লিপকার্টের ‘বিগ বাচাত ধামাল’ (Big Bachat Dhamaal) সেল। এই লাইভ সেলে গ্রাহকরা স্মার্টফোন থেকে শুরু করে নানা ধরনের পণ্যের উপর আকর্ষণীয় সব ছাড় পেতে পারেন। তবে সুযোগ সীমিত। Flipkart-এর এই সেলের শেষ দিন ২৮ অগস্ট, ২০২২। আর এই Flipkart সেলেই Vivo T1 44W সেটটি পাওয়া যাচ্ছে নামমাত্র দামে!
এ বারে জেনে নেওয়া যাক এই স্মার্টফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে—
Vivo T1 সেটটি Android 12-এর Funtouch OS 12-তে কাজ করে। গ্রাহকরা নিজেদের পছন্দ অনুযায়ী রঙের মডেল বেছে নিতে পারবেন। রয়েছে আইস ডন (Ice Don), মিডনাইট গ্যালাক্সি (Midnight Galaxy) এবং স্টারি স্কাই (Starry Sky) নামের তিনটি মডেল। Vivo T1-তে রয়েছে একটি ৬.৪৪-ইঞ্চি FHD + AMOLED ডিসপ্লে, এই ডিসপ্লেটিতেও রয়েছে প্রো মডেলের মতো ওয়াটারড্রপ নচ। প্রসেসর হিসেবে এই ফোনে গ্রাহকরা Snapdragon 680 চিপসেটও পাবেন।
advertisement
advertisement
ব্যাটারির ক্ষেত্রে এতে একটি ৫০০০mAh ব্যাটারি রয়েছে, যা ৪৪W-এর সঙ্গে দ্রুত চার্জিং সাপোর্টের সুবিধে দেয়। কানেকশনের জন্য এতে ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০ এবং ইউএসবি টাইপ-সি পোর্টের মতো বিভিন্ন ফিচার দেওয়া রয়েছে, এছাড়াও এতে ডুয়াল সিমের সাপোর্টও রয়েছে।
advertisement
ক্যামেরা হিসেবে ফোনটিতে এলইডি ফ্ল্যাশ-সহ ট্রিপল লেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এটি একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ইউনিট এবং একটি ২ মেগাপিক্সেল ক্যামেরার ফিচার পাওয়া যায়। এ ছাড়াও এতে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার করা হয়েছে। অসাধারণ সেলফির জন্য ফোনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও সেটআপ দেওয়া রয়েছে।
যে দামে মিলবে ফোন—
advertisement
জানা যাচ্ছে ফোনটির তিনটি ভ্যারিয়েন্টই বেশ কম দামে পাওয়া যাচ্ছে Flipkart-এ। যেমন ৪ GB RAM ভ্যারিয়েন্ট ফোনটি ১৪,৪৯৯ টাকায়, ৬ GB RAM ভ্যারিয়েন্ট ফোনটি পাওয়া যাবে ১৫,৯৯৯ টাকায় এবং ৮ GB RAM ভ্যারিয়েন্ট ফোনটি পাওয়া যাবে ১৭,৯৯৯ টাকায়।
Location :
First Published :
August 27, 2022 11:19 PM IST