BharatGPT AI ফিচার-সহ লঞ্চ হল দেশীয় প্রযুক্তিতে তৈরি অ্যান্ড্রয়েড ট্যাবলেট! দেখে নিন সমস্ত খুঁটিনাটি

Last Updated:

BharatGPT AI: দেশের সরকারি স্কুলের বিশাল বাজার ধরতে চাইছে MILKYWAY। এই অ্যান্ড্রয়েড ট্যাবের দুই দিকেই রয়েছে ক্যামেরা। ডিজাইনও চমৎকার।

BharatGPT AI: দেশীয় প্রযুক্তিতে তৈরি নতুন অ্যান্ড্রয়েড ট্যাবে এবার ব্যবহার করা যাবে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা। BharatGPT চালিত এই ট্যাবে দেওয়া হয়েছে MediaTek চিপসেট। ট্যাবের নাম MILKYWAY। এই ট্যাব মূলত ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধার্থে তৈরি করা হয়েছে। আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের ব্যবহারও করা হবে সেই স্বার্থেই। দেশের সরকারি স্কুলের বিশাল বাজার ধরতে চাইছে MILKYWAY। এই অ্যান্ড্রয়েড ট্যাবের দুই দিকেই রয়েছে ক্যামেরা। ডিজাইনও চমৎকার।
ডিভাইসে নতুন কী কী থাকছে:
MILKYWAY ট্যাব নির্মাণকারী সংস্থা একাধিক বিষয়ের উপর জোর দিয়েছে। এর মধ্যে, ট্যাব খারাপ হলে যাতে তা সহজেই সারানো যায় এবং ট্যাব তৈরিতে টেকসই উপাদান ব্যবহার অন্যতম। সঙ্গে সাশ্রয়ী এই ট্যাবে এআই ফিচার্স তো থাকছেই। কোম্পানি বলছে, সহজে সারানোর অর্থ হল, ট্যাব খারাপ হলে অল্প টাকা খরচ করেই তা সারিয়ে ফেলা যাবে।
advertisement
MILKWAY ট্যাবলেটটি ৪ জিবি পর্যন্ত RAM এবং ৬৪ জিবি স্টোরেজ থাকছে। MediaTek চিপসেটের কথা তো আগেই বলা হয়েছে। এর পাশাপাশি থাকছে ৮ ইঞ্চি এইচডি ডিসপ্লে, ব্লুটুথ ৫.০ কানেকশন, ওয়াইফাই এবং ৪জি এলটি সংযোগ। অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে ৫১০০mAh ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। ভিডিও কলের জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার এবং একটি ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
advertisement
advertisement
BharatGPT হল ChatGPT-র ভারতীয় অবতার। এই ট্যাবে BharatGPT ব্যবহার করা যাবে।
সংস্থার তরফে জানানো হয়েছে, ট্যাবের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ভিডিও, চ্যাট ইত্যাদি টুলের সাহায্যে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সাহায্য করবে। শুধু তা-ই নয়, এতে রিয়েল টাইম স্পিচ ট্রান্সলেশন অ্যাপও দেওয়া হয়েছে। এই সমস্ত ফিচার এক বছর বিনামূল্যে পাওয়া যাবে। তারপর সাবস্ক্রিপশন চার্জ দিতে হবে।
advertisement
MILKWAY ট্যাব সবচেয়ে বেশি জোর দিয়েছে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের উপর। পড়ুয়ারা এআই-এর সাহায্যে পড়াশোনা করবে, এটাই লক্ষ্য। এই ট্যাব বাণিজ্যিক ভাবে চালু হয়নি। ফলে এর দামও জানা যায়নি। তবে তা নাগালের মধ্যেই থাকবে বলেই মনে করা হচ্ছে। বর্তমানে স্মার্টফোন, ল্যাপটপ এমনকী ওয়্যারলেস ইয়ারবাডেও আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের ব্যবহার হচ্ছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি ট্যাবে এআই-এর ব্যবহার বড় কিছু সূচনার ইঙ্গিত বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
BharatGPT AI ফিচার-সহ লঞ্চ হল দেশীয় প্রযুক্তিতে তৈরি অ্যান্ড্রয়েড ট্যাবলেট! দেখে নিন সমস্ত খুঁটিনাটি
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement