সাবধান! Netflix-এর চক্করে হ্যাক হয়ে যেতে পারে পুরো WhatsApp ডেটা

Last Updated:

যাঁরা Google Play Store-এ দু'মাসের জন্য বিনামূল্যে Netflix প্রিমিয়াম ব্যবহারের অ্যাপ দেখেছেন, তাঁদের সতর্ক থাকার প্রয়োজন আছে

একটিও পয়সা না ফেলে কি Netflix দেখা যায়?
এত দিন পর্যন্ত যেত বইকি! অন্যের লগ-ইন আইডি আর পাসওয়ার্ড কাজে লাগিয়ে! তবে এর জেরে যে বিপুল পরিমাণ লোকসানের বোঝা টানতে হচ্ছে, তার জন্য পাসওয়ার্ড শেয়ারিং নিয়ে কড়া পদক্ষেপ করতে চলেছে সংস্থা। ফলে ওই রাস্তা বন্ধ। কিন্তু সংস্থা নিজে কি আর মাঝে মধ্যে বিনামূল্যে দেখার সুযোগ দেয় না ইউজারদের?
এখনও পর্যন্ত এই সুবিধা Netflix দিয়েছে মাত্র দু'দিনের জন্য। কিন্তু যাঁরা Google Play Store-এ দু'মাসের জন্য বিনামূল্যে Netflix প্রিমিয়াম ব্যবহারের অ্যাপ দেখেছেন, তাঁদের সতর্ক থাকার প্রয়োজন আছে। কেন না, এই অফার সংস্থা দিচ্ছে না। দিচ্ছে এক ক্লোনিং অ্যাপ। মানে, এই অ্যাপ ডাউনলোড করলে হ্যাকাররা হাতিয়ে নেবে সব ব্যক্তিগত তথ্য। এমনকি পুরো WhatsApp ডেটা বেহাত হয়ে যাবে!
advertisement
advertisement
চেক পয়েন্ট নামে এক ব্লগে সম্প্রতি উঠে এসেছে এই তথ্য। জানা গিয়েছে যে এই ক্লোনিং অ্যাপটির নাম FlixOnline। এর কার্যকলাপ সম্পর্কে লেখালিখি শুরু হওয়ার পরে তা Google Play Store থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তার মধ্যেই মোট ৫০০ বার এই অ্যাপ না কি ডাউনলোড করা হয়ে গিয়েছে বিশ্বের নানা প্রান্তে।
advertisement
আপাতদৃষ্টিতে দেখলে ডাউনলোডের সংখ্যাটা খুব একটা বেশি নয়। কিন্তু সর্বনাশ যা হওয়ার তা ঘটে গিয়েছে বলেই দাবি করছে চেক পয়েন্ট। কেন না এই অ্যাপ ডাউনলোড হওয়ার পরেই ইউজারের কাছ থেকে একে সব অ্যাপের উপরে রাখার পারমিশন চায়। বিনামূল্যে Netflix দেখার লোভে ইউজাররাও সেই সম্মতি দিচ্ছন। আর তার পরেই শুরু হচ্ছে এর সর্বনাশা কার্যকলাপ!
advertisement
কেন না, পরের ধাপে নানা ফ্রড লগ-ইন স্ক্রিন জেনারেট করছে এই অ্যাপ। আর তার সূত্র ধরে ইউজারের ফোনে থাকা সব ব্যক্তিগত তথ্য চলে যাচ্ছে এই অ্যাপের হাতে, বিশেষ করে নিশানা করা হচ্ছে WhatsApp-কে, বাদ যাচ্ছে না ব্যাঙ্কের তথ্যও। পাশাপাশি এটি ইউজারদের ব্যাটারি অপটিমাইজেশন এড়িয়ে যেতে বলছে। সেই সূত্র ধরে অ্যান্ড্রয়েডের ব্যাটারি অ্যান্ড মেমোরি অপটিমাইজেশন সার্ভিসকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের কাজ সারছে FlixOnline।
advertisement
শুধু এটুকুই নয়, একই সঙ্গে এই অ্যাপ নিজে থেকে WhatsApp মেসেজের উত্তরও পাঠাচ্ছে! নানা লিঙ্ক পাঠাচ্ছে ইউজারের WhatsApp-এ থাকা অন্য ব্যক্তিদের। সেই সব লিঙ্ক এবং টেক্সটের সূত্র ধরে অন্যদের ফোনেও সক্রিয় থাকছে এই অ্যাপের গতিবিধি। সব মিলিয়ে এখনও পর্যন্ত ঠিক কতটা ক্ষতি করে উঠতে পেরেছে FlixOnline, তা এখনই হিসেব করে উঠতে পারেনি চেক পয়েন্ট। তবে তদন্ত চলছে। আর সেই সূত্রেই এই অ্যাপ চোখে পড়লে তার থেকে সাবধান হওয়ার আবেদন জানিয়েছে ব্লগ।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
সাবধান! Netflix-এর চক্করে হ্যাক হয়ে যেতে পারে পুরো WhatsApp ডেটা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement