৩ মে বড় চমক দেবে Bajaj! আসছে 'নতুন' Pulsar, লঞ্চের আগে হইচই ফেলে দিল টিজার

Last Updated:

Bajaj Pulsar NS400: টিজার ভিডিও-তে Bajaj Pulsar NS400-র গতির আভাস মিলেছে। এটাই হতে চলেছে বাজাজ ব্র্যান্ডের সবচেয়ে দ্রুত গতির বাইক। লঞ্চের আগে টিজারেই মাতিয়ে দিল বাজাজ। দেখতে পারেন সেই টিজার।

কলকাতা: ৩ মে বাজারে আসছে Bajaj Pulsar NS400। তার আগে সোশ্যাল মিডিয়ায় বাইকের টিজার লঞ্চ করল বাজাজ। Pulsar NS400 হতে চলেছে ফ্ল্যাগশিপ মোটরসাইকেল।
বাজাজের যে কোনও বাইকের তুলনায় এতেই থাকছে সবচেয়ে ক্ষমতাসম্পন্ন ইঞ্জিন। শুধু তাই নয় Bajaj Pulsar NS400 লঞ্চের ঠিক আগে বাজাজ ‘দ্য ফাস্টেস্ট ইন্ডিয়ান’-এর প্রত্যাবর্তনের ইঙ্গিতও দিয়েছে। পালসার 220F-এর সমার্থক ছিল এই ট্যাগলাইন।
টিজার ভিডিও-তে Bajaj Pulsar NS400-র গতির আভাস মিলেছে। এটাই হতে চলেছে বাজাজ ব্র্যান্ডের সবচেয়ে দ্রুত গতির বাইক। থাকছে 399cc-র সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন। শোনা যাচ্ছে, KTM-এর সঙ্গে জুড়ে KTM 390 Duke শক্তি দেবে। যাইহোক, এতে রি-টিউনড ইঞ্জিনও থাকতে পারে, যা খরচ কম রাখার জন্য KTM-এর তুলনায় কিছুটা কম শক্তি এবং টর্ক তৈরি করবে।
advertisement
advertisement
আরও পড়ুন- বন্ধ হয়ে যাবে সমস্ত কল সেন্টার! চাকরি যাবে অনেকের! বড় তথ্য সামনে আনল TCS
Pulsar NS200 এবং Dominar 400-তেই একই জিনিস দেখা গিয়েছে, এতেও KTM পার্টনারদের তুলনায় রি-টিউনড ইঞ্জিন ছিল। তাই Pulsar NS400-তে ৬ স্পিড গিয়ারবক্সের সঙ্গে পেয়ার করার সময় 40 bhp এবং 35-37 Nm পিক টর্ক মিলতে পারে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা।
advertisement
পাশাপাশি এও অনুমান করা হচ্ছে, অ্যাসিস্ট-এন্ড-স্লিপার ক্লাচ, ব্লুটুথ কানেক্টিভিটি-সহ ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, অল-এলইডি লাইটিং, ইউএসডি ফ্রন্ট ফর্ক, ডিস্ক ব্রেক, ডুয়াল-চ্যানেল ABS এবং সম্ভবত ট্র্যাকশন কন্ট্রোলও দেওয়া হতে পারে।
বলে রাখা ভাল, Pulsar N250-এ ট্র্যাকশন কন্ট্রোলার রয়েছে। এছাড়াও রয়েছে অন্যান্য প্রাথমিক সেটআপ। বাজাজ পালসার NS400 রাইড-বাই-ওয়্যারের মাধ্যমে ট্র্যাকশন কন্ট্রোল করতে পারে।
advertisement
বাইকটি 17-ইঞ্চি অ্যালয়-এর উপর রাইড করবে। এবং টিজার দেখে অনুমান করা হচ্ছে, এতেও NS200-র মতো অ্যালয় ডিজাইন থাকতে পারে। ফলে ফ্ল্যাগশিপ পালসারে মোটা টায়ার হওয়ার সম্ভাবনাই বেশি।
Bajaj Pulsar NS400-র ডিজাইন কেমন হবে, টিজারে তার কোনও ইঙ্গিত মেলেনি। আপাতত এটা রহস্য। NS সিরিজের স্টাইলিং প্রযুক্তিগতভাবে এক দশকের পুরনো।
আরও পড়ুন- কথায় কথায় ফোন পে, গুগল পে করেন? ‘এই’ ভুল ডেকে আনবে মারাত্মক বিপদ, সাবধান!
Pulsar NS400-তে নতুন কিছু থাকবে না কি আগের ডিজাইনই, ৩ মে-র আগে তা জানার উপায় নেই। তবে বডি গ্রাফিক্স এবং একাধিক রঙের ভ্যারিয়েন্টে পেশিবহুল লুকেই NS400 হাজির হতে পারে বলে অনুমান। নতুন চেসিস-ও এর জন্য প্রাসঙ্গিক হতে চলেছে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
৩ মে বড় চমক দেবে Bajaj! আসছে 'নতুন' Pulsar, লঞ্চের আগে হইচই ফেলে দিল টিজার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement