১০ টাকায় ১২ কিমি! মাত্র ৯৫ হাজার বাইক, প্রচুর টাকা বাঁচিয়ে দেবে আপনার
- Published by:Suman Majumder
- Written by:Trending Desk
Last Updated:
Bajaj Freedom 125-এর স্পোর্টি লুক রয়েছে। তবে এর জনপ্রিয়তার সবচেয়ে বড় কারণ হল মাইলেজ। ১২৫ সিসি সেগমেন্টের সবচেয়ে সস্তা এবং কম খরচের বাইক এটাই।
কলকাতা: এখন ইলেকট্রিক বাইকের যুগ। দাম একটু বেশি বটে, কিন্তু পরিবেশবান্ধব। অনেকেই তাই এদিকেই ঝুঁকছেন। এই আবহে বাজারে ঝড় তুলেছে বাজাজের সিএনজি বাইক Freedom 125। লঞ্চের পর থেকেই সুপারহিট।
Freedom 125-এর স্পোর্টি লুক রয়েছে। তবে এর জনপ্রিয়তার সবচেয়ে বড় কারণ হল মাইলেজ। ১২৫ সিসি সেগমেন্টের সবচেয়ে সস্তা এবং কম খরচের বাইক এটাই। তাই শুধু শহর নয়, গ্রামেও Freedom 125-এর জনপ্রিয়তা তুঙ্গে।
আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই নতুন ডেথ ওভার স্পেশালিস্ট বোলার পেয়ে গেল ভারত!
১০৮ কিলোমিটার মাইলেজ: বাজাজের Freedom 125 শুধু ভারতের নয়, বিশ্বের একমাত্র ডুয়াল-ফুয়েল প্রযুক্তিতে তৈরি হওয়া বাইক। অর্থাৎ পেট্রোল ও সিএনজি দুই ধরণের জ্বালানিতেই চালানো যায়। এতে ২ কেজির সিএনজি ট্যাঙ্ক রয়েছে। পাশাপাশি ২ লিটারের একটি পেট্রোল ট্যাঙ্কও দেওয়া হয়েছে। এখানেই Freedom 125 বাজারের অন্যান্য বাইকের থেকে আলাদা।
advertisement
advertisement
কোম্পানির দাবি অনুযায়ী, ১ কেজি সিএনজি-তে ১০৮ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে Freedom 125। মানে মাত্র ১০ টাকায় অতিক্রম করবে ১২ কিমি পথ। পেট্রোল মোডের মাইলেজও চমকে দেওয়ার মতো। লিটার প্রতি ৬০ কিলোমিটার। ডুয়াল-ফুয়েল মোডে ট্যাঙ্ক ফুল করলে প্রায় ৩৩০ কিলোমিটার পথ অনায়াসে পাড়ি দিতে পারেন চালক। তাই দীর্ঘ দূরত্ব পাড়ি দেওয়ার জন্য Freedom 125 অসাধারণ বিকল্প হয়ে উঠেছে।
advertisement
দাম কম, ইঞ্জিন শক্তিশালী: Freedom 125-এ ১২৫ সিসি-এর শক্তিশালী ইঞ্জিন দেওয়া হয়েছে। যার কারণে দুর্দান্ত মাইলেজের পাশাপাশি বাইকের পারফরম্যান্সও চমৎকার। শক্তিশালী ইঞ্জিন, দুর্দান্ত মাইলেজ আর সাশ্রয়ী মূল্যের কারণে বাজাজের Freedom 125 বাজারে হইচই ফেলে দিয়েছে।
আরও পড়়ুন- হার্দিকের হাতে কালো পট্টি! ৭ কোটির ঘড়ি তো অনেক হল, তার সামনে এটা কী, এটা পরলে কী হয়
Freedom 125-এর শক্তিশালী ইঞ্জিন 9.5 PS শক্তি এবং 9.7 Nm টর্ক তৈরি করে। এতে ৫ স্পিড গিয়ার বক্স দেওয়া হয়েছে। স্মুথ রাইডিংয়ের অভিজ্ঞতা পান চালক। ওজন ১৪৮ কেজি। ট্র্যাফিকের মধ্যে সামলাতে সুবিধা হয়। চালানোর সময় ভাল হ্যান্ডলিং ও হাই স্পিড স্টেবিলিটি পান চালক।
advertisement
৩টি ভেরিয়েন্ট, দাম শুরু ৯৫ হাজার টাকা থেকে: আজমগড়ে বাজাজের শোরুম সূত্রে জানা গিয়েছে, Freedom 125-এর ৩টি ভেরিয়েন্ট বাজারে এসেছে। প্রাইমারি ভেরিয়েন্টের এক্স শোরুম মূল্য ৯৫ হাজার টাকা থেকে শুরু হচ্ছে। টপ ভেরিয়েন্টের এক্স শোরুম মূল্য ১ লাখ ১০ হাজার টাকা। দুর্দান্ত মাইলেজ ও শক্তিশালী ইঞ্জিনের সঙ্গে এই সাশ্রয়ী দাম বাজাজের Freedom 125-কে আরও জনপ্রিয় করে তুলছে!
view commentsLocation :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
February 25, 2025 5:10 PM IST