জ্ঞান থেকে স্বাস্থ্য, বিনোদন এখন এক আঙুলের ছোঁয়ায়, KnowPedia কাজে আসবে সবারই

Last Updated:

দ্য অ্যাকোলেড গ্রুপ নিয়ে এল KnowPedia। ডিজিটাল মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা এবং বিনোদন জগতের জ্ঞানকোষ। আঙুলের ছোঁয়ায় মিলবে সব তথ্য।

World’s First AI Powered KnowPedia ‘Ascend’
World’s First AI Powered KnowPedia ‘Ascend’
কলকাতা: দ্য অ্যাকোলেড গ্রুপ নিয়ে এল KnowPedia। ডিজিটাল মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা এবং বিনোদন জগতের জ্ঞানকোষ। আঙুলের ছোঁয়ায় মিলবে সব তথ্য।
কলকাতায় KnowPedia-র উন্মোচন অনুষ্ঠানে অ্যাকোলেড গ্রুপের সিইও মনিকা পরাশর লাহিড়ি ছাড়াও উপস্থিত ছিলেন অ্যাকোলেড গ্রুপের হেলথোলজি-র প্রধান উপদেষ্টা ড. দেবাশিস ভট্টাচার্য, অ্যাকোলেড গ্রুপের শিক্ষা বিভাগের প্রধান উপদেষ্টা অধ্যাপক গুরুদাস গুপ্ত, ফুড ভ্লগার এবং উপদেষ্টা ইন্দ্রজিৎ লাহিড়ি, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের প্রাক্তন এমডি এবং সিইও পার্থপ্রতিম সেনগুপ্ত, লাইফলাইন হাসপাতালের চেয়ারম্যান এবং চিফ সার্জন সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডা. জে এস রামকুমার প্রমুখ।
advertisement
advertisement
তথ্য বা জ্ঞান সবার কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। প্ল্যাটফর্মে তিনটি স্বতন্ত্র বিভাগ রয়েছে। LearnHub, HealthOlogy এবং KnowFlix। LearnHub হল পার্সোনালাইজড লার্নিং অ্যাগ্রিগেটর। বিশ্বের সেরা প্রতিষ্ঠানের কোর্স এখানে পাওয়া যাবে। ব্যক্তিগত প্রয়োজন পূরণ এবং লক্ষ্য অর্জনের জন্য আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স চালিত লার্নহাব ব্যবহার করতে পারবেন যে কেউ। HealthOlogy হল হেলথ ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে ইউজার স্বাস্থ্য পর্যবেক্ষণ, অগ্রগতি এবং সমাধানের সুযোগ পাবেন। অন্য দিকে, KnowFlix হল আকর্ষক অডিও ভিজ্যুয়াল কন্টেন্টের লাইব্রেরি। এক ছাতার তলায় বিভিন্ন ধরনের বিষয়বস্তুর সমাহার।
advertisement
অ্যাকোলেড গ্রুপের মতে, একজন মানুষ যে পরিস্থিতিতেই থাকুক না কেন, জ্ঞানের আলো পৌঁছে দিতে হবে। অ্যাসেন্ড আইনলেজ তথ্যপূর্ণ এবং উপভোগ্য উপস্থাপনার মাধ্যমে সমস্ত ধরনের বাধা সরিয়ে সেই কাজটাই করবে। সবার শেখার জন্যই এখানে কিছু না কিছু রয়েছে। এআই টেকনোলজি প্ল্যাটফর্মকে ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী গড়েপিটে নেওয়া হয়েছে, যাতে সবাই ব্যবহার করতে পারেন।
advertisement
KnowPedia সফটওয়্যার উন্মোচন অনুষ্ঠানে অ্যাকোলেড গ্রুপের সিইও মনিকা পরাশর লাহিড়ি বলেন, ‘‘জ্ঞানকে আকর্ষণীয়ভাবে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্যই অ্যাসেন্ডের জন্ম। আমরা সমাজের প্রতিটি সদস্যকে অনুপ্রাণিত করতে চাই।’’ অধ্যাপক গুরুদাস গুপ্ত বলেন, ‘‘লার্নিং ল্যান্ডস্কেপে গেম চেঞ্জার হতে চলেছে লার্নহাব। সেরা প্রতিষ্ঠানের সব কোর্স এখন মিলবে আঙুলের ডগায়।’’ ইন্দ্রজিৎ লাহিড়ি বলেন, ‘‘KnowFlix হল জ্ঞান এবং বিনোদনের ভান্ডার। বিষয়বস্তু সম্পর্কে কৌতূহল জাগিয়ে তোলে, চিন্তাশীল কাজের অনুপ্রেরণা জোগায়।’’
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
জ্ঞান থেকে স্বাস্থ্য, বিনোদন এখন এক আঙুলের ছোঁয়ায়, KnowPedia কাজে আসবে সবারই
Next Article
advertisement
West Bengal Weather Update: পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
  • পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা !

  • জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
advertisement