#নয়াদিল্লি: জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon এবং Flipkart-এ চালু হয়েছে এক বিশেষ অফার। iPhone 13 পাওয়া যাচ্ছে বড়সড় ছাড়ে। Flipkart-এ iPhone 13-এর উপরে পাওয়া যাচ্ছে এক্সচেঞ্জ এবং ব্যাঙ্ক অফার। আবার বর্তমানে Amazon-এ iPhone 13 বিক্রি করা হচ্ছে ৭২,৯৯০ টাকায়। কিন্তু, iPhone 13-এর আসল দাম (Sticker price) হল ৭৯,৯৯০ টাকা। Amazon-এ iPhone 13-এর উপরে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় এক্সচেঞ্জ এবং ব্যাঙ্ক অফার। সুতরাং যারা iPhone কিনতে চান, তাদের জন্য বিশাল সুযোগ। এক নজরে দেখে নিন কোন প্ল্যাটফর্মে কী ধরনের ছাড় পাওয়া যাচ্ছে।
Amazon-এ iPhone 13 এর উপরে ছাড় -
Amazon-এ iPhone 13 পাওয়া যাচ্ছে ৯ শতাংশ ছাড়ে। এর ফলে এই ই-কমার্স সংস্থা থেকে iPhone কিনলে দিতে হবে মাত্র ৭২,৯৯০ টাকা। যেখানে iPhone 13-এর আসল দাম হল ৭৯,৯৯০ টাকা। এ ছাড়াও Amazon-এ iPhone 13-এর উপরে রয়েছে আকর্ষণীয় ব্যাঙ্ক অফার। HDFC ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে যদি কেউ Amazon থেকে iPhone 13 ক্রয় করেন তা হলে তিনি পেয়ে যাবেন আরও ৪০০০ টাকার ছাড়। এ ছাড়াও EMI ট্রানজাকশনের উপরেও পাওয়া যাবে এই আকর্ষণীয় ছাড়। এর ফলে iPhone 13 পাওয়া যাবে ৭৯,৯৯০ টাকার বদলে ৬৮,৯৯০ টাকায়। এ ছাড়াও Amazon-এ iPhone 13-এর উপরে রয়েছে আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার। Amazon-এ iPhone 13 এর ক্ষেত্রে পাওয়া যেতে পারে প্রায় ১২,৫৫০ টাকার এক্সচেঞ্জ অফার। এর ফলে Amazon-এ iPhone 13 পাওয়া যাবে ৫৬,৪৯০ টাকায়। এর ফলে ১২৮ জিবি স্টোরেজের iPhone 13 Amazon-এ পাওয়া যাবে আকর্ষণীয় দামে।
Flipkart iPhone 13 এর উপরে ছাড় -
ওয়ালমার্টের ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart-এ iPhone 13-এর উপরে রয়েছে আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার। Flipkart iPhone 13-এর ক্ষেত্রে পাওয়া যেতে পারে প্রায় ১৫,৫৫০ টাকার এক্সচেঞ্জ অফার। এর ফলে Flipkart iPhone 13 পাওয়া যাবে ৫৭,৪৯৯ টাকায়। এর ফলে ফ্লিপকার্টে আকর্ষণীয় কম দামে পাওয়া যাচ্ছে iPhone 13।
আরও পড়ুন: Google-এ সেভ করে রেখেছেন ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের বিবরণ! এখনই ডিলিট করুন!
এ ছাড়াও Apple-এর রিসেলার ইন্ডিয়া স্টোরে আইফোনের উপরে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের অফার। সেখানে এক্সচেঞ্জ অফার এবং HDFC ব্যাঙ্কের ক্ষেত্রে ক্যাশব্যাক অফার পাওয়া যাচ্ছে। এখানে iPhone 13 ভ্যানিলা পাওয়া যাচ্ছে ৭৪,৯৯০ টাকায়। এর আসল দাম ৭৯,৯৯০ টাকা। এ ছাড়াও এই ফোনে HDFC ব্যাঙ্কের কার্ডের উপরে পাওয়া যাচ্ছে ৪০০০ টাকার ছাড়। এর ফলে iPhone 13-এর দাম হচ্ছে ৭০,৯০০ টাকা। এ ছাড়াও ভাল কন্ডিশনের iPhone XR এক্সচেঞ্জ করলে পাওয়া যাচ্ছে ১৮,০০০ টাকার ছাড়। এর ফলে এখানে iPhone 13 এর দাম দাঁড়াচ্ছে ৫২,৯০০ টাকা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।