পড়ুয়াদের জন্য জিও-র স্পেশাল অফার, ২৫ শতাংশ বেশি ইন্টারনেট !
Last Updated:
দেশের ভবিষ্যত নতুন প্রজন্মের ছেলে-মেয়ের হাতেই ৷ আর তাঁদের হাতেই ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন পূরণ ৷
#মুম্বই: দেশের ভবিষ্যত নতুন প্রজন্মের ছেলে-মেয়ের হাতেই ৷ আর তাঁদের হাতেই ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন পূরণ ৷ আর সেই ,স্বপ্ন পূরণের কান্ডারি রিলায়েন্স জিও ! বৃহস্পতিবার মুম্বইয়ে RIL-এর বৈঠকে রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি ঘোষণা করলেন জিও ধামাকা অফার ৷
দেশের পড়ুয়াদের জন্য রিলায়েন্স নিয়ে এল এক বিশেষ অফার ৷ রিলায়েন্স জিও-র ব্যবহার করলে, পড়ুয়ারা পাবে ২৫ শতাংশ বেশি ইন্টারনেট ৷ তাও আবার একেবারে বিনামূল্যে !
এদিন মুকেশ আম্বানি ঘোষণা করে বলেন, ‘দেশের যেকোনও পড়ুয়া, উপযুক্ত পরিচয় পত্র দেখালেই ৷ রিলায়েন্স স্টোর থেকে পেতে পারবে জিও-র মেইন ট্যারিফে মধ্যেই ২৫ শতাংশ বেশি ইন্টারনেট পরিষেবা ৷’
advertisement
advertisement
দ্রত ইন্টারনেটের যুগে, পড়াশুনোটাও আজকাল অনেক বেশি ইন্টারনেট নির্ভর ৷ আর সেই ব্যাপারটাকেই সহজলভ্য করতে জিও নিয়ে এসেছে এই সুবিধাগুলো ৷
আর কী সুবিধা দিতে চলেছে, রিলায়েন্স জিও ? দেখে নিন
মাত্র ৫০ টাকায় ১ জিবি ডাটা পাওয়া যাবে জিও-তে ৷ পাশাপাশি ৪০ HD চ্যানেল দেখার সুবিধাও মিলবে৷
জিও-তে ৩০০ টি চ্যানেল দেখার সুবিধা পাওয়া যাবে ৷
advertisement
এক বছরে ১১২,০০০ কোটি টাকার বিনিয়োগ করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ৷ এক বছরে বিনিয়োগের নজিরে সর্বকালের সেরা সেরা ভারতীয় কোম্পানি রিলায়েন্স, দাবি RIL চেয়ারম্যান মুকেশ আম্বানির ৷
সব থেকে কম টাকায় মোবাইলে কথা বলা, ভিডিও কলিং ও ডাটা পরিষেবা পাওয়া যাবে জিও-তে ৷
আধার কার্ড থাকলে ১৫ মিনিটের মধ্যে জিও-র কানেকশন পাওয়া যাবে ৷
advertisement
জিও ডিজিটাল স্টার্ট আপ তহবিল ৫ হাজার কোটি টাকার উদ্যোগ নিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি ৷ তরুণ প্রজন্মের উদ্যোগীদের জন্য প্রকল্প, জানালেন মুকেশ আম্বানি ৷
২৫ শতাংশ অতিরিক্ত ডেটা পাবে পড়ুয়ারা ৷ JIO মূল পরিষেবা থেকেই মিলবে ডেটা ৷ আইডি কার্ড দেখালেই মিলবে অতিরিক্ত ডেটা ৷
৩০ হাজার স্কুল-কলেজে JIO সংযোগ ৷ নিখরচায় মিলবে WIFI পরিষেবা ৷
advertisement
ছাত্রদের জন্য বিশেষ JIO পরিকল্পনা ৷ ছাত্ররা বিশেষ ডিসকাউন্ট অফার পাবে ৷
প্রতি জিবি ৫০ টাকা হারে ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে ৷ বিশ্বে সবচেয়ে কম দামে ইন্টারনেট পরিষেবা মিসবে জিওতে ৷ উৎসবের দিনগুলিতে জিও-য় থাকবে বিশেষ ছাড় ৷
এক বছরের জন্য নিখরচায় মিলবে জিও অ্যাপ ৷ দেশজুড়ে কোনও রোমিং চার্জ লাগবে না ৷ জিও ব্যবহারকারীদের কোনও ভয়েস কল চার্জ লাগবে না বলে জানালেন রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি ৷
advertisement
২,৯৯৯ টাকায় জিও স্মার্টফোন চালু করছে রিলায়েন্স ৷
বিশ্বের সেরা 4G নেটওয়ার্ক হল জিও ৷ 5G এবং 6G পরিষেবাও তৈরি রয়েছে বলে জানালেম রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ আম্বানি ৷
বিশ্বের সেরা 4G নেটওয়ার্ক হল জিও ৷ কল ড্রপের সমস্যা মেটাবে জিও পরিষেবা বললেন আম্বানি ৷
মার্চ, ২০১৭-র মধ্যেই দেশের ৯০ শতাংশে জিও পৌঁছে যাবে ৷ ৯০ শতাংশ ভারতবাসী জিও-র আওতায় আসবেন ৷ ডিজিটাল রেভেলিউশনের দোড়গোড়ায় দাঁড়িয়ে সারা বিশ্ব ৷
advertisement
প্রত্যেক ভারতবাসীর ডিজিটাল সুবিধা পাওয়ার অধিকার রয়েছে ৷ প্রধানমন্ত্রীর উদ্যোগে আমরা সেই লক্ষে এগোচ্ছি ৷ বিশ্বের প্রথম দশে স্থান পাবে ডিজিটাল ইন্ডিয়া বলে দাবি করলেন মুকেশ আম্বানি ৷
অত্যাধুনিক জিও পরিষেবা ডিজিটাল ইন্ডিয়া গড়তে সাহায্য করবে ৷ দেশের কোণায়
ডিজিটাল ইন্ডিয়া নিয়ে প্রধানমন্ত্রীর উদ্যোগকে সাধুবাদ জানালেন RIL চেয়ারম্যান মুকেশ আম্বানি ৷
Location :
First Published :
September 01, 2016 4:28 PM IST