OnePlus Nord 2 5G-Related Explosion: প্রচণ্ড শব্দে ফাটল চার্জার! চলতি মাসে ফের ‘ওয়ানপ্লাস নর্ড ২’ ফোন সংক্রান্ত বিস্ফোরণের ঘটনা

Last Updated:

OnePlus Nord 2 5G-Related Explosion: কিছুদিন আগেই দিল্লির এক আইনজীবীর পকেটে এই ফোন ‘ব্লাস্ট’ হওয়ার খবর পাওয়া গিয়েছিল ৷ এবার ফাটল চার্জার !

Photo: Twitter
Photo: Twitter
নয়াদিল্লি: স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা ওয়ানপ্লাস (OnePlus) এখন ভালোমতোই সমস্যায় পড়েছে তাদের ওয়ানপ্লাস নর্ড ২ ৫জি (OnePlus Nord 2 5g) ফোনটিকে নিয়ে ৷ ফের এই ফোন সংক্রান্ত বিস্ফোরণের ঘটনা ঘটল ৷
কিছুদিন আগেই দিল্লির এক আইনজীবীর পকেটে এই ফোন ‘ব্লাস্ট’ হওয়ার খবর পাওয়া গিয়েছিল ৷ এবার ফাটল চার্জার ! কেরলের এক যুবকের বাড়িতে এই ফোনের চার্জার বিস্ফোরণের ঘটনা ঘটল ৷ সেই ছবি ট্যুইটারে শেয়ার করেছেন তিনি ৷ তবে পরপর ওয়ানপ্লাসের নর্ড ২ ফোন সংক্রান্ত বিস্ফোরণের ঘটনায় চিন্তায় পড়েছেন এর ব্যবহারকারীরা ৷ জিমি জোস নামের কেরলের ওই যুবক সোশ্যাল মিডিয়ায় ফেটে যাওয়া চার্জারের ছবি পোস্ট করে লেখেন, ‘‘আমার ওয়ান প্লাস নর্ড-২ চার্জারটি প্রচণ্ড শব্দ করে বিস্ফোরণ ঘটে ৷ সকেটও উড়ে যায় ৷ ফোন অবশ্য এখনও ঠিকঠাক চলছে ৷ কিন্তু এই ঘটনা সত্যি ভয়াবহ ৷ ভাগ্য ভালো এখনও আমি বেঁচে আছি এবং এই ট্যুইট করতে পারলাম ৷ প্রচণ্ড ভয় লাগছে আমার !’’
advertisement
advertisement
advertisement
টুইটারে জিমি জানিয়েছেন, চার্জারটি পরীক্ষা করার পর সংস্থার তরফে তা বদলে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই নতুন চার্জারও পেয়ে যান তিনি। কিন্তু তাতেও আতঙ্ক যাচ্ছে না ৷ চলতি মাসেই পরপর দু’বার ওয়ানপ্লাস নর্ড-২ সংক্রান্ত বিস্ফোরণের ঘটনা ভাবিয়ে তুলেছে এই ফোনের ব্যবহারকারীদের ৷
এ বিষয় ওয়ানপ্লাসের তরফে জানানো হয়েছে, “আমরা অভিযোগ পেয়েছিলাম। ইতিমধ্যেই ওই ব্যবহারকারীকে চার্জার বদলে দেওয়া হয়েছে।”
advertisement
প্রসঙ্গত, সেপ্টেম্বরের শুরুতেই প্রকাশ্যে এসেছিল একটি ওয়ানপ্লাস নর্ড ২ ফোনের বিস্ফোরণের ঘটনা। ফোনটি ছিল এক আইনজীবীর। আদালতে থাকাকালীন পোশাকের পকেটেই ফোনটি ফেটে যায় তাঁর ৷ সম্পূর্ণ নষ্ট হয়ে যায় হ্যান্ডসেটটি।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
OnePlus Nord 2 5G-Related Explosion: প্রচণ্ড শব্দে ফাটল চার্জার! চলতি মাসে ফের ‘ওয়ানপ্লাস নর্ড ২’ ফোন সংক্রান্ত বিস্ফোরণের ঘটনা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement