Amazon Mega Home Summer Sale: কোন কোন জিনিসে মিলছে কেমন ছাড়, দেখে নিন
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Amazon Mega Home Summer Sale চলবে ৭ মার্চ পর্যন্ত
#নয়াদিল্লি: ই-কমার্স প্লাটফর্ম অ্যামাজনে (Amazon) চলেছে মেগা হোম সামার সেল (Mega Home Summer Sale)। এই সেল চলবে ৭ মার্চ পর্যন্ত। চার দিনের এই সেলে আকর্ষণীয় অফারে পাওয়া যাচ্ছে হম অ্যাপলায়েন্স, টিভি, ফার্নিচার, খেলনা এবং গ্রীষ্মের অন্যান্য প্রডাক্ট। আপনিও যদি গরম কালের জন্য ফ্রিজ, কুলার, এসি ইত্যাদি কিনবেন তাহলে এটি ভাল সুযোগ।
HDFC ব্যাঙ্কের কার্ডের উপরে ১০% ইনস্ট্যান্ট ছাড় - মেগা হোম সামার সেল থেকে গ্রাহকরা অনেক সস্তায় কিনতে পারবেন লজি, স্যামসাং, Wirlpoor, ভোল্টাস, সিম্ফনি এবং অন্যান্য ব্র্যান্ডের প্রোডাক্ট। এইচএফসি ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে ৭৫০০ টাকার কেনাকাটা করলে পেয়ে যাবেন ১০ শতাংশ ছাড়। আর যদি এইচডিএফসি কার্ড ব্যবহার করে ইএমআই করেন তাহলেো পেয়ে যাবেন ১০% ছাড়। যদিও এই অফারের মাধ্যমে আপনি ১৫০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এছাড়াও এই সেলে গ্রাকরা সাশ্রয়ী মূল্যের নো-কস্ট ইএমআই, এক্সচেঞ্জ অফার, শিডিয়ুল ডেলিভারি এবং ইনস্টলেশনও দেওয়া হচ্ছে।
advertisement
১৭,৪৯০ টাকায় এসি কেনার সুযোগ - এই সেলে ইনভার্টার স্প্লিট এসি-র দাম শুরু হচ্ছে ২২,৯৯৯ টাকা থেকে। অন্যদিকে উইন্ডো এসি-র দাম শুরু হচ্ছে ১৭,৪৯০ টাকা থেকে। আবার অ্যামাজন ব্যেসিক এর স্প্লিট এসি-র দাম শুরু হচ্ছে ২২,৪৯৯ টাকা থেকে।
advertisement
৬৫৭ টাকার ইএমআইতে ফ্রিজ কেনার সুযোগ - অ্যামাজনের এই সেলে, এলজি, স্যামসাং, গোদ্রেজের মতো জনপ্রিয় ব্র্যান্ডের রেফ্রিজারেটরগুলিতে রয়েছে ৩৫% পর্যন্ত ছাড়। এই সেলে কেবল মাত্র ৬৫৭ টাকার প্রাথমিক ইএমআইতে একটি ফ্রিজ কিনতে পারেন গ্রাহকরা। এনার্জি এফিসিয়েন্ট ফ্রিজের দাম শুরু ১৩,৭৯০ টাকা থেকে। অন্যদিকে কনভার্টেবল ফ্রিজের দাম শুরু হচ্ছে ২১,২৯০ টাকা থেকে।
view commentsLocation :
First Published :
March 05, 2021 11:30 AM IST