এবার গ্রাম পঞ্চায়েতগুলিতেও মিলবে হাই স্পিড ইন্টারনেট ডেটা

Last Updated:

এবার থেকে দেশের সমস্ত পঞ্চায়েতগুলিতেও মিলবে হাই স্পিড ইন্টারনেট ডেটা ৷ সম্প্রতি জুনিয়র টেলিকম মিনিস্টার মনোজ সিনহা এমনটাই জানিয়েছেন ৷

#নয়াদিল্লি: এবার থেকে দেশের সমস্ত পঞ্চায়েতগুলিতেও মিলবে হাই স্পিড ইন্টারনেট ডেটা ৷ সম্প্রতি জুনিয়র টেলিকম মিনিস্টার মনোজ সিনহা এমনটাই জানিয়েছেন ৷ ২০১৮ সালের শেষ পর্যন্ত দেশের সমস্ত গ্রাম পঞ্চায়েত হাই স্পিড  অপটিক ফাইবারের সঙ্গে কানেক্ট করা হবে ৷
বৃহস্পতিবার সিনহা জানান, এখনও পর্যন্ত ৯০,০০০ কিলোমিটার অপটিক ফাইবার পাতা হয়েছে ৷ ২০১৮ সালের শেষ পর্যন্ত সমস্ত গ্রাম পঞ্চায়েতে অপটিক ফাইবার পৌঁছে যাবে ৷ এর জেরে মিলবে 100 Mbps  ইন্টারনেট স্পিড ৷
তিনি জানান, ডিজিটাল ইন্ডিয়া গড়তে এই উদ্যোগ নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে ৷ দেশের বিভিন্ন প্রান্তে যাতে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া যায় সেই জন্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
advertisement
advertisement
অন্যদিকে, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন, এর পাশাপাশি তার রাজ্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে প্রত্যেকের বাড়িতে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া যায় ৷ নাইডু জানিয়েছেন, প্রত্যেক বাড়ি যাতে ১৫ Mbps ইন্টারনেট পাওয়া যায় সেই দিকে নজর দেওয়া হচ্ছে ৷
গত বছরের সমীক্ষা অনুযায়ী, বিশ্বের মধ্যে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা সব থেকে বেশি ৷ তাই বিভিন্ন টেক কোম্পানিগুলি আরও ভারতীয়দের ইন্টারনেট পরিষেবার সঙ্গে যুক্ত করার জন্য উদ্যোগ নিয়েছে ৷
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
এবার গ্রাম পঞ্চায়েতগুলিতেও মিলবে হাই স্পিড ইন্টারনেট ডেটা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement