#নয়াদিল্লি: এবার থেকে দেশের সমস্ত পঞ্চায়েতগুলিতেও মিলবে হাই স্পিড ইন্টারনেট ডেটা ৷ সম্প্রতি জুনিয়র টেলিকম মিনিস্টার মনোজ সিনহা এমনটাই জানিয়েছেন ৷ ২০১৮ সালের শেষ পর্যন্ত দেশের সমস্ত গ্রাম পঞ্চায়েত হাই স্পিড অপটিক ফাইবারের সঙ্গে কানেক্ট করা হবে ৷বৃহস্পতিবার সিনহা জানান, এখনও পর্যন্ত ৯০,০০০ কিলোমিটার অপটিক ফাইবার পাতা হয়েছে ৷ ২০১৮ সালের শেষ পর্যন্ত সমস্ত গ্রাম পঞ্চায়েতে অপটিক ফাইবার পৌঁছে যাবে ৷ এর জেরে মিলবে 100 Mbps ইন্টারনেট স্পিড ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 100 Mbps of Net Speed, Bengali News, Indian Gram Panchayats, Indian Gram Panchayats to get Upto 100 Mbps of Net Speed, Internet service