১৩ মার্চ থেকে গ্রাহকদের জন্য ফ্রি ডেটা পরিষেবা নিয়ে আসছে এয়ারটেল

Last Updated:

প্রি-পেড গ্রাহকদের পর এবার পোস্টপেড গ্রাহকদের জন্য ‘সারপ্রাইজ’ অফার নিয়ে এল টেলিকম সংস্থা এয়ারটেল ৷

#নয়াদিল্লি: প্রি-পেড গ্রাহকদের পর এবার পোস্টপেড গ্রাহকদের জন্য ‘সারপ্রাইজ’ অফার নিয়ে এল টেলিকম সংস্থা এয়ারটেল ৷  বিনামূল্যে জিও-র পরিষেবা শেষ হওয়ার অপেক্ষায় ছিল বাকি টেলিকম সংস্থাগুলি ৷ এবার গ্রাহক টানতে কোমর বেঁধে নেমে পড়েছে সকলে ৷ সস্তায় ডেটা পরিষেবা দেওয়া নিয়ে শুরু হয়ে গিয়েছে ট্যারিফ যুদ্ধ ৷ এবার পোস্ট পেড গ্রাহকদের জন্য অবিশ্বাস্য অফার নিয়ে এল এয়ারটেল ৷
এয়ারটেলের নতুন অফারে পোস্ট পেড গ্রাহকরা ১৩ মার্চের পর পেয়ে যাবেন বিনামূল্যে ডেটা পরিষেবা ৷ সম্প্রতি সংস্থার তরফে গ্রাহকদের কাছে পাঠানো ইমেলে এমনটাই জানানো হয়েছে ৷ তবে এই অফারে কতটা ডেটা বিনামূল্যে দেওয়া হবে তা এখনও জানানো হয়নি ৷
ইমেলে জানানো হয়েছে, গ্রাহকরা কতটা ফ্রি ডেটা পেয়েছেন তা  MyAirtel অ্যাপে গিয়ে তারা জানতে পারবেন ৷ গুগল প্লে ও অ্যাপেল অ্যাপ স্টোরে এই অ্যাপটি পাওয়া যাবে ৷
advertisement
advertisement
গ্রাহকদের কাছে পাঠানো ইমেলে বলা হয়েছে, ‘আমরা গ্রাহকদের জন্য ফ্রি ডেটা পাঠাচ্ছি ৷ দেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্কে কোনও বাধা ছাড়া যাতে আপনারা ডেটা পরিষেবা পেতা পারেন তাই উদ্যোগ নেওয়া হয়েছে এয়ারটেলের তরফে ৷ ১৩ মার্চের পর MyAirtel অ্যাপে গিয়ে লগ ইন করলেই জানতে পারা যাবে ঠিক কতটা ডেটা পাওয়া যাবে ফ্রি-তে৷
advertisement
এর কয়েকদিন আগেই প্রিপেড গ্রাহকদের জন্য ১৪৫ টাকায় ১৪জিবি ৪জি ডেটা প্ল্যান নিয়ে আসে এয়ারটেল ৷ সম্প্রতি রিল্যায়েন্স জিও প্রাইম অফার লঞ্চ করেছে যা পয়লা মার্চ থেকে কার্যকর হতে চলেছে ৷ এই অফারে ৩০৩ টাকায় ৩০ জিবি ডেটা ও আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবেন গ্রাহকরা ৷জিও-কে টেক্কা দিতেই একের পর এক আর্কষণীয় অফার নিয়ে আসছে এয়ারটেল বলে মনে করা হচ্ছে ৷
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
১৩ মার্চ থেকে গ্রাহকদের জন্য ফ্রি ডেটা পরিষেবা নিয়ে আসছে এয়ারটেল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement