একটি শর্তে এক বছর পর্যন্ত ফ্রি ডেটা দেবে এয়ারটেল !

Last Updated:

ফের গ্রাহকদের জন্য নতুন চমক এয়ারটেলের ৷ এক বছরের জন্য ফ্রি ডেটা পরিষেবা নিয়ে এল মোবাইল নেটওয়ার্ক প্রদানকারী সংস্থা এয়ারটেল ৷

#মুম্বই: ফের গ্রাহকদের জন্য নতুন চমক এয়ারটেলের ৷ এক বছরের জন্য ফ্রি ডেটা পরিষেবা নিয়ে এল মোবাইল নেটওয়ার্ক প্রদানকারী সংস্থা এয়ারটেল ৷ এর মূল্য আনুমানিক ৯,০০০ টাকা যা এই নতুন অফারের জেরে একদম বিনামূল্যে পেয়ে যাবেন এয়ারটেল গ্রাহকরা ৷  অফারের আওতায় এক বছরের (১২ মাস) ফ্রি ডাটা সুবিধা দেওয়ার কথা জানিয়েছে ভারতের সবচেয়ে বড় টেলিকম অপারেটরটি। এই অফারটি কেবল তারাই পাবে যারা এখনও এয়ারটেলের ৪জি পরিষেবা ব্যবহার করেনি ৷ যাদের কাছে ৪জি মোবাইল রেয়েছে তারা এই পরিষেবার সুবিধা পেতে চলেছেন ৷ এয়ারটেল গ্রাহকরা তাদের ব্যবহৃত হ্যান্ডসেটকে যদি ৪জি হ্যান্ডসেটে আপগ্রেড করে তাহলে তারাও এই অফারটি পেয়ে যাবে ৷ অফারটি চালু হয়েছে ৪ জানুয়ারি থেকে ৷ এবং থাকবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৷
এই অফারে নির্বাচিত কিছু গ্রাহক প্রি পেড ও পোস্ট পেড প্রতি মাসে বিনামূল্যে ৩ জিবি ডেটা পাবেন  ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৷ প্রিপেড গ্রাহকদের জন্য ৩৪৫ টাকার রিচার্জ করালে ৩জিবি ফ্রি ডেটা ১ জিবির সঙ্গে যোগ করে দেওয়া হবে ৷ এর অথার্ৎ গ্রাহকরা ১ জিবির মূল্যে পেয়ে যাবেন ৪জিবি ডেটা ৷ প্রথমবার মাই এয়ারটেল অ্যাপের মাধ্যমে এই সুবিধআ পাবেন গ্রাহকরা ৷ ২৮ দিনের জন্য এটি ভ্যালিড থাকবে ৷ এবং মোট ১৩টি রিচার্জে করা যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৷
advertisement
পোস্ট পেড ব্যবহারকারীরা প্রতি মাসে ৩জিবি ডেটা মাইপ্ল্যান ইনফিনিটি প্ল্যানে এই পরিষেবা পেয়ে যাবেন ৷ অথার্ৎ ৫৪৯ ইনফিনিটি প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন বিনামবল্যে কল করার পাশাপাশি ৬জিবি ডেটা ৷ (৩জিবি ফ্রি ডেটা + ৩ জিবি রেগুলার ডেটা ) প্রতি মাসে ৷
advertisement
ভারতী এয়ারটেলের ভারত ও দক্ষিণ এশিয়ার মার্কেট অপারেশন ডিরেক্টর অজয় পুরি জানিয়েছেন, গ্রাহকরা যাতে সারা বছর ৪জি পরিষেবার সুবিধআ উপভোগ করতে পারেন তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ সম্প্রতি ‘হ্যাপি নিউ ইয়ার’ প্ল্যানের মাধ্যমে গ্রাহকদের অনলিমিটেড ডাটা, ভয়েস কল ও মেসেজ সুবিধার ঘোষণা দেয় রিলায়েন্স জিও। প্রতিয়োগিতার বাজারে জিও-কে টেক্কা দিতেই এয়ারটেলের এই নতুন অফার ৷
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
একটি শর্তে এক বছর পর্যন্ত ফ্রি ডেটা দেবে এয়ারটেল !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement