Best AC: এসি কিনতে চান! আগে দেখে নিন কোন সংস্থা দেবে কেমন সুবিধা

Last Updated:

Top Air Conditioner Brands in India : Lloyd ১.৫ টন ৩স্টার ইনভার্টার স্প্লিট এসি: এতে রয়েছে ইনভার্টার প্রযুক্তি, কপার কনডেন্সার এবং অ্যান্টি-ভাইরাল ও পিএম ২.৫ ফিল্টার।

এসি কিনতে চান! আগে দেখে নিন কোন সংস্থা দেবে কেমন সুবিধা
এসি কিনতে চান! আগে দেখে নিন কোন সংস্থা দেবে কেমন সুবিধা
গরমের পারদ চড়ছে, আর সকলেই খুঁজছেন নিজের ঘরের জন্য একটি উপযুক্ত এসি মেশিন। কোন এসি কেমন কাজ করে দেখে নেওয়া যাক এক নজরে—
Lloyd ১.৫ টন ৩স্টার ইনভার্টার স্প্লিট এসি:
এতে রয়েছে ইনভার্টার প্রযুক্তি, কপার কনডেন্সার এবং অ্যান্টি-ভাইরাল ও পিএম ২.৫ ফিল্টার।
advertisement
Haier ১.৫ টন ৫ স্টার ইনভার্টার স্প্লিট এসি:
এতে রয়েছে কপার কনডেন্সার ৭-ইন-১ কনভার্টেবল কুলিং মোড এবং অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার।
LG ১.৫ টন ৫ স্টার এআই ডুয়াল ইনভার্টার স্প্লিট এসি:
এতে রয়েছে, এআই ডুয়াল ইনভার্টার প্রযুক্তি ৪ ওয়ে সুইং অ্যান্টি-ভাইরাস সুরক্ষা, এইচডি ফিল্টার।
advertisement
Carrier ১.৫ টন ৩ স্টার এআই ফ্লেক্সিকুল হাইব্রিডজেট ইনভার্টার স্প্লিট এসি:
এটি একটি এআই ফ্লেক্সিকুল হাইব্রিজেট ইনভার্টার প্রযুক্তি এসি। এতে রয়েছে কপার কনডেন্সার, এইচডি এবং পিএম ২.৫ ফিল্টার-সহ ডুয়াল ফিল্টারেশন।
Voltas ১ টন ৫ স্টার, ইনভার্টার স্প্লিট এসি:
কপার কনডেন্সার ৪-ইন-১ অ্যাডজাস্টেবল মোড এবং অ্যান্টি-ডাস্ট ফিল্টার।
Haier ১.৫ টন ৪ স্টার, ওয়াইফাই, ইনভার্টার স্প্লিট এসি:
এতে রয়েছে কপার কনডেন্সার ৭-ইন-১ কনভার্টেবল কুলিং মোড ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার।
advertisement
Voltas ১.৫ টন ৫ স্টার ইনভার্টার স্প্লিট এসি:
এতে রয়েছে ইনভার্টার প্রযুক্তি, কপার কনডেন্সার, অ্যান্টি-ব্যাকটেরিয়াল ফিল্টার।
Carrier ১ টন ৩ স্টার এআই ফ্লেক্সিকুল ইনভার্টার স্প্লিট এসি:
এআই ফ্লেক্সিকুল ইনভার্টার প্রযুক্তি এইচডি এবং পিএম ২.৫ ফিল্টার-সহ ডুয়াল ফিল্টারেশন, অটো ক্লিনজার।
advertisement
Haier ১.৬ টন ৫ স্টার, ওয়াইফাই, ইনভার্টার স্প্লিট এসি:
কপার কনডেন্সার ৭-ইন-১ কনভার্টেবল কুলিং মোড-সহ এই এসিতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টারও।
Haier ১.৫ টন ৩ স্টার, ওয়াইফাই, ইনভার্টার স্প্লিট এসি:
ইনভার্টার প্রযুক্তি কপার কনডেন্সার ৭-ইন-১ কনভার্টেবল কুলিং মোড-সহ পাওয়া যাবে এই এসি।
এতো গেল পুরো তালিকা। কিন্তু এসি বাছার সময় মনে রাখতে হবে দাম এবং সেরা ফিচারের কথা। দামের দিক থেকে সেরা বাছতে গেলে অবশ্যই ভাবা যেতে পারে Voltas ১ টন ৫ স্টার, ইনভার্টার স্প্লিট এসির কথা। এর ঠান্ডা করার দক্ষতা, বিদ্যুৎ সাশ্রয় ক্ষমতা, ইনভার্টার প্রযুক্তি, এবং ৫ স্টার এনার্জি রেটিং রয়েছে।
advertisement
আবার সামগ্রিক ভাবে সেরা পণ্য বেছে নিতে গেলে LG ১.৫ টন ৫ স্টার এআই ডুয়াল ইনভার্টার স্প্লিট এসির কথা ভাবা যেতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Best AC: এসি কিনতে চান! আগে দেখে নিন কোন সংস্থা দেবে কেমন সুবিধা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement