জিও নিয়ে উঠে এল নয়া তথ্য !

Last Updated:

দেখা গিয়েছে প্রত্যেক ১০ জনের মধ্যে চার জন জিও ব্যবহার করেন ৷

#মুম্বই: লঞ্চ করার পর থেকেই রিলায়েন্স জিও ভারতের ইন্টারনেট পরিষেবা ও টেলিকম দুনিয়ায় বিপ্লব এনেছে ৷ এককের পর এক আর্কষণীয় অফার নিয়ে এসে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে রিল্যায়েন্স জিও ৷ সকলের মধ্যেই জিও নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে ৷ ২০১৭ সালের জুন মাসের মধ্যে ভারতে মোবাইল ও ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়াবে ৪৫০ মিলিয়নে । দেখা গিয়েছে প্রত্যেক ১০ জনের মধ্যে চার জন জিও ব্যবহার করেন ৷ কিন্তু সমীক্ষা যে তথ্য উঠে এসেছে তাতে দেখা গিয়েছে, এদের মধ্যে ৮২ শতাংশ মানুষেরই জিওটি দ্বিতীয় সিম ৷ অথার্ৎ ১০০ জনের মধ্যে ৮২ জনের এটি প্রাইমারি নম্বর নয় ৷
‘ভেলোসিটি’ নামে একটি সংস্থা সম্প্রতি এই সমীক্ষা করেছেন ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, সমীক্ষার পিছনে মূল কারণ ছিল যে তারা দেখতে চেয়েছিল কেন মানুষ রিল্যায়েন্স জিও সিম নিয়েছেন এবং কেন তাদের মধ্যে জিও নিয়ে এত উৎসাহ ৷ সমীক্ষায় এটা পরিষ্কার যে ফ্রি পরিষেবাই ছিল জিও-র মূল আকর্ষণ ৷
কলড্রপ এখনও জিও-র একটি বড় সমস্যা ৷ প্রায় ৮৬ শতাংশ জিও গ্রাহক জানিয়েছেন যে ভবিষ্যতেও তারা জিও সিম ব্যবহার করবে এই ফ্রি ফ্যাক্টরের জন্য ৷ বেশিরভাগ জিও গ্রাহক প্রি পেড পরিষেবা ব্যবহার করে থাকেন ৷ তবে পোস্ট পেড গ্রাহক সংখ্যার দিক থেকে বাকি সংস্থা ভোডাফোন ও এয়ারটেল অনেকটাই এগিয়ে ৷
advertisement
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
জিও নিয়ে উঠে এল নয়া তথ্য !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement