প্রিয় পোষ্যের জন্যও আধার কার্ড! এবার তাকে খুঁজতে সাহায্য করবে QR কোড

Last Updated:

সম্প্রতি মুম্বইয়ের এক যুবক তৈরি করেছেন কুকুর, বিড়ালের জন্য আধার কার্ড। এই কার্ড QR কোড ব্যবহার করে তৈরি করা হয়েছে। ওই QR কোড স্ক্যান করলেই প্রাণীটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাওয়া যাবে।

প্রিয় পোষ্যের জন্যও আধার কার্ড! এবার তাকে খুঁজতে সাহায্য করবে QR কোড!
প্রিয় পোষ্যের জন্যও আধার কার্ড! এবার তাকে খুঁজতে সাহায্য করবে QR কোড!
ভারতে নাগরিকত্বের প্রমাণ হিসাবে আধার কার্ড, PAN কার্ড এবং ভোটার কার্ডের গুরুত্ব রয়েছে। এর সাহায্যে অনেক কাজ সহজ হয়েছে।
কিন্তু কোনও প্রাণীর আধার কার্ড! এমন কার্ড এখনও ছড়িয়ে পড়েনি সারা দেশে। তবে সম্প্রতি মুম্বইয়ের এক যুবক তৈরি করেছেন কুকুর, বিড়ালের জন্য আধার কার্ড। এই কার্ড QR কোড ব্যবহার করে তৈরি করা হয়েছে। ওই QR কোড স্ক্যান করলেই প্রাণীটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাওয়া যাবে।
advertisement
মুম্বইয়ের বাসিন্দা ২৩ বছরে অক্ষয় রিডলান পেশায় একজন ইঞ্জিনিয়ার। তিনিই এই আধার কার্ড তৈরি করেছেন। অক্ষয় ‘প-ফ্রেন্ড’ নামে একটি সংস্থার প্রতিষ্ঠাতা। রাস্তায় থাকা কুকুর-বিড়াল বা গৃহপালিত পশুদের উপর নজরদারি করতেই তিনি এই আধার কার্ড তৈরি করেছেন। QR কোড স্ক্যান করার পরে, এই আধার কার্ডে কুকুর, বিড়াল সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাওয়া যায়। ওই প্রাণীর নাম, চিকিৎসা ইতিহাস এবং মালিকের যোগাযোগের বিশদ-সহ আরও অনেক তথ্যই পাওয়া যেতে পারে।
advertisement
অক্ষয় বলেন, ‘ছোটবেলা থেকেই পশুপাখির প্রতি ভালবাসা ছিল। কলেজে পড়ার সময় কালু নামের একটি পথকুকুরের সঙ্গে আমার বন্ধুত্ব হয়। কিন্তু একদিন ও কোথায় হারিয়ে গেল। অনেক খোঁজাখুঁজি করেও পাইনি।’ এই ঘটনার পর থেকেই সমাধানের পথ খুঁজছিলেন অক্ষয়। তিনি চাইছিলেন একটি মাইক্রো চিপ তৈরি করতে যা প্রাণীগুলির গতিবিধির উপর নজর রাখতে পারবে।
advertisement
কিন্তু ঘটনা হল, ভারতে মাইক্রো চিপের দাম অনেকটাই বেশি। তা ব্যবহার করা সমস্যার। কিন্তু আজকাল সব জায়গায় QR কোড ব্যবহার করা হচ্ছে। তাই অক্ষয়ও ভাবলেন সেই QR কোডকেই কাজে লাগানোর কথা। প্রাণীদের চিহ্নিত করার কাজে QR কোডে তথ্য সংরক্ষণ করার কাজ শুরু করলেন। সেই সংক্রান্ত কাজ করার জন্য তৈরি করে ফেলেন https://pawfriend.in/ওয়েবসাইটটি।
advertisement
এই ওয়েবসাইটে QR কোড স্ক্যান করার মাধ্যমে, কেউ প্রাণীর নাম, ওই প্রাণীর চিকিৎসা সংক্রান্ত ইতিহাস এবং তার রক্ষকদের যোগাযোগের বিশদ জানতে পারবেন। সেই সঙ্গে পাওয়া যাবে আনুষঙ্গিক নানা তথ্যও। এর ফলে হারিয়ে যাওয়া পোষ্যকে খুঁজে বের করা আরও সহজ হতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
প্রিয় পোষ্যের জন্যও আধার কার্ড! এবার তাকে খুঁজতে সাহায্য করবে QR কোড
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement