Aadhaar Card: আধার কার্ডের তথ্য চুরি হতে পারে যেকোনও সময়! এখুনি লক করুন আপনার তথ্য! জানুন
- Reported by:Trending Desk
- trending desk
- Published by:Piya Banerjee
Last Updated:
Aadhaar Card: সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, হ্যাকাররা আধার এবং ভারতীয় পাসপোর্ট তথ্যভাণ্ডার পুরোটাই যেকোনও ব্যক্তির হাতে তুলে দিতে পারে। সেজন্য তারা মাত্র ৮০ হাজার ডলারের নিলাম ডেকেছে।
আধার কার্ড তৈরির সময় নেওয়া হয়েছে প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত তথ্য। তার মধ্যে জন্মতারিখ, লিঙ্গ, পিতার নাম, ঠিকানা যেমন রয়েছে তেমনই রয়েছে ফোন নম্বর। এমনকী হাতের ছাপ এবং চোখের মণির রঙও, যা চূড়ান্ত ব্যক্তিগত। এই তথ্য ফাঁস হলে যে অনেক রকম সমস্যা হতে পারে, তাও সকলে জানেন।
আর সেই ভয় সত্যি করেই একটি তথ্য উঠে এসেছে সম্প্রতি। প্রায় ৮১ কোটি ভারতীয় নাগরিকের ব্যক্তিগত তথ্য প্রকাশিত হয়েছে ডার্ক ওয়েবে।
advertisement
আমেরিকার সাইবার সিকিউরিটি ফার্ম রিসিকিউরিটি-র এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রায় ৮১৫ মিলিয়ন ভারতীয় নাগরিকের ব্যক্তিগত তথ্য—তাঁদের নাম, ফোন নম্বর, ঠিকানা, আধার এবং পাসপোর্ট তথ্য ডার্ক ওয়েবে প্রকাশিত হয়েছে। সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, হ্যাকাররা আধার এবং ভারতীয় পাসপোর্ট তথ্যভাণ্ডার পুরোটাই যেকোনও ব্যক্তির হাতে তুলে দিতে পারে। সেজন্য তারা মাত্র ৮০ হাজার ডলারের নিলাম ডেকেছে।
advertisement
সম্প্রতি আধার-এনাবল্ড পেমেন্ট সিস্টেম (AePS)-কে হাতিয়ার করে বায়োমেট্রিক ডেটা ব্যবহার করে জালিয়াতি করা হচ্ছে বলে জানা গিয়েছে৷ গত ৫ অক্টোবর, ২০২৩-এ কলকাতা পুলিশ AePS ব্যবহার করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পায়। ইলেকট্রনিক তথ্য চুরির অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করার পরে এই জালিয়াতির কথা জানা যায়। এই প্রক্রিয়ায় জালিয়াতরা এসএমএস বা ওটিপি যাচাই ছাড়াই অ্যাকাউন্ট লেনদেন করতে পারে।
advertisement
কলকাতার ঘটনার পর বেঙ্গালুরু পুলিশ গত ২৫ অক্টোবর, ২০২৩-এ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ সতর্কতা জারি করে। সেখানে সুরক্ষার জন্য প্রত্যেক নাগরিককে আধার বায়োমেট্রিক্স লক করে ফেলার আহ্বান জানানো হয়।
কিন্তু কীভাবে করা যাবে আধার বায়োমেট্রিক লক! দেখে নেওয়া যাক এক নজরে—
advertisement
১. m-Aadhaar অ্যাপ বা UIDAI পোর্টালের মাধ্যমে আধার বায়োমেট্রিক্স লক করা যেতে পারে।
২. UIDAI ওয়েবসাইটে গিয়ে ‘My Aadhaar’-এ ক্লিক করতে হবে। সেখানে ‘Aadhaar Services’-এর অধীনে ‘Aadhaar lock/unlock’ নির্বাচন করতে হবে।
৩. এইখানে নিজের আধার নম্বর বা ভিআইডি লিখতে হবে।
৪. নির্ভুল ক্যাপচা লিখে OTP-র আবেদন করতে হবে।
৫. নিবন্ধিত মোবাইল নম্বরে ওটিপি আসবে। এবার স্ক্রিনে চার-সংখ্যার সিকিওরিটি কোড দিয়ে ‘এনাবেল’ ক্লিক করতে হবে।
advertisement
আধার বায়োমেট্রিক্স আনলক করার পদ্ধতি—
UIDAI ওয়েবসাইটের সর্বশেষ ১৬-সংখ্যার ভার্চুয়াল আইডি (VID)-এর মাধ্যমে অনলাইনে তাদের বায়োমেট্রিক্স লক করতে পারেন।
চাইলে UIDAI ওয়েবসাইটে গিয়েই নিজেই UID আনলক করা যেতে পারে। ‘আনলক’ অপশনে গিয়ে সর্বশেষ VID এবং সিকিওরিটি কোড লিখতে হবে। টিওটিপি নির্বাচন করে Submit-এ ক্লিক করতে হবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 03, 2023 12:30 AM IST










