মাংস এড়িয়ে মাছের দোকানে লম্বা লাইন আম আদমির

Last Updated:

বাঙালির রবিবারের দুপুরে বজ্রপাত। মাংসের গন্ধ ছাড়া কেমন যেন নিরামিষ পাত, এ এক অচেনা বাঙালির রবিবার। অন্যদিন না হয় মাছে-ভাতেই খুশি।

#মানিকতলা: বাঙালির রবিবারের দুপুরে বজ্রপাত। মাংসের গন্ধ ছাড়া কেমন যেন নিরামিষ পাত, এ এক অচেনা বাঙালির রবিবার। অন্যদিন না হয় মাছে-ভাতেই খুশি।
মাংস ছাড়া রবিবারে খাওয়া-দাওয়া একেবারেই বেমানান। ভাগাড় আর খামারকাণ্ডের আতঙ্কে অবশ্য মানিকতলা বাজারে মাংসের দোকান ফাঁকাই ছিল। শুধু মানকতলা বাজারই নয়, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম চিত্র একই, আপাতত আজ  মাছ আর ডিমেই ডুবল বাঙালির কব্জি।
advertisement
advertisement
বসন্ত বিদায়ে কি বাঙালির মেনুতেও মাংস বাদ ? রবিবারের বাজারের থলের এককোণায়ও জায়গা পেল না মাংস ! ফাঁকা ফাঁকা ঠেকলেও মুরগি-পাঁঠা থেকে আপাতত মন উঠেছে বাঙালির।
advertisement
ভাগাড়ের মরা পশু আর খামারের মরা মুরগির মাংসে আতঙ্কিত মানুষ। মানিকতলা বাজারে  মাংসের দোকান সকাল থেকে ফাঁকা। কাটা মাংস না কিনে, গোটা মুরগি কাটিয়ে নিয়ে গেলেন ক্রেতারা। দাম বেড়েছে গোটা মুরগিরও।
বাংলা খবর/ খবর/কলকাতা/
মাংস এড়িয়ে মাছের দোকানে লম্বা লাইন আম আদমির
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement