পরীক্ষা নেওয়া হোক সব বিষয়ে, যন্তর মন্তরে বিক্ষোভে সিবিএসই পড়ুয়ারা
Last Updated:
শুধু মাত্র অঙ্ক বা ইকনমিক্স নয়, পরীক্ষা নেওয়া হোক সব বিষয়ে প্ল্যাকার্ড হাতে দিল্লির যন্তর মন্তরে নামল পড়ুয়ারা ৷ সিবিএসই-র প্রশ্নপত্র ফাঁস নিয়ে গতকাল থেকেই তোলপাড় দেশ ৷ এ বার পথে নামল খোদ পড়ুয়াই ৷
#নয়াদিল্লি: শুধু মাত্র অঙ্ক বা ইকনমিক্স নয়, পরীক্ষা নেওয়া হোক সব বিষয়ে, এমনই দাবি নিয়ে এ বার প্ল্যাকার্ড হাতে দিল্লির যন্তর মন্তরে নামল পড়ুয়ারা ৷ সিবিএসই-র প্রশ্নপত্র ফাঁস নিয়ে গতকাল থেকেই তোলপাড় দেশ ৷ এ বার পথে নামল খোদ পড়ুয়াই ৷
প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের দায় স্বীকার করে নিয়ে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভরেকর বলেন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে ৷ তবে সব বিষয়ে পরীক্ষা নেওয়া হবে কী না সে বিষয়ে এখনও কিছু খলোসা করেননি তিনি ৷
advertisement
advertisement
ইতিমধ্যেই ২৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷ দিল্লির বিদ্যা কোচিং সেন্টারের মালিক ভিকিকে আটক করে জেরা করছে পুলিস। এই প্রশ্নফাঁসের প্রতিবাদে দেশের বিভিন্ন শহর থেকে অনলাইন পিটিশন জমা পড়েছে। সোশ্যাল মিডিয়াও শুরু হয়েছে প্রচার। প্রশ্নফাঁসের ঘটনার নিন্দায় মুখর হয়েছেন শিক্ষকরাও।
advertisement
গতকালই দশম ও দ্বাদশ শ্রেণিতে ফের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিল বোর্ড ৷ দশম শ্রেণির অঙ্ক এবং দ্বাদশ শ্রেণির ইকনমিক্স পরীক্ষা ফের নেওয়ার কথা জানানো হয় ৷ পশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার ফলেই এই সিদ্ধান্ত ৷ এ বছর দশম শ্রেণির পরীক্ষার্থীর সংখ্যা ১৬লক্ষ ৩৮ হাজার এবং দ্বাদশের পরীক্ষার্থী ১১ লক্ষ ৮৬ হাজার ৷ গত বুধবার সিবিএসই-র অঙ্ক পরীক্ষা ছিল। বেশিরভাগ পড়ুয়াই জানিয়েছিল, প্রশ্নপত্র সহজ হওয়ায় পরীক্ষা ভাল হয়েছে ৷ কিন্তু এর কয়েক ঘণ্টা পরেই এক বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার রাতে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায় ওই পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ মঙ্গলবার ছিল দ্বাদশ শ্রেণির ইকনমিক্সের পরীক্ষা ।
advertisement
view comments
Location :
First Published :
March 29, 2018 3:00 PM IST