'রেডি প্লেয়ার ওয়ান' সেটে অপ্রস্তুত অভিনেতারা
Last Updated:
তাঁর ছবি মানেই উন্মাদনা। স্টিভেন স্পিলবার্গের কাছ থেকে পারদটা সবসময়ই বেশি। তারপর আবার যখন তখন সেটে হানা দেন স্পিলবার্গের ঘনিষ্ঠ তারকা বন্ধুরা।
#ওয়াশিংটন: তাঁর ছবি মানেই উন্মাদনা। স্টিভেন স্পিলবার্গের কাছ থেকে পারদটা সবসময়ই বেশি। তারপর আবার যখন তখন সেটে হানা দেন স্পিলবার্গের ঘনিষ্ঠ তারকা বন্ধুরা। সব মিলিয়ে ঠিক কী কী ঘটত 'রেডি প্লেয়ার ওয়ান' এর সেটে। প্রিমিয়ারে জানালেন ছবির তারকারা।
স্টিভেন স্পিলবার্গের ছবির সেটে কাজ করতে গিয়ে এমনিতেই ভয়ে থাকেন নতুন অভিনেতারা। তবে 'রেডি প্লেয়ার ওয়ান'-এর অভিনেতাদের উপর চাপটা একটু বেশিই ছিল। কারণ, সময়ে অসময়ে স্পিলবার্গের সঙ্গে দেখা করতে সেটে পৌঁছে যেতেন টম ক্রুজ, জর্জ লুকাস, হ্যারিসন ফোর্ডের মতো স্টারেরা। তাবড় এই তারকাদের হঠাৎ চোখের সামনে দেখে মাঝেমধ্যেই অপ্রস্তুতে পড়তে হয়েছে ছবির অভিনেতাদের।
advertisement
তাঁর ছবির মতোই ছবি তৈরির প্রক্রিয়াও যে জমজমাট তা স্পষ্ট।
advertisement
Location :
First Published :
March 29, 2018 9:10 PM IST

